নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

I n c o g n i t o

যতোবার আমি শান্তি খুঁজেছি, ঠিক ততোবার আমার মাথায় শুধু একটি চিন্তাই এসেছে। সেটা হচ্ছে একটা ড্রিল মেশিন দিয়ে মাথার খুলিটা ফুটো করে দেওয়ার চিন্তা।

ইনকগনিটো

যতোবার আমি শান্তি খুঁজেছি, ততোবার শুধুমাত্র একটা চিন্তাই আমার মাথায় এসেছে। সেটা হচ্ছে একটি ড্রিল মেশিন নিয়ে নিজের মাথার খুলিটা ফুটো করে দেওয়ার চিন্তা।

ইনকগনিটো › বিস্তারিত পোস্টঃ

নীল চিঠি।।

০৯ ই মার্চ, ২০১৪ সকাল ১১:৩৮

কোন প্রয়োজন ছিলো না;
না লিখলেও পারতাম।
এর আগে তিন তিনবার চিঠিটা লিখে
কুচিকুচি করে ছিঁড়েছি;
ছেড়া টুকরোগুলো কোনটা কার, আলাদা করা যাচ্ছিলো না।

অথচ প্রতিটা অক্ষর কতো কথা দিয়ে জোড়া লাগানো ছিলো
পুরনো গল্পের চিঠি;
শুধু এতোবার লিখতে যেয়ে নীল প্যাডটার কয়েকটা পাতা নষ্ট হলো- এই যা!

না লিখলেও পারতাম; এতোটা সময়ও নষ্ট হতো না।

ঘরের বাল্বটা ক'দিন ধরেই ফিউজড, মাসের ১০ তারিখ যাচ্ছে-
বাড়ি ভাড়াটাও দেওয়া হয় নি।
প্রতিদিনই ভাবি, টিকাটুলির অফিসে গিয়ে
একবার খোঁজ করে আসবো- টিউশনিটা হলো কি না।

ফেরার পথে- সিঁড়িতে নিমাই বাবুর সাথে দেখা হবে;
সে তার চিরাচরিত নিয়মে বলবে-
সন্ধ্যায় বাসায় এসো, এক কাপ চা খেয়ে যেও।
গল্পও করা যাবে বেশ কিছুক্ষন; জানো তো- আমার ছোট মেয়ে;
চিত্রা,
ও কিন্তু বেশ ভালো চা বানায়।

সেই একই কথা,
একটুও বদলায়নি।
সেই পুরনো সিঁড়ি।

কিন্তু এখানে তো অন্য কারো থাকার কথা ছিলো।

রাতে রুমে ফিরি যখন, তখন যেন কেমন কেমন;
ফাঁকা ফাঁকা-
রুমে ঢুকে প্রতিদিনের মতো আরও একবার মনে হয়- বাল্বটা
আনতে ভুলে গেছি। আলো নেই।
ঘরময় অন্ধকার, বসে থাকা ছাড়া আর কোন কাজ নেই।

তখনও যেন
কেমন কেমন-

খুব আপন কিছু অনুভুতি
কোন প্রয়োজন ছিলো না,
তবু
বুক পকেটে জমা থাকে একটা নীল চিঠি।

মন্তব্য ৪৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ০৯ ই মার্চ, ২০১৪ সকাল ১১:৪২

শরৎ চৌধুরী বলেছেন: চমৎকার।

০৯ ই মার্চ, ২০১৪ সকাল ১১:৫০

ইনকগনিটো বলেছেন: অন্যমনস্ক শরৎ ,

ভাই। ধন্যবাদ। শুভ দুপুর।

২| ০৯ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:০১

মামুন রশিদ বলেছেন: সুন্দর!

০৯ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:০৯

ইনকগনিটো বলেছেন: মামুন রশিদ ভাই,

অনেক ধন্যবাদ।
শুভকামনা।

৩| ০৯ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:০২

এম এ কাশেম বলেছেন: চিঠিটা বুক পকেটে সাজিয়ে রাখুন।

০৯ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:১০

ইনকগনিটো বলেছেন: এম এ কাশেম,

কিছু চিঠি বুক পকেটেই থাকে।
চাইলেও।
না চাইলেও।

ধন্যবাদ। ভালো থাকবেন।

৪| ০৯ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:১১

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: ভাল লেগেছে।

চমৎকার। :)

০৯ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:১৯

ইনকগনিটো বলেছেন: রিয়াদ( শেষ রাতের আঁধার ),


ধন্যবাদ আপনাকে। :)

