নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

I n c o g n i t o

যতোবার আমি শান্তি খুঁজেছি, ঠিক ততোবার আমার মাথায় শুধু একটি চিন্তাই এসেছে। সেটা হচ্ছে একটা ড্রিল মেশিন দিয়ে মাথার খুলিটা ফুটো করে দেওয়ার চিন্তা।

ইনকগনিটো

যতোবার আমি শান্তি খুঁজেছি, ততোবার শুধুমাত্র একটা চিন্তাই আমার মাথায় এসেছে। সেটা হচ্ছে একটি ড্রিল মেশিন নিয়ে নিজের মাথার খুলিটা ফুটো করে দেওয়ার চিন্তা।

ইনকগনিটো › বিস্তারিত পোস্টঃ

চিত্র।।

০৩ রা এপ্রিল, ২০১৪ রাত ১১:২৭

দিনের আলো শেষে সন্ধ্যার বাতিগুলো জ্বলে যায়

শহরের রাজপথে; খুপরির মতো প্রতিটা জানালায়

টিম টিম করে,

একদল উদ্দেশ্যহীন যুবকের গল্প তখন মাত্র শুরু হয়; রাস্তার পাশে; একরাশ পরিচিত ধোঁয়ার সাথে-

কিন্তু তাতে জমে থাকে অনেক অপরিচিত রঙ

ঈশ্বর তা দেখেও, না দেখে নিঃশব্দে হেঁটে যান।



কোন জানালায়-একটি বা দুটি নাইটকুইন ফুল থাকে

ফোঁটার অপেক্ষায়;

পৃথিবীর সমস্ত ঘ্রাণ তখন ম্রিয়মাণ।

মন্তব্য ৪৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা এপ্রিল, ২০১৪ রাত ১২:০৫

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: চমৎকার ! ঈশ্বর তা দেখেও, না দেখে নিঃশব্দে হেঁটে যান।

০৪ ঠা এপ্রিল, ২০১৪ রাত ১২:১০

ইনকগনিটো বলেছেন: সাবরিনা সিরাজী তিতির আপা,

পাঠের জন্য ধন্যবাদ।


ভালো থাকবেন। শুভকামনা।

২| ০৪ ঠা এপ্রিল, ২০১৪ রাত ১২:২১

ওয়াহাব ৰাদশা বলেছেন: সুন্দর লিখেছেন :-) :-)

০৪ ঠা এপ্রিল, ২০১৪ রাত ১২:৩১

ইনকগনিটো বলেছেন: ওয়াহাব ৰাদশা ,

ধন্যবাদ আপনাকে।

৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৪ রাত ১২:৩২

শাকিল ১৭০৫ বলেছেন: কদল উদ্দেশ্যহীন যুবকের গল্প তখন মাত্র শুরু হয়; রাস্তার পাশে; একরাশ পরিচিত ধোঁয়ার সাথে-
কিন্তু তাতে জমে থাকে অনেক অপরিচিত রঙ
ঈশ্বর তা দেখেও, না দেখে নিঃশব্দে হেঁটে যান।

চমৎকার ভাই

০৪ ঠা এপ্রিল, ২০১৪ সকাল ৯:১২

ইনকগনিটো বলেছেন: শাকিল ১৭০

ধন্যবাদ ভাই।

ভাল থাকুন।

৪| ০৪ ঠা এপ্রিল, ২০১৪ রাত ১২:৩৯

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: হায় ঈশ্বর, মাঝে মাঝে তোমায় বড় অন্ধ আর কালা মনে হয়।

ভালো লাগলো।

০৪ ঠা এপ্রিল, ২০১৪ সকাল ৯:৩৪

ইনকগনিটো বলেছেন: মোঃ সাইফুল ইসলাম সজীব ,


পাঠের জন্য ধন্যবাদ আপনাকে।

শুভকামনা।

৫| ০৪ ঠা এপ্রিল, ২০১৪ রাত ২:১৪

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: পৃথিবীর সমস্ত ঘ্রাণ তখন ম্রিয়মাণ!

পাওয়ারফুল পাঞ্চ!

০৪ ঠা এপ্রিল, ২০১৪ সকাল ৯:৪৩

ইনকগনিটো বলেছেন: দি ফ্লাইং ডাচম্যান ভাই,

ভালো আছেন? :)

৬| ০৪ ঠা এপ্রিল, ২০১৪ সকাল ৯:১৬

মামুন রশিদ বলেছেন: ভালো লেগেছে ।

০৪ ঠা এপ্রিল, ২০১৪ সকাল ৯:৪৯

ইনকগনিটো বলেছেন: মামুন রশিদ ভাই,


অনেক ধন্যবাদ !

