নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

I n c o g n i t o

যতোবার আমি শান্তি খুঁজেছি, ঠিক ততোবার আমার মাথায় শুধু একটি চিন্তাই এসেছে। সেটা হচ্ছে একটা ড্রিল মেশিন দিয়ে মাথার খুলিটা ফুটো করে দেওয়ার চিন্তা।

ইনকগনিটো

যতোবার আমি শান্তি খুঁজেছি, ততোবার শুধুমাত্র একটা চিন্তাই আমার মাথায় এসেছে। সেটা হচ্ছে একটি ড্রিল মেশিন নিয়ে নিজের মাথার খুলিটা ফুটো করে দেওয়ার চিন্তা।

ইনকগনিটো › বিস্তারিত পোস্টঃ

স্বপ্ন।।

২৬ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:৩৭

বাতাস ছিঁড়ে একটা গোলাপ তুলে নাও। ঠাণ্ডায় বরফ হয়ে আছে পৃথিবী।

উষ্ণতার অভাবে নীল হয়ে আছে ঠোঁট। আরেকটু পরে ফেটে চৌচির হয়ে

যাবে কাঁচের মতো।

সব প্রজাপতির জীবাশ্মে থাকে কিছু অদ্ভুত ঘটনা। প্রাচীন ও অসাধারণ।

পৃথিবীতে প্রেম সবসময় আসে না। যদি বা আসে- ওরা আসে

খুব নিঃশব্দে।

এবং ওরা চলেও যায় এমনভাবে, যেন- রহস্য খুব বেমানান এখানে।

আসলে একজন মানুষ ভালোবাসে জীবনে বেঁচে ওঠার জন্য;

কিন্তু

কাউকে ভালোবাসতে হয় মৃত্যুর মতো করে।

এটা এক ধরনের অভিশাপ যে- এমনভাবে আমি পৃথিবীর

কাউকেই ভালোবাসতে পারি নি।

অথচ আমিও একটা প্রজাপতির মতো

কারও গভীরে নিঃশেষ হয়ে যাওয়ার স্বপ্ন দেখেছিলাম জন্মাবধি।

মন্তব্য ২৮ টি রেটিং +৭/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ২৬ শে মে, ২০১৪ রাত ৮:৫১

উদাস কিশোর বলেছেন: কাউকে ভালোবাসতে হয় মৃত্যুর মতো করে।
এটা এক ধরনের অভিশাপ যে- এমনভাবে আমি পৃথিবীর
কাউকেই ভালোবাসতে পারি নি।
অথচ আমিও একটা প্রজাপতির মতো
কারও গভীরে নিঃশেষ হয়ে যাওয়ার স্বপ্ন দেখেছিলাম জন্মাবধি।

চমত্‍কার লাগলো কবিতা ।

২৭ শে মে, ২০১৪ বিকাল ৩:২৬

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, উদাস কিশোর।

২| ২৬ শে মে, ২০১৪ রাত ৯:০৫

প্রোফেসর শঙ্কু বলেছেন: শব্দানুভূতি গভীর।

২৭ শে মে, ২০১৪ বিকাল ৩:৩০

ইনকগনিটো বলেছেন: সব অনুভূতিদের কিন্তু শব্দেও বাঁধা যায় না।


ধন্যবাদ, প্রোফেসর শঙ্কু।

৩| ২৬ শে মে, ২০১৪ রাত ৯:২৪

তাসজিদ বলেছেন: চমৎকার পোস্ট।+++++++++++++++++

২৭ শে মে, ২০১৪ বিকাল ৩:৩২

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, তাসজিদ।

৪| ২৭ শে মে, ২০১৪ রাত ৩:৪৫

সাদরিল বলেছেন: কাউকে ভালোবাসতে হয় মৃত্যুর মতো কর


মনে দাগ কাটার মতো একটা লাইন লিখেছেন

২৭ শে মে, ২০১৪ বিকাল ৩:৩৬

ইনকগনিটো বলেছেন: পাঠের জন্য ধন্যবাদ, সাদরিল।

ভালো থাকবেন।

৫| ২৭ শে মে, ২০১৪ দুপুর ১২:০৩

আহমাদ ইবনে আরিফ বলেছেন: স্বকীয়তা আর ইন্টেন্সিটিতে টইটুম্বুর!!!
ভাল লাগল, চালিয়ে যান।

