নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

I n c o g n i t o

যতোবার আমি শান্তি খুঁজেছি, ঠিক ততোবার আমার মাথায় শুধু একটি চিন্তাই এসেছে। সেটা হচ্ছে একটা ড্রিল মেশিন দিয়ে মাথার খুলিটা ফুটো করে দেওয়ার চিন্তা।

ইনকগনিটো

যতোবার আমি শান্তি খুঁজেছি, ততোবার শুধুমাত্র একটা চিন্তাই আমার মাথায় এসেছে। সেটা হচ্ছে একটি ড্রিল মেশিন নিয়ে নিজের মাথার খুলিটা ফুটো করে দেওয়ার চিন্তা।

ইনকগনিটো › বিস্তারিত পোস্টঃ

মডারেটরদের দৃষ্টি আকর্ষণ।। লেখা চোর।

২৫ শে মে, ২০১৪ দুপুর ১:১৮

সামুতে জাহিদ হাসান শুভ নামে একজন আমার সামুতে দেওয়া একটি পোস্টই (পথটির নাম ভবিষ্যৎ) কপি পেস্ট করে চালিয়ে দিয়েছে। বর্তমানে সেটা আবার নির্বাচনী পাতাতে শোভা পাচ্ছে। আমি আমি মন্তব্য করতে পারছি না কারণ চোর সাহেব আমাকে ব্লক করেছেন।



উনার লেখার লিঙ্ক তো প্রথম পাতাতেই আছে, আমার লেখার লিঙ্কটা দিলাম।

Click This Link



আর জাহিদ হাসান শুভ'র কপি করা পোস্টটি এখানে-

Click This Link





আশা করি, সামুর মডারেটর দ্রুত এটার ব্যবস্থা নিবেন। ধন্যবাদ।





আপডেট: লেখক সাহেব মাত্র আমার আরেকটি গল্প কপি মেরেছেন।

লিঙ্কঃ Click This Link



গল্পটির মূল লিঙ্ক -

Click This Link





লেখক থামছেনই না। লিখেই চলেছেন একের পর এক লেখা।



মন্তব্য ৫৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (৫৫) মন্তব্য লিখুন

১| ২৫ শে মে, ২০১৪ দুপুর ১:৩৯

জানা বলেছেন:

আমরা ব্যবস্থা নেবো। তার আগে আমাদের কিছু বিষয় দেখা দরকার।

ধন্যবাদ।

২৫ শে মে, ২০১৪ দুপুর ১:৪২

ইনকগনিটো বলেছেন: জী। অনেক ধন্যবাদ আপনাকে খুব দ্রুত বিষয়টি খতিয়ে দেখার জন্য, জানা।

ভালো থাকবেন।

২| ২৫ শে মে, ২০১৪ দুপুর ১:৫৪

সুমন কর বলেছেন: লজ্জাকর এবং ঘৃণিত কর্ম !! আজকাল যে হারে লেখা কপি হচ্ছে, মনে হয় কিছুদিন পর কোন ব্লগাই ব্লগিং করবে না !!

মডুদের দোষ দিয়ে আর কি লাভ, তারা কত পোস্ট মনে রাখবে ?
সামুর ব্লগার হয়ে, সামু লেখা চুরি করে সামুতেই পোস্ট !! গ্রেট চোর শুভ। শুভর ঐ পোস্টটি সরিয়ে ফেলা হোক এবং শুভ ব্লগারকে কিছুদিনের জন্য রেস্ট দেয়া হোক।

তবে একটা কথা বলি, মডুরা আজকাল ফিমেল নিক + ফিমেল প্রোপিকের উপর বেশী গুরত্ব দিচ্ছে ! দেখা যায় ঐ ধরণের নিকগুলো ৩/৪ দিনে জেনারেল হয়ে যায়। সামু নিয়মিত না হয়েও ফিমেল নিকদারি ব্লগারের পোস্ট নির্বাচিত হয়। অন্যদের ক্ষেত্রে না!! কেন এ কথাগুলো বললাম, যদি কোন মডুর নজরে পড়ে আর সুবুদ্ধি হয়।

