নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

I n c o g n i t o

যতোবার আমি শান্তি খুঁজেছি, ঠিক ততোবার আমার মাথায় শুধু একটি চিন্তাই এসেছে। সেটা হচ্ছে একটা ড্রিল মেশিন দিয়ে মাথার খুলিটা ফুটো করে দেওয়ার চিন্তা।

ইনকগনিটো

যতোবার আমি শান্তি খুঁজেছি, ততোবার শুধুমাত্র একটা চিন্তাই আমার মাথায় এসেছে। সেটা হচ্ছে একটি ড্রিল মেশিন নিয়ে নিজের মাথার খুলিটা ফুটো করে দেওয়ার চিন্তা।

ইনকগনিটো › বিস্তারিত পোস্টঃ

হারানো কবিতা।

২০ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:২৯

গ্রহ-তারা-নক্ষত্রের সাথে কবিতার হিসাব নিকাশ অনেক প্রাচীন।
বহু কোটি বছর আগে, যখন আমি গুটিসুটি মেরে বসে ছিলাