নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

I n c o g n i t o

যতোবার আমি শান্তি খুঁজেছি, ঠিক ততোবার আমার মাথায় শুধু একটি চিন্তাই এসেছে। সেটা হচ্ছে একটা ড্রিল মেশিন দিয়ে মাথার খুলিটা ফুটো করে দেওয়ার চিন্তা।

ইনকগনিটো

যতোবার আমি শান্তি খুঁজেছি, ততোবার শুধুমাত্র একটা চিন্তাই আমার মাথায় এসেছে। সেটা হচ্ছে একটি ড্রিল মেশিন নিয়ে নিজের মাথার খুলিটা ফুটো করে দেওয়ার চিন্তা।

ইনকগনিটো › বিস্তারিত পোস্টঃ

চিঠি।।

২০ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৪৯

এই যে নতুন শাড়িটা-দেখছো মা

এটার প্রত্যেক পরতে পরতে জমে আছে অজস্র কথা।



নববর্ষে পাঠালাম। বলা হয় নি আগে। না বলেই পাঠালাম ভয়ে ভয়ে।

যদি কেঁদে দাও; তুমি কাঁদলে আমার মন কেমন কেমন করে।

আমি অসুস্থ, মা। সুস্থ হলে বাড়ি ফিরবো একদিন।

আমাদের উঠোন জুড়ে তোমার ছায়া, বাতাবি লেবুর ঘ্রাণ।

বাতাবি লেবুর গন্ধে, মা-আমার আবার ছোট হতে ইচ্ছা করে। যখন ভর দুপুরে গিয়ে লুকোতাম তোমার আঁচলের তলে।



তবু তুমি কাঁদছো। জানি। শাড়ির গোলাপি পাড়টা এখন ভেসে যাচ্ছে তোমার কান্নার জলে।



তোমায় খুব দেখতে ইচ্ছা করে, মা।

আমার সব নববর্ষ তুমি,

আমার বৈশাখের সব দুপুরগুলি;

তুমি আমার গ্রাম বাংলা।

মন্তব্য ৩২ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ২০ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:০০

সুমন কর বলেছেন: সুন্দর !!!

২০ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:০৯

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ।

২| ২০ শে জুন, ২০১৪ রাত ৮:০০

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

//তোমায় খুব দেখতে ইচ্ছা করে, মা।
আমার সব নববর্ষ তুমি,
আমার বৈশাখের সব দুপুরগুলি;
তুমি আমার গ্রাম বাংলা।//

তুমিই আমার গ্রাম বাংলা....

সুন্দর লেখায় আন্তরিক ভালো-লাগা :)

২১ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৪৩

ইনকগনিটো বলেছেন: পাঠের জন্য ধন্যবাদ।

৩| ২০ শে জুন, ২০১৪ রাত ৮:০৩

আমি দিহান বলেছেন: বছর ঘুরে যদিও আবার ছোট হতে পারতাম!

আপনার পোস্ট পড়ে বেরুবে শুধুমাত্র দীর্ঘশ্বাস।

ভালো থাকবেন।

২১ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৪৬

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন আপনিও।

৪| ২০ শে জুন, ২০১৪ রাত ৯:০২

ফা হিম বলেছেন:

তবু তুমি কাঁদছো। জানি। শাড়ির গোলাপি পাড়টা এখন ভেসে যাচ্ছে তোমার কান্নার জলে। ++++++++++

২১ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৪৯

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ।

৫| ২০ শে জুন, ২০১৪ রাত ৯:৩৩

মিনুল বলেছেন: সুন্দর লিখেছেন ভাই।

২১ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৫১

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, ভাই।

৬| ২০ শে জুন, ২০১৪ রাত ৯:৫৮

রাইসুল সাগর বলেছেন: আপনার চিঠিখানা চমৎকার লাগলো। শুভকামনা নিরন্তর।

২১ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৫৪

ইনকগনিটো বলেছেন: অনেক ধন্যবাদ পাঠের জন্য। ভালো থাকবেন।

৭| ২০ শে জুন, ২০১৪ রাত ১০:১৭

একজন ঘূণপোকা বলেছেন:
দারুন

২১ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:০০

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, ঘূণপোকা।

৮| ২০ শে জুন, ২০১৪ রাত ১১:০২

দৃষ্টিসীমানা বলেছেন: খুব মন ছোঁয়া একটা কবিতা পড়লাম ,লেখকের জন্য রইল শুভ কামনা ।