২৫ শে মে, ২০১৪ দুপুর ২:১১

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ , সুমন কর, গুরুত্বপূর্ণ একটি মন্তব্য করার জন্য। পোস্টটি সম্পর্কে একজন আমাকে অবগত না করলে আমি হয়তো ব্যাপারটা জানতেই পারতাম না, কারণ আমি পোস্টটা লগিন করলে দেখি না (যেহেতু ব্লকড)। তবে আমি মডারেশন প্যানেলকে এই কারণে দোষ দেই নি, কারণ, আমি জানি এরকম খুঁটিনাটি বিষয় তাদের খেয়াল করা অসম্ভব ব্যাপার।

তবে, জেনারেল হওয়ার যে বিষয়টি বলেছেন, আমার জানা মতে সেখানে আসলে লেখার মানকে বেশি গুরুত্ব দেওয়া হয়। প্রো পিক কোন ভুমিকা রাখে বলে মনে হয় না। যাই হোক, ধন্যবাদ আপনাকে।

৩| ২৫ শে মে, ২০১৪ দুপুর ২:০৪

মামুন রশিদ বলেছেন: মানুষ এরকম নীচ হতে পারে! চক্ষুলজ্জা থাকলে কেউ অন্তত লেখাচুরি করবে না ।

২৫ শে মে, ২০১৪ দুপুর ২:১৩

ইনকগনিটো বলেছেন: মামুন ভাই, লেখা লিখে বাক্সবন্দী করে রাখলাম কতো, তবু চুরি হয়। খারাপ লাগে খুব ব্যাপারটা। যারা করে, তাদের কি একটুও খারাপ লাগে না?

৪| ২৫ শে মে, ২০১৪ দুপুর ২:০৪

আমি স্বর্নলতা বলেছেন: লেখা চোরদের শাস্তি দেয়া হোক।

সুমন কর আপনার ফিমেল নিকের উপর কেন এত বিদ্বেষ জানতে পারি কি? আপনার নিচের কথাগুলো বেশ লাগল আমার। কারন আমিও নতুন এবং আমার লেখাও নির্বাচিত পাতায় গিয়েছিল। সুমন ভাই সবাইকে এক পাল্লায় মাপা বোধহয় ঠিক নয়, তাই না?



২৫ শে মে, ২০১৪ দুপুর ২:১৬

ইনকগনিটো বলেছেন: আমি স্বর্ণলতা, অবশ্যি সবাই এক না। আমার মনে হয় না উনি সবাইকেই উদেশ্য করে এই কথাটি বলেছেন, এবং আপনার এখানে উত্তেজিত হওয়ারও কিছু দেখি না আমি। যোগ্য লেখাই নির্বাচিত পাতায় যায় বলে আমার বিশ্বাস। মাঝে মাঝে কিছু ভালো পোস্ট নির্বাচনী পাতায় যায় না, চোখ এড়িয়ে যায় হয়তো। তবে যে পোস্ট গুলো যায়, তারা অবশ্যই মানসম্পন্ন। সে নতুন হোক, বা পুরনো।


শুভেচ্ছা।

৫| ২৫ শে মে, ২০১৪ দুপুর ২:১১

আমারে তুমি অশেষ করেছ বলেছেন: ভয়াবহ পরিস্থিতি !!! ব্লগ কর্তৃপক্ষের প্রতি এর প্রতিকার কামনা করছি।

২৫ শে মে, ২০১৪ দুপুর ২:১৭

ইনকগনিটো বলেছেন: আশা করা যায় তারা দ্রুত ব্যবস্থা নিবেন।

৬| ২৫ শে মে, ২০১৪ দুপুর ২:৩৫

জনসাধারণের মধ্যে একটি মলিন পট্টবস্ত্র বলেছেন: লেখা চোর। বাঙ্গালী চুরিবিদ্যা সকল জায়গায় গিয়ে পৌঁছল। এই সকল শিক্ষিত চোরদেরকে শাস্তি দেয়া দরকার। এরা আমাদের জাতীয় কলঙ্ক।

২৫ শে মে, ২০১৪ বিকাল ৩:৪১

ইনকগনিটো বলেছেন: সবার মধ্যে সচেতনতা তৈরি হোক। আত্মার শিক্ষা, মূল্যবোধের উন্নতি না হলে কোনোদিকেই উন্নতি কোনোদিন সম্ভব না।

৭| ২৫ শে মে, ২০১৪ দুপুর ২:৩৭

আমি স্বর্নলতা বলেছেন: উত্তেজিত নই ভাই। শুধু খারাপ লাগাটুকু জানালাম। :)