২৭ শে মে, ২০১৪ বিকাল ৩:৩৭

ইনকগনিটো বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে, উৎসাহ দেওয়ার জন্য।

ভালো থাকুন।

৬| ২৭ শে মে, ২০১৪ দুপুর ২:২৬

সুমন কর বলেছেন: কাউকে ভালোবাসতে হয় মৃত্যুর মতো করে।
এটা এক ধরনের অভিশাপ যে- এমনভাবে আমি পৃথিবীর
কাউকেই ভালোবাসতে পারি নি। ........................


বরাবরের মতো অসাধারণ লেখা। চমৎকার !!!

২৭ শে মে, ২০১৪ বিকাল ৩:৩৮

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, সুমন কর।

শুভকামনা।

৭| ২৭ শে মে, ২০১৪ সন্ধ্যা ৬:০৬

আকিব আরিয়ান বলেছেন: "কাউকে ভালোবাসতে হয় মৃত্যুর মতো করে।
এটা এক ধরনের অভিশাপ যে- এমনভাবে আমি পৃথিবীর
কাউকেই ভালোবাসতে পারি নি।"

প্লাস

২৮ শে মে, ২০১৪ সন্ধ্যা ৬:৪৪

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ , আকিব আরিয়ান।

৮| ২৭ শে মে, ২০১৪ রাত ৯:২৪

ৎঁৎঁৎঁ বলেছেন:
আসলে একজন মানুষ ভালোবাসে জীবনে বেঁচে ওঠার জন্য;
কিন্তু
কাউকে ভালোবাসতে হয় মৃত্যুর মতো করে।

দারুণ! অনেক ভাল লাগা রইলো সুপ্রিয় ইনকগনিটো!

২৮ শে মে, ২০১৪ সন্ধ্যা ৬:৫০

ইনকগনিটো বলেছেন: অনেক ধন্যবাদ পাঠের জন্য, প্রিয় ৎঁৎঁৎঁ!

৯| ২৮ শে মে, ২০১৪ দুপুর ১:১০

সমুদ্র কন্যা বলেছেন: ভাল লাগল খুব।

২৮ শে মে, ২০১৪ সন্ধ্যা ৬:৫৩

ইনকগনিটো বলেছেন: অনেক ধন্যবাদ , সমুদ্র কন্যা।

১০| ২৮ শে মে, ২০১৪ বিকাল ৩:১০

হাসান মাহবুব বলেছেন: চমৎকার।

২৮ শে মে, ২০১৪ সন্ধ্যা ৬:৫৬

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, হামা ভাই।

১১| ২৯ শে মে, ২০১৪ রাত ১২:২৬

স্বপ্নবাজ অভি বলেছেন: মুগ্ধপাঠ্য !

১০ ই জুন, ২০১৪ বিকাল ৫:০৪

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, সপ্নবাজ অভি। :)

১২| ০৮ ই জুন, ২০১৪ সকাল ১১:০৯

ইখতামিন বলেছেন:
মুগ্ধ

১০ ই জুন, ২০১৪ বিকাল ৫:১৫

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, ইখতামিন।

১৩| ১০ ই জুন, ২০১৪ রাত ১০:৪৯

আরজু পনি বলেছেন:

অথচ আমিও একটা প্রজাপতির মতো
কারও গভীরে নিঃশেষ হয়ে যাওয়ার স্বপ্ন দেখেছিলাম জন্মাবধি।


...স্ট্যাটাস দিলাম লাইন দু'টো ।

:)

১১ ই জুন, ২০১৪ সকাল ১০:৫৭

ইনকগনিটো বলেছেন: প্রজাপতির চোখ নিয়ে বসে আছি :)

১৪| ২১ শে আগস্ট, ২০১৪ রাত ১২:৪০

দ্য ইলিউশনিস্ট বলেছেন: চমত্‍কার!

২৬ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:৫৬

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.