নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

I n c o g n i t o

যতোবার আমি শান্তি খুঁজেছি, ঠিক ততোবার আমার মাথায় শুধু একটি চিন্তাই এসেছে। সেটা হচ্ছে একটা ড্রিল মেশিন দিয়ে মাথার খুলিটা ফুটো করে দেওয়ার চিন্তা।

ইনকগনিটো

যতোবার আমি শান্তি খুঁজেছি, ততোবার শুধুমাত্র একটা চিন্তাই আমার মাথায় এসেছে। সেটা হচ্ছে একটি ড্রিল মেশিন নিয়ে নিজের মাথার খুলিটা ফুটো করে দেওয়ার চিন্তা।

ইনকগনিটো › বিস্তারিত পোস্টঃ

তেরো বছর পরে।।

২২ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:১১

তেরো বছর আগে কাঠের সিন্দুকে

তুলে রেখেছিলাম রৌদ্রের ফুল।



যখন তুমি গেলে

ঝড়ে উড়ে যাচ্ছিলো আমার হাওয়াই বাড়ি।



তারপর

কাগজ তুলতে গিয়ে কতোবার হাত কেটে গেলো।

কাগজ তুলতে গিয়ে কতোবার হাত ঝরে গেলো।



তুমি ফিরে এলে,

আর আমি সিন্দুক খুলে দেখলাম একটা বাগান।

মন্তব্য ৪২ টি রেটিং +৪/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ২২ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:১৫

অন্ধবিন্দু বলেছেন:
বাগানের ফুলে সৌরভ ছিলো কি !

২২ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:২৪

ইনকগনিটো বলেছেন: কি মনে হয়?

২| ২২ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৪৪

নিয়েল হিমু বলেছেন: বাহ

২৩ শে এপ্রিল, ২০১৪ রাত ১:০২

ইনকগনিটো বলেছেন: নিয়েল হিমু


ধন্যবাদ।

৩| ২২ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর

২৩ শে এপ্রিল, ২০১৪ রাত ১:০৪

ইনকগনিটো বলেছেন: সেলিম আনোয়ার


ধন্যবাদ ভাই। ভালো থাকবেন।

৪| ২৩ শে এপ্রিল, ২০১৪ রাত ২:১১

প্রোফেসর শঙ্কু বলেছেন: কিন্তু সিন্দুকটা রোদে কি পচে যাচ্ছিল তখন?

অদ্ভুত একটা আবেশ আছে কয়েকটি শব্দে। চমৎকার।

২৩ শে এপ্রিল, ২০১৪ রাত ২:২৪

ইনকগনিটো বলেছেন: কাঠের সিন্দুক কি আর কখনো রোদে পচে? কাঠের সিন্দুক তো সূর্যের দিকেই ধাবিত গাছের স্মৃতি ধরে রাখে।


ধন্যবাদ ভাই। ভালো থাকবেন।


৫| ২৩ শে এপ্রিল, ২০১৪ ভোর ৬:২৫

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
বাহ্! সুন্দর কবিতা :)

৩০ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:১০

ইনকগনিটো বলেছেন: মাঈনউদ্দিন মইনুল

ধন্যবাদ আপনাকে।

৬| ২৩ শে এপ্রিল, ২০১৪ সকাল ৮:৩০

মামুন রশিদ বলেছেন: অনুভূতিময় কবিতা ।

৩০ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:১১

ইনকগনিটো বলেছেন: মামুন রশিদ ভাই,

পাঠের জন্য ধন্যবাদ আপনাকে।

৭| ২৩ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:১৪

আমি স্বর্নলতা বলেছেন: চমৎকার!! সত্যি অদ্ভুত অনুভূতি হল।

৩০ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:১৩

ইনকগনিটো বলেছেন: আমি স্বর্নলতা


ধন্যবাদ আপনাকে।

৮| ২৩ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:৪৬

আমিনুর রহমান বলেছেন:



বেশ ! চমৎকার !!