২৫ শে মে, ২০১৪ বিকাল ৩:৪৩

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ। শুনে ভালো লাগলো। তবু মন্তব্যটি সহজভাবে দেখতে অনুরোধ করলাম।

৮| ২৫ শে মে, ২০১৪ দুপুর ২:৪৫

জানা বলেছেন:


পোস্টটি থাকুক। সবার সচেতনতায় কাজে লাগবে।

@ইকগনিটো, পোস্টে দেয়া ঐ চুরি যাওয়া পোস্টের লিঙ্কটি থিক করে দিন যাতে সবার নজরে আসতে অসুবিধায় পড়তে না হয়।

২৫ শে মে, ২০১৪ বিকাল ৩:৪৪

ইনকগনিটো বলেছেন: জী, জানা। দুটো লিঙ্কই ঠিক করে দিয়েছি যাতে কারো কোনো অসুবিধায় না পড়তে হয়।


হ্যা, পোস্টটা থাকুক। ধন্যবাদ আপনাকে, আবারও।

৯| ২৫ শে মে, ২০১৪ বিকাল ৩:১৬

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: এই বিদ্যাটা কিন্তু ভালো। আজকল লেখা চোরেরা পুরস্কারও পায় শুনতে পাই। এক দল কষ্ট করে মেধা ক্ষয় করে লিখবে, আরেক দল সেটা চুরি করে সম্মান মর্যাদা অর্জন করে ফেলবে।

লেখাচোর জিন্দাবাদ!

২৫ শে মে, ২০১৪ বিকাল ৩:৪৯

ইনকগনিটো বলেছেন: জুলিয়ান ভাই, পুরষ্কারের বিষয়টা আমিও শুনলাম। খুবই অদ্ভুত লাগলো। আমার কাছে এই সাব কন্টিনেন্টের মানুষজনের সাইকোলজি সম্পর্কে মোটামুটি একটা ধারণা তৈরি হয়ে গেছে। তবে এটা আসলে পুরোপুরি ভৌগলিক কি না, সেই বিষয়ে আমি পুরোপুরি নিশ্চিত নই।

১০| ২৫ শে মে, ২০১৪ বিকাল ৩:২৯

সময়ের ডানায় বলেছেন: জানা আপুকে ধন্যবাদ বিষয়টি গুরুত্ব দেয়ার জন্য এবং দ্রুততার সাথে সাড়া দেয়ার জন্য।

২৫ শে মে, ২০১৪ বিকাল ৩:৫১

ইনকগনিটো বলেছেন: অবশ্যই উনাকে অনেক ধন্যবাদ। আমি এতো দ্রুত ফিডব্যাক আশা করি নি আসলে।

১১| ২৫ শে মে, ২০১৪ বিকাল ৩:৪০

ঢাকাবাসী বলেছেন: দুনিয়াতে অন্যতম দুর্ণীতিবাজ জাতি আমরা সেটা বার বার মনে করিয়ে দেন কেন? আমরা অকর্মন্য দুশ্চরিত্র, অশিক্ষিত, ফাঁকিবাজ, অভদ্র..।

২৫ শে মে, ২০১৪ বিকাল ৩:৫২

ইনকগনিটো বলেছেন: এই কারণেই বাংলায় লিখেছি ভাই। যাতে কোনো বিদেশী এটা না পড়তে পারে। কারণ বিষয়টা লজ্জাকর।

১২| ২৫ শে মে, ২০১৪ বিকাল ৪:০১

নবীউল করিম বলেছেন: আপনার অভিযোগ প্রমাণিত হোলে, কোনও কথা বা অজুহাত শুনতে চাই না! অপরাধীর শ্রেফ শাস্তি চাই এবং অবশ্যই মোটা দাগের শাস্তি? হালকা শাস্তিতে বাঙ্গালী অভ্যস্ত হয়ে গিয়েছে!