২১ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:০৩

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ আপনাকে, দৃষ্টিসীমানা।

৯| ২০ শে জুন, ২০১৪ রাত ১১:০৭

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
বাতাবি লেবুর গন্ধে, মা-আমার আবার ছোট হতে ইচ্ছা করে।
যখন ভর দুপুরে গিয়ে লুকোতাম তোমার আঁচলের তলে।

তবু তুমি কাঁদছো। জানি। শাড়ির গোলাপি পাড়টা এখন ভেসে যাচ্ছে তোমার কান্নার জলে।


অনেক ভালোলাগা আপনার আবেগ স্পর্শী চিঠি খানির জন্য !
ভালো থাকুন । সময় হলে আমার ব্লগে এসে ঘুরে যাবেন ।

২১ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:০৫

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ। আচ্ছা, যাবো একদিন।

ভালো থাকবেন।

১০| ২০ শে জুন, ২০১৪ রাত ১১:১২

সেলিম আনোয়ার বলেছেন: তোমায় খুব দেখতে ইচ্ছা করে, মা।
আমার সব নববর্ষ তুমি,
আমার বৈশাখের সব দুপুরগুলি;
তুমি আমার গ্রাম বাংলা।

এই অংশটা বেশি ভাল লেগেছে।

২১ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:০৬

ইনকগনিটো বলেছেন: অনেক ধন্যবাদ, সেলিম ভাই।

১১| ২১ শে জুন, ২০১৪ রাত ১:০৩

মহামহোপাধ্যায় বলেছেন: বাতাবি লেবুর গন্ধে, মা-আমার আবার ছোট হতে ইচ্ছা করে। যখন ভর দুপুরে গিয়ে লুকোতাম তোমার আঁচলের তলে।


অনেক বেশি সুন্দর হয়েছে ভাইয়া :)


২১ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:০৭

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, মহামহোপাধ্যায। :)

১২| ২১ শে জুন, ২০১৪ দুপুর ১:২৭

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: পড়তে পড়তে আবেক্রান্ত হয়ে গেছিলাম।

ধন্যবাদ কবিতায়++++

২১ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:০৮

ইনকগনিটো বলেছেন: বঙ্গভূমির রঙ্গমেলায় , ধন্যবাদ- পাঠের জন্য।

১৩| ২১ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৪৪

হাসান মাহবুব বলেছেন: তোমার অন্য কবিতাগুলো থেকে একেবারেই ভিন্নরকম। স্নিগ্ধ, সুন্দর।

২১ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:১০

ইনকগনিটো বলেছেন: মাইন্ড ফ্ল্যাকচুয়েশন। সব সময় একই রকম থাকে না। মাঝে মাঝে লিখি, মাঝে মাঝে চুপচাপ।


ধইন্যা, ব্রু।

১৪| ২২ শে জুন, ২০১৪ দুপুর ২:৪১

আকিব আরিয়ান বলেছেন: সুন্দর :-B

২২ শে জুন, ২০১৪ বিকাল ৫:৩৭

ইনকগনিটো বলেছেন: ধইন্যা, আকিব আরিয়ান।

১৫| ২৩ শে জুন, ২০১৪ রাত ১:৫০

আহসানের ব্লগ বলেছেন: ভাল লিখেছেন ভাইয়া ।

২৩ শে জুন, ২০১৪ রাত ১১:৫১

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, আহসান। :)

১৬| ০৮ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:১০

ডি মুন বলেছেন: খুব সুন্দর কবিতা।

এমন স্নিগ্ধ কবিতা আরো লিখুন।

শুভকামনা রইলো।

২২ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:২৫

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.