নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

I n c o g n i t o

যতোবার আমি শান্তি খুঁজেছি, ঠিক ততোবার আমার মাথায় শুধু একটি চিন্তাই এসেছে। সেটা হচ্ছে একটা ড্রিল মেশিন দিয়ে মাথার খুলিটা ফুটো করে দেওয়ার চিন্তা।

ইনকগনিটো

যতোবার আমি শান্তি খুঁজেছি, ততোবার শুধুমাত্র একটা চিন্তাই আমার মাথায় এসেছে। সেটা হচ্ছে একটি ড্রিল মেশিন নিয়ে নিজের মাথার খুলিটা ফুটো করে দেওয়ার চিন্তা।

ইনকগনিটো › বিস্তারিত পোস্টঃ

চোখ

০৬ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:০৯

একটা ফ্লাওয়ার ভেসে মেরুন বিকাল।

সাতাশ তলার ঘর- যেন আকাশের কাছাকাছি।

বাতাসের অস্তিত্বে তিরতির করে কাঁপছে পৃথিবী।

বাথটাব এখন টুকরো কাঁচের সমুদ্র।

বেহালার শেষ সুরের অপেক্ষায় সাজিয়ে রেখেছি। ফেনায় ফেনায় জমে আছে

গোপন সুখ।

এসো একবার; সুর তোলো।

নীল ফুলটাও শুকিয়ে যাচ্ছে, দ্রুত!

এসো। আমাকে তোমার

লাস্যমাখা বাহুডোর থেকে

মুক্ত করো। কাঁচের সমুদ্রে একা ডুবে যাই।



তোমার স্বপ্নে

আমি তো প্রতিরাতে এমনিই খুন হয়ে যাই !

মন্তব্য ২৬ টি রেটিং +৯/-১

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:২৪

পার্সিয়াস রিবর্ণ বলেছেন: অসাধারন হয়েছে । :)

০৬ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:২৮

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ। :)

২| ০৬ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:১৬

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর+

০৬ ই জুলাই, ২০১৪ রাত ৮:২৫

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ , সেলিম ভাই।

শুভেচ্ছা।

৩| ০৬ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:০২

সুদীপ্ত সরদার বলেছেন: Hmm..sundor!

০৬ ই জুলাই, ২০১৪ রাত ৮:২৭

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৪| ০৬ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৩৯

ৎঁৎঁৎঁ বলেছেন: অসাধারণ! মুগ্ধপাঠ যাকে বলে! খুব ছিমছাম, ছোট্ট করে- কিন্তু দূর্দান্ত একটা ইমেজ পেলাম!

০৬ ই জুলাই, ২০১৪ রাত ৮:২৮

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, কবি!

শুভকামনা রইলো :)

৫| ০৬ ই জুলাই, ২০১৪ রাত ১০:০৯

রাতুল_শাহ বলেছেন: সুন্দর কবিতা।

০৭ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:৩২

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, রাতুল শাহ।

৬| ০৬ ই জুলাই, ২০১৪ রাত ১১:০৯

হাসান মাহবুব বলেছেন: ভালো আয়োজন করসো।

০৭ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:৪৫

ইনকগনিটো বলেছেন: প্রীত হৈলাম। :)

৭| ০৬ ই জুলাই, ২০১৪ রাত ১১:১৫

মহামহোপাধ্যায় বলেছেন: চমৎকার। দারুণ অনুভব করলাম কবিতাটি।

০৭ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:৫৪

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ।মহামহোপাধ্যায়।

৮| ০৬ ই জুলাই, ২০১৪ রাত ১১:৪২

টুম্পা মনি বলেছেন: Nice

০৭ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:৫৪

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ।

৯| ১০ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:৩১

সায়েম মুন বলেছেন: তোমার স্বপ্নে
আমি তো প্রতিরাতে এমনিই খুন হয়ে যাই !
---কবিতা ভাল লেগেছে প্রিয় কবি ও গল্পকার।

২৭ শে জুলাই, ২০১৪ দুপুর ১:৩৩

ইনকগনিটো বলেছেন: অনেক ধন্যবাদ, আমার প্রিয় ভাই।

ভালো আছেন নিশ্চয়ই। :)

১০| ১৫ ই জুলাই, ২০১৪ সকাল ১০:১৪

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: বেশ!

২৭ শে জুলাই, ২০১৪ দুপুর ১:৩৩

ইনকগনিটো বলেছেন: আয়ে, ক্যাপ্টেন ! :)

১১| ২৬ শে জুলাই, ২০১৪ রাত ১২:১০

ফ্রাস্ট্রেটেড বলেছেন: ভালো লাগলো।

প্রথম লাইনটা খুব বেশি অসাধারণ।

২৭ শে জুলাই, ২০১৪ দুপুর ১:৩৫

ইনকগনিটো বলেছেন: সবাই শেষ লাইনের কথা বলে। আপনিই সেই, যিনি প্রথম লাইনটা প্রত্থম দেখতে পেলেন!

অনেক ধন্যবাদ , ফ্রাস্টেটেড। ভালো থাকবেন। :)

১২| ২৭ শে জুলাই, ২০১৪ বিকাল ৫:৫৭

প্রোফেসর শঙ্কু বলেছেন: লাইনগুলো পারিপার্শ্বিকতা ভুলিয়ে দেবার মতো।

২৮ শে জুলাই, ২০১৪ বিকাল ৩:০২

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, প্রোফেসর সাহেব। :)

১৩| ২৩ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:২৩

খোরশেদ খোকন বলেছেন: কবিতা, ভাল লাগলো, শুভেচ্ছা...

২৩ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:২৬

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.