২৫ শে মে, ২০১৪ বিকাল ৪:০৪

ইনকগনিটো বলেছেন: আপনি নিজেই প্রমাণ পাবেন কষ্ট করে একটু লিঙ্ক দুটোতে ক্লিক করলেই।

বাকিটা আমি সামুর উপরেই ছেড়ে দিলাম।

১৩| ২৫ শে মে, ২০১৪ বিকাল ৪:৫১

ইনকগনিটো বলেছেন: লেখক সাহেব মাত্র আমার আরেকটি লেখা নিজের বলে চালিয়ে দিলেন।

মূল লেখার লিঙ্ক
Click This Link

চুরি করা লেখার লিঙ্ক
Click This Link

১৪| ২৫ শে মে, ২০১৪ বিকাল ৫:০০

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
এবিষয়ে আমিও ভুক্তভোগী। আশা করছি এবার সামু আরও তৎপর হবে।

আপনাকে ধন্যবাদ, বিষয়টি প্রকাশ করার জন্য :)

২৬ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:১৭

ইনকগনিটো বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ নিজের সমস্যাটি এখানে তুলে ধরার জন্য।

আশা করি, আমরা একটি প্রতিরোধ গড়তে পারবো।

১৫| ২৫ শে মে, ২০১৪ বিকাল ৫:১০

ধুমধাম বলেছেন: আগেরটা নইলে বুঝলাম, নিজের নামে একটা লেখা দেখার ইচ্ছা! কিন্তু পরেরটা !!!!!!!!!!!! এটাতো আর চুরি থাকলো না!!

২৬ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:২০

ইনকগনিটো বলেছেন: ডাকাতি ছিল বলতে চাচ্ছেন?

১৬| ২৫ শে মে, ২০১৪ বিকাল ৫:১৬

সুমন কর বলেছেন: আজ এত কিছু হবার পরও, শুভ ব্লগারকে কোন অবজারভেশনে না রেখে তার পোস্ট কিভাবে নির্বাচিত পাতায় স্থান পায় !! একটু যাচাই করার দরকার কি, ছিল না?

শুভর মতো চোর ব্লগার থাকলে ব্লগিং করাই যাবে না, সে কোন সাহসে আবার আপনার লেখাই চুরি করল? সে সুন্থ মাথায় মানুষ হতে পারে না, সে ইচ্ছাকৃতই এসব করছে। তার বিরুদ্ধে আসু ব্যবস্থা নেওয়া হোক।

২৬ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:২২

ইনকগনিটো বলেছেন: আসলে এটা মেইন্টেন করা খুবই দুরহ ব্যাপার। তবু আমরা আশা করছি, অন্য কারও এরকম সমস্যা হওয়ার সাথে সাথেই সামু টিমকে বিষয়টা সম্পর্কে অবগত করা।

কারণ, আমার বিশ্বাস তারা অবশ্যই প্রতিটি অভিযোগ গুরুত্ব দিয়ে দেখবেন।

১৭| ২৫ শে মে, ২০১৪ বিকাল ৫:২৭

সুমাইয়া আলো বলেছেন: দুনিয়া ত খারাপদের কবলে পড়েছে।

২৬ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:২৪

ইনকগনিটো বলেছেন: তবু ভালোরা আরও উজ্জ্বল হয়ে গেলে পৃথিবীর সব মলিনতা ঢাকা পড়ে যায়।

১৮| ২৫ শে মে, ২০১৪ বিকাল ৫:৫১

হাসান মাহবুব বলেছেন: চলো এলাকার পোলাপান জড়ো করি।

২৬ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:২৪

ইনকগনিটো বলেছেন: হ আমি রাস্তায় খাড়াইছি, তুমি নিচে নামো।

১৯| ২৫ শে মে, ২০১৪ রাত ৮:১২

স্বপ্নবাজ অভি বলেছেন: এতোক্ষণে ব্যান খেয়ে গেছে নিশ্চিত !

২৬ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:২৫

ইনকগনিটো বলেছেন: @স্বপ্নবাজ অভি, সকালে একাউন্টটি স্থগিত করা হয়েছে।

২০| ২৫ শে মে, ২০১৪ রাত ৮:৩৫

আমি সাজিদ বলেছেন: আগে কে ওই পোস্ট নির্বাচিততে জায়গা দিয়েছে, তার জবাব দিহি করা উচিত।হাহাহ

২৬ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:২৬

ইনকগনিটো বলেছেন: এটা ধরা খুব কঠিন।

২১| ২৫ শে মে, ২০১৪ রাত ৯:৩৪

মশিকুর বলেছেন:
এই চোরকে স্টিকি করে এক সপ্তাহ ঝুলিয়ে রাখা হোক। চোরকে সবাই চিনুক...