৭| ০৪ ঠা এপ্রিল, ২০১৪ সকাল ৯:৫৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
সুন্দর কবিতা :)

০৪ ঠা এপ্রিল, ২০১৪ সকাল ১০:০৬

ইনকগনিটো বলেছেন: মাঈনউদ্দিন মইনুল,


ধন্যবাদ আপনাকে।

৮| ০৪ ঠা এপ্রিল, ২০১৪ সকাল ১০:০৯

কান্ডারি অথর্ব বলেছেন:


নাইস ওয়ান

০৪ ঠা এপ্রিল, ২০১৪ সকাল ১০:২০

ইনকগনিটো বলেছেন: কান্ডারি অথর্ব


ধন্যবাদ।

৯| ০৪ ঠা এপ্রিল, ২০১৪ সকাল ১০:২৪

জাহাঙ্গীর.আলম বলেছেন: সুন্দর

০৪ ঠা এপ্রিল, ২০১৪ সকাল ১০:২৮

ইনকগনিটো বলেছেন: আলজাহাঙ্গীর,


ধন্যবাদ আপনাকে।

১০| ০৪ ঠা এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৫০

শান্তির দেবদূত বলেছেন: ঈশ্বরের আর কি দোষ বলেন! মেশিনা বানায় ছাইড়া দিছে সেই থেকে কান্ডকির্তী সেই মেশিনই মশায়ই চালিয়ে নিয়ে যাচ্ছে!

কবিতার ম্যাসেজটা খুব ভালো দুর্দান্ত হয়েছে, ইউনিক স্টাইল; খুব তীক্ষ্ণ ও তীব্র।

০৬ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৪০

ইনকগনিটো বলেছেন: শান্তির দেবদূত ,

The earth is a dice board, ryt?

ভালো থাকবেন। পাঠের জন্য ধন্যবাদ।

১১| ০৪ ঠা এপ্রিল, ২০১৪ দুপুর ২:৫৯

স্বপ্নবাজ অভি বলেছেন: পৃথিবীর সমস্ত ঘ্রাণ তখন ম্রিয়মাণ

ঠিক এখনো !
বেশ লাগলো !

০৬ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৫১

ইনকগনিটো বলেছেন: স্বপ্নবাজ অভি


ধন্যবাদ ভাই। :) অনেক শুভকামনা রইলো।

১২| ০৪ ঠা এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৩৩

শুঁটকি মাছ বলেছেন: কোন জানালায়-একটি বা দুটি নাইটকুইন ফুল থাকে
ফোঁটার অপেক্ষায়;
পৃথিবীর সমস্ত ঘ্রাণ তখন ম্রিয়মাণ
অসাধারণ!!!!!!

০৬ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:০৪

ইনকগনিটো বলেছেন: শুঁটকি মাছ


ধন্যবাদ। শুভকামনা।

১৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৪ বিকাল ৪:১০

স্নিগ্ধ শোভন বলেছেন: দারুণ!!!

++++

০৬ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:১১

ইনকগনিটো বলেছেন: স্নিগ্ধ শোভন


ধন্যবাদ অনেক। :)

১৪| ০৪ ঠা এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:২৭

ভাসা মেঘ বলেছেন: বেশ লাগলো

০৬ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:২৬

ইনকগনিটো বলেছেন: ভাসা মেঘ


ধন্যবাদ আপনাকে।

১৫| ০৪ ঠা এপ্রিল, ২০১৪ রাত ৯:১৯

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: ঈশ্বর তা দেখেও, না দেখে নিঃশব্দে হেঁটে যান ! কি চমৎকার !

০৬ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৪৪

ইনকগনিটো বলেছেন: আদনান শাহ্‌িরয়ার


ধন্যবাদ। শুভকামনা।

১৬| ০৫ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:১৫

একজন আরমান বলেছেন:
সুন্দর বর্ণনা !

০৬ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৪৫

ইনকগনিটো বলেছেন: একজন আরমান


বর্ণনা? আসলেই?

যাই হোক। ধন্যবাদ।

১৭| ০৫ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:২২

হাসান মাহবুব বলেছেন: সুন্দর।

০৬ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৪৬

ইনকগনিটো বলেছেন: হামা ভাই,

ধইন্যাপাতা নাও।

১৮| ০৫ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:২৭

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: ভালো আছি :) আপনি?

০৬ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৪৮

ইনকগনিটো বলেছেন: আছি ভাই মোটামুটি। এম্নেই ব্লগে কম আসি, তার মাঝেও আপনারে দেখলাম মেলা দিন পর।

ভালো থাকবেন ভাই।

১৯| ০৬ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:২৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার কবি!!

০৬ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৪৮

ইনকগনিটো বলেছেন: ধইন্যাপাতা আপনারেও, কাল্পনিক ভাই! :)

২০| ০৬ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:১৯

প্রোফেসর শঙ্কু বলেছেন: শেষের লাইনটাই মন কেড়ে নিল বারেবারে।

০৬ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৪৯

ইনকগনিটো বলেছেন: প্রোফেসর শঙ্কু

কতদিন পর :) দেখে ভাল্লাগতেসে।

ধন্যবাদ, ভাই। ভালো থাকুন প্রতিদিন।

২১| ০৭ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৪৮

মেহেদী হাসান ভূঁঞা বলেছেন: ভালো হইছে !:#P

০৭ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:১২

ইনকগনিটো বলেছেন: মেহেদী হাসান ভূঁঞা

ধন্যবাদ অনেক।

২২| ১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ১:৫৫

স্নিগ্ধ শোভন বলেছেন: শুভ বাংলা নববর্ষ !:#P !:#P !:#P

০৬ ই মে, ২০১৪ সকাল ৯:৩৭

ইনকগনিটো বলেছেন: শুভ নববর্ষ। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.