৫| ০৯ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:২৩

হাসান মাহবুব বলেছেন: এই ফরম্যাটের কবিতা পড়তে গেলে মনে হয় যে ধুর এইডা যে কেউ লিখতে পারে, এত সহজ। কিন্তু লিখতে গেলে বুঝা যায় ক্যারাঞ্চি আছে। ভালা লাগলো।

০৯ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:৩৪

ইনকগনিটো বলেছেন: ইয়ে, ফরম্যাটটা খুব ফ্ল্যাট, কিন্তু লিখতে সময় লাগে বেশি। ফ্ল্যাট কবিতায় প্রোপার শব্দ লাগে বেশি। এই কারনে শব্দেরা খুব ঝামেলা করে।


ধইন্যা, বিগ বি।

৬| ০৯ ই মার্চ, ২০১৪ দুপুর ১:১৭

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর। +

১৭ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:৪৯

ইনকগনিটো বলেছেন: সেলিম আনোয়ার,

ধন্যবাদ, ভাই।

৭| ০৯ ই মার্চ, ২০১৪ দুপুর ১:৫৮

ক্লান্ত তীর্থ বলেছেন: ভালো লেগেছে!



অনেক গতিময়!

১৭ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:৫২

ইনকগনিটো বলেছেন: ক্লান্ত তীর্থ ,

অনেক ধন্যবাদ, ভাল থাকবেন।

৮| ০৯ ই মার্চ, ২০১৪ দুপুর ২:০৬

মিমা বলেছেন: স্মৃতির ঝাঁপি গুলোর আগল খুলে দিতে আপনার শব্দগুলোর জুড়ি নেই! শব্দ, উপাদান ও বিষয়বস্তু উপস্থাপনার মুন্সিয়ানায় বরাবরের মতোই মুগ্ধ, চমৎকৃত!

অনেক ভালো লাগা রইলো ইনকগনিটো ভাই, শুভকামনা রইলো। :)

২১ শে মার্চ, ২০১৪ বিকাল ৪:২৪

ইনকগনিটো বলেছেন: প্রিয় পাঠক,

রিপ্লাই দিতে বেশ কিছুটা দেরি হয়ে গেলো। আশা করি কিছু মনে করবেন না।

ভালো লেগেছে শুনে ভালো লাগলো।

ভালো থাকবেন।

৯| ০৯ ই মার্চ, ২০১৪ দুপুর ২:২৯

সুমন কর বলেছেন: রাতে রুমে ফিরি যখন, তখন যেন কেমন কেমন;
ফাঁকা ফাঁকা-
রুমে ঢুকে প্রতিদিনের মতো আরও একবার মনে হয়- বাল্বটা
আনতে ভুলে গেছি। আলো নেই।
ঘরময় অন্ধকার, বসে থাকা ছাড়া আর কোন কাজ নেই।

সুন্দর !!

২১ শে মার্চ, ২০১৪ বিকাল ৪:২৬

ইনকগনিটো বলেছেন: সুমন কর,

অনেক ধন্যবাদ, ভাই।

১০| ০৯ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:২৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার হইছে! আবৃতির মত করে পড়তে ভালোই লাগল।

২১ শে মার্চ, ২০১৪ বিকাল ৪:২৮

ইনকগনিটো বলেছেন: কাল্পনিক_ভালোবাসা ভাই,

অনেক ধন্যবাদ আপনাকে।

ভাল থাকুন, প্রতিদিন!

১১| ০৯ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:২১

স্নিগ্ধ শোভন বলেছেন: সুন্দর!!!!

+++++

২১ শে মার্চ, ২০১৪ বিকাল ৪:৩২

ইনকগনিটো বলেছেন: স্নিগ্ধ শোভন

ধন্যবাদ, ভাইটা!

১২| ০৯ ই মার্চ, ২০১৪ রাত ৮:০৩

অদিতি মৃণ্ময়ী বলেছেন: এত সুন্দর কবিতা মানুষ কিভাবে লেখে!!!!!

সুন্দর।

২১ শে মার্চ, ২০১৪ বিকাল ৪:৩৭

ইনকগনিটো বলেছেন: অদিতি মৃণ্ময়ী ,

আগে মানুষ হাতে লিখতো কবিতা, এখন কিবোর্ড দিয়ে লেখে, তবে তাতেও হাত লাগে।

দেখসো, হাতের কতো কাজ?

শুভেচ্ছা তোমার জন্য।

১৩| ০৯ ই মার্চ, ২০১৪ রাত ৯:১৮

মোঃ ইসহাক খান বলেছেন: হ্যাঁ, তবু না হয় বুকপকেটে জমা থাকলো নীল চিঠি, আর তার সর্বক্ষণের পরশটি।

২১ শে মার্চ, ২০১৪ বিকাল ৪:৪০

ইনকগনিটো বলেছেন: মোঃ ইসহাক খান


পাঠের জন্য ধন্যবাদ।

১৪| ০৯ ই মার্চ, ২০১৪ রাত ১০:১৭

বৃষ্টিধারা বলেছেন: চমৎকার......