২৬ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:২৬

ইনকগনিটো বলেছেন: হাহাহা।

২২| ২৫ শে মে, ২০১৪ রাত ৯:৩৫

প্রোফেসর শঙ্কু বলেছেন: ব্যান করা হয়নি এখনও?

২৬ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:২৭

ইনকগনিটো বলেছেন: আজ সকালে হয়ে গেছে। পোস্টটা মুছে দেবো কাল।

২৩| ২৫ শে মে, ২০১৪ রাত ৯:৩৭

উদাস কিশোর বলেছেন: এটা চোরের ফেসবুক আইডিঃ Click This Link

২৬ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:২৮

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, লিঙ্কের জন্য। ফেসবুকেও এরকম করে কি না , কে জানে।

২৪| ২৫ শে মে, ২০১৪ রাত ৯:৫৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: B:-) B:-) B:-) B:-)

অবিলম্বনে এই ধরনের অসুস্থ মানসিকতার লোকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় হোক। লজ্জাশরমের এত ঘাটতি কি উনার জন্মগত কিনা আমি বুঝতে পারছি না।

২৬ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:২৯

ইনকগনিটো বলেছেন: আমি যাতে না দেখতে পাই, এই কারণে আমাকে আগে ভাগেই ব্লক করে রেখেছে, হা হা। বুদ্ধি দেখছেন?

২৫| ২৫ শে মে, ২০১৪ রাত ১০:১৭

মামুন রশিদ বলেছেন: একটু অবসর পেলে ঐ চোরের সব গুলো পোস্ট চেক করে দেখতাম, নিশ্চয়ই আরো অনেকের লেখা চুরি করেছে ।

২৬ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:৩০

ইনকগনিটো বলেছেন: ব্লগটা স্থগিত হয়ে গেছে যে। তবে অন্যের লেখাও থাকতে পারে আমার মতোই, ঠিকই বলেছেন মামুন ভাই।

২৬| ২৬ শে মে, ২০১৪ রাত ১২:৩৩

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: চোরের সাহস দেখে মুগ্ধ ! :-B আপনার জন্য সমবেদনা ! :(

২৬ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:৩১

ইনকগনিটো বলেছেন: :( ধন্যবাদ সমবেদনার জন্য।

২৭| ২৬ শে মে, ২০১৪ দুপুর ২:১২

জানা বলেছেন:


অনেক ধন্যবাদ সবাইকে।

উল্লেখিত ব্লগারের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবার আগে সম্পৃক্ত আরও বেশ কিছু বিষয় আমাদের খতিয়ে দেখতে হয়েছে এবং কিছু বিষয় পর্যবেক্ষণ করার জন্য একটি নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষাও করতে হয়েছে।

আজ সকালেই আমরা ব্যবস্থা নিয়েছি।


২৬ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:২০

ইনকগনিটো বলেছেন: হৃদয়ের অন্তস্থল থেকে রইলো কৃতজ্ঞতা, জানা। বিষয়টা যে কোন লেখকের জন্যই চরম বিব্রতকর। এবং অনেক ধন্যবাদ, খুব দ্রুত যোগ্য একটা ব্যবস্থা নেওয়ার জন্য।

সামহোয়্যার ব্লগ দীর্ঘজীবী হোক।

২৮| ২৬ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:৩৩

ইনকগনিটো বলেছেন: সামহোয়্যার টিম কে অসংখ্য ধন্যবাদ। দোষীর দোষ প্রমাণিত হওয়ার পর একাউন্টটি যেহেতু স্থগিত করা হয়েছে, সেহেতু এই পোস্টটি থাকারও তেমন কোন প্রয়োজন নেই। তবে জনসাধারণের কাছে উদাহরণ হিসেবে রাখার জন্য পোস্টটি আরও এক- দুইদিন থাকুক। আপনাদের সহযোগিতার জন্য অনেক ধন্যবাদ, এবং ভালোবাসা।

২৯| ২৯ শে মে, ২০১৪ দুপুর ১২:৫১

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: ইহা অতি প্রাচীন বিদ্যা। আগে ধরা কঠিন ছিলো । এখন প্রযুক্তির যুগে চোর ধরা সোজা হয়ে গেছে। চোরদের জন্য প্রযুক্তি বড়ো রকমের দু:সংবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.