নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

I n c o g n i t o

যতোবার আমি শান্তি খুঁজেছি, ঠিক ততোবার আমার মাথায় শুধু একটি চিন্তাই এসেছে। সেটা হচ্ছে একটা ড্রিল মেশিন দিয়ে মাথার খুলিটা ফুটো করে দেওয়ার চিন্তা।

ইনকগনিটো

যতোবার আমি শান্তি খুঁজেছি, ততোবার শুধুমাত্র একটা চিন্তাই আমার মাথায় এসেছে। সেটা হচ্ছে একটি ড্রিল মেশিন নিয়ে নিজের মাথার খুলিটা ফুটো করে দেওয়ার চিন্তা।

ইনকগনিটো › বিস্তারিত পোস্টঃ

তিনটি ছোট কবিতা।

১১ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:৪৩

ফেরা
------

ঠিক আগের মতোই
বাড়ির চাতালে খেলা করছিলো রোদ।

আমি ফিরে এলাম তখন, ঠিক আগের মতো-
এক দুপুরে
আর তোমার কাছে জমা কতো কাকঘুম!

এক মুঠো ফুলের ঘ্রাণ নিয়ে আমি ফিরলাম
বাড়ি,
আর তুমিও তখন
একছুটে ঘরের চৌকাঠ পেরানো কোনো কিশোরী।



অবনত
--------
আর বেশী রাত্রি হয়ো না আজ।

এতো রাতে জ্যোৎস্নারা যখন নামে
পৃথিবীর সব দরজা খুলে যেতে
থাকে।



অমিমাংসিত
-----------------
যাচ্ছিলে অন্য কোথাও-

মনের ভুলে টুক করে পৃথিবীতে
নেমে এলে।

মন্তব্য ২১ টি রেটিং +২/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ১১ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:৫৮

সুমন কর বলেছেন: প্রতিটি সুন্দর হয়েছে।

চমৎকার !!

১১ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:৫০

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, সুমন কর।

২| ১১ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:৫৯

আকিব আরিয়ান বলেছেন: সুন্দর

১১ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:৫৮

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, আকিব।

৩| ১১ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:০০

আকিব আরিয়ান বলেছেন: সুন্দর

১১ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:৫৮

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ।

৪| ১১ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:৩৯

মৃদুল শ্রাবন বলেছেন: ঠিক আগের মতো-
এক দুপুরে
আর তোমার কাছে জমা কতো কাকঘুম!


ভালো লাগলো।

১১ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:৫৯

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, মৃদুল শ্রাবণ।

ভালো থাকবেন।

৫| ১১ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:৫১

লেখোয়াড় বলেছেন:
ছোট ছোট কবিতা, বড় বড় সুখ।
++++++++++++++++

১১ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:৫৯

ইনকগনিটো বলেছেন: ছোট ছোট কবিতা। গোপন গোপন অসুখ।

৬| ১১ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:০৪

হাসান মাহবুব বলেছেন: শেষেরটা মনে হয় আগেই পড়সিলাম। কি সহজ, সাধারণ একটা লাইন,কিন্তু কী সুন্দর! ঐটা আমার লেখার কথা ছিলো। তুমি আগে লিখে ফেলে অপরাধ করেছো। মামলা করবো।

১১ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:০১

ইনকগনিটো বলেছেন: আমার অনেক লাইনও আগের অনেক কবি লেইখ্যা ফালাইসে। X( আমি খুবই ব্র্যাক্ত। মামলা করার উপায় জানা থাকলে কইয়ো। আমিও করমু। X(( X((

৭| ১১ ই আগস্ট, ২০১৪ রাত ৯:৩৫

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: দ্বিতীয়টা অসাধারণ , সুপার মুন পর্যায়ের !

১২ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:৪৭

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ!

৮| ১২ ই আগস্ট, ২০১৪ রাত ১২:৩২

স্বপ্নবাজ অভি বলেছেন: দুই তিন লাইনে এতকিছু বলে ফেলা !
সুন্দর !

১২ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:২৪

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, স্বপ্নবাজ অভি।

নতুন কিছু লিখছেন না?

৯| ১২ ই আগস্ট, ২০১৪ রাত ৩:৪৪

ডি মুন বলেছেন: শেষেরটা সবচেয়ে ভালো লাগলো।

ভালো থাকুন। ভালো লিখুন। শুভেচ্ছা।

১২ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:২৭

ইনকগনিটো বলেছেন: শুনে ভালো লাগলো।

আপনিও ভালো থাকুন, শুভকামনা।

১০| ১৬ ই আগস্ট, ২০১৪ রাত ১০:০৯

একজন ঘূণপোকা বলেছেন: ভালো লাগল

২০ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:২৬

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ।

১১| ২০ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:৫৬

মায়াবী ছায়া বলেছেন: মিনি কবিতা,, ভাল লেগেছে।।

২০ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:১৩

ইনকগনিটো বলেছেন: আচ্ছা, ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.