২১ শে মার্চ, ২০১৪ বিকাল ৪:৪২

ইনকগনিটো বলেছেন: গুণ্ডিধারা

অনেক ধন্যবাদ। ভালো আছেন?

১৫| ০৯ ই মার্চ, ২০১৪ রাত ১০:১৯

শুকনোপাতা০০৭ বলেছেন: খুব সুন্দর :)

২১ শে মার্চ, ২০১৪ বিকাল ৪:৪৪

ইনকগনিটো বলেছেন: শুকনোপাতা০০৭

ধন্যবাদ ভাই।

শুভকামনা আপনার জন্য।

১৬| ১০ ই মার্চ, ২০১৪ রাত ১:১৯

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: কিছু জিনিস আছে অন্যের তবু নিজের মনে হয়। যেমন, এই কবিতাটা। আপনার, কিন্তু মনে হলো যেন আমারই। কবিতায় সেই রকম উপকরণ ঢালতে পারিনা। এইসব অবচেতন মনের কথকতা, আমারই।

খুব খুব ভালো লাগলো।

২১ শে মার্চ, ২০১৪ বিকাল ৪:৪৮

ইনকগনিটো বলেছেন: মোঃ সাইফুল ইসলাম সজীব

আপনার অনুভূতিরা তাহলে কিছুটা এমনি। শুনে ভালো লাগলো খুব। কবিতায় যদি মানুষের মনের কথাও বলে দেওয়া যায়, সেটা লেখককে অনেক বেশি আনন্দ যোগায়।

ভালো থাকবেন।

১৭| ১১ ই মার্চ, ২০১৪ রাত ১১:৪৪

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: কেমন জানি ভেঙ্গে পড়তে ইচ্ছে করে এইসব কবিতায় । থাক নীল চিঠিরা বুকপকেটে আজীবন ।

চমৎকার লাগলো । :)

২১ শে মার্চ, ২০১৪ বিকাল ৪:৫০

ইনকগনিটো বলেছেন: আদনান শাহ্‌িরয়ার


অনেক ধন্যবাদ ভাই :)

শুভকামনা আপনার জন্য।

১৮| ১২ ই মার্চ, ২০১৪ রাত ১২:১৪

অদ্বিতীয়া আমি বলেছেন: চমৎকার ..

২১ শে মার্চ, ২০১৪ বিকাল ৪:৫১

ইনকগনিটো বলেছেন: অদ্বিতীয়া আমি

ধন্যবাদ আপনাকে :)

১৯| ১৬ ই মার্চ, ২০১৪ সকাল ৭:৪২

এম এস কে বাঁধন বলেছেন: অনেক ভাল লাগল। প্রিয়তে...

২১ শে মার্চ, ২০১৪ বিকাল ৪:৫২

ইনকগনিটো বলেছেন: এম এস কে বাঁধন

অনেক ধন্যবাদ আপনাকে।

২০| ১৬ ই মার্চ, ২০১৪ সকাল ১১:৩৮

অদৃশ্য বলেছেন:






'' অথচ প্রতিটা অক্ষর কতো কথা দিয়ে জোড়া লাগানো ছিলো
পুরনো গল্পের চিঠি ''

___ এই অংশটুকুতে কিছুটা সমস্যা তৈরী হচ্ছে... ভাবছিলাম এখানে আপনার ভাবনারা কোনদিক থেকে জমেছে...


সবমিলিয়ে চমৎকার...

ইনকোর জন্য
শুভকামনা...

২১ শে মার্চ, ২০১৪ বিকাল ৪:৫৪

ইনকগনিটো বলেছেন: অদৃশ্য ভাই,

খুব অল্প লাইন প্রেমিক- প্রেমিকার পুরনো দিনগুলির ভালো লাগা সম্পর্কে ধারনা দেয় এই কবিতায়। তবে মেয়েটা কেন সরে গেলো, সেটা অস্পষ্ট, স্পষ্ট করে দেখানোরও প্রয়োজন নেই।


ভালো থাকবেন ভাই।

২১| ০৫ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:২৫

তৌফিক আনজাম বলেছেন: হাহাকার....

২৬ শে মে, ২০১৪ রাত ৮:৩৩

ইনকগনিটো বলেছেন: হয়তো।

২২| ১৫ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:৩৯

একজন সৈকত বলেছেন: অনেক ভালো লাগা! :)

২৬ শে মে, ২০১৪ রাত ৮:৩৪

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.