৩০ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:১৭

ইনকগনিটো বলেছেন: আমিনুর রহমান,

ধন্যবাদ ভাই। ভালো থাকবেন।

৯| ২৩ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:০৩

কান্ডারি অথর্ব বলেছেন:


ভাল লাগা রইল।

৩০ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:১৮

ইনকগনিটো বলেছেন: কান্ডারি অথর্ব,

ধন্যবাদ আপনাকে ভাই।

১০| ২৩ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:৫০

অদৃশ্য বলেছেন:





এতো কিছু হলো আর একটা কাঠের সিন্দুক রোদে পচতে পারেনা... আমি বলি অবশ্যই পারে...

লিখাটি চমৎকার হয়েছে...


শুভকামনা...

৩০ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:২১

ইনকগনিটো বলেছেন: অদৃশ্য ভাই,

ঠিক আছে কাঠের সিন্দুকও রোদে পচে।

ঘ্রাণ পাচ্ছি এখন।

ভালো থাকবেন ভাই। শুভকামনা

১১| ২৩ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:৫৪

শুঁটকি মাছ বলেছেন: তুমি ফিরে এলে,
আর আমি সিন্দুক খুলে দেখলাম একটা বাগান

এই দুইলাইনের ভিতর এক সমুদ্র ভালোবাসা লুকিয়ে আছে। অসাধারণ!

৩০ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:২৪

ইনকগনিটো বলেছেন: শুঁটকি মাছ,

এক সমুদ্র ভালোবাসায় আমরা ছোট ছোট মাছ হয়ে ভেসে চলি সবার অলক্ষ্যে।

ভালো থাকবেন।

১২| ২৩ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৪৮

নাহিদ ইসলাম ৩৫০ বলেছেন: +++ :D :D :D



প্রযুক্তি বিষয়ক বাংলা ব্লগঃ আইডিয়া বাজ

৩০ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:২৮

ইনকগনিটো বলেছেন: নাহিদ ইসলাম ৩৫০


পাঠের জন্য ধন্যবাদ।

১৩| ২৩ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:০৫

জাহাঙ্গীর.আলম বলেছেন: সুন্দর কবিতা ভাল লাগল ৷

৩০ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:২৯

ইনকগনিটো বলেছেন: আলজাহাঙ্গীর


অনেক ধন্যবাদ আপনাকে।

১৪| ২৩ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:২৭

ফিলিংস বলেছেন: সুপ্ত আগ্নেয়গিরি মনে হয় এবার জেগে উঠল...

৩০ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৩০

ইনকগনিটো বলেছেন: ফিলিংস ,

ইটস ফিলিংস। :) পাঠের জন্য ধন্যবাদ।

১৫| ২৩ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৩১

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
তুমি ফিরে এলে,
আর আমি সিন্দুক খুলে দেখলাম একটা বাগান।



শেষলাইনে দীর্ঘশ্বাস! ;)

৩০ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৩১

ইনকগনিটো বলেছেন: আহমেদ আলাউদ্দিন,

কবি কেনু দীর্ঘশ্বাস ছাড়ে? কবি ছাড়বে ছোট ছোট শ্বাস। যতক্ষণ শ্বাস, ততক্ষন আঁশ।

১৬| ২৩ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৩৫

হাসান মাহবুব বলেছেন: নাইস।

৩০ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৩২

ইনকগনিটো বলেছেন: হাসান মাহবুব ভাই,

থ্যাংকস।

১৭| ২৩ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:৪৮

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: বেশ!

৩০ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৩৩

ইনকগনিটো বলেছেন: মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস)


ধন্যবাদ আপনাকে।

১৮| ২৩ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:০৬

সাম্য কবীর বলেছেন: ভালো লাগলো। :)

৩০ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৩৪

ইনকগনিটো বলেছেন: সাম্য কবীর

ধন্যবাদ আপনাকে।

১৯| ২৬ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:১০

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
চমৎকার।

৩০ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৩৪

ইনকগনিটো বলেছেন: আশরাফুল ইসলাম দূর্জয় ভাই,

ধইন্যাপাতা।

২০| ২৬ শে এপ্রিল, ২০১৪ রাত ২:১৬

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: অল্প কিছু কথায় কত আবেগ। সুন্দর।

৩০ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৩৫

ইনকগনিটো বলেছেন: রিয়াদ( শেষ রাতের আঁধার )

পাঠের জন্য ধন্যবাদ। শুভকামনা।

২১| ২৬ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:০৯

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: সুন্দর

৩০ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৩৫

ইনকগনিটো বলেছেন: আদনান শাহ্‌িরয়ার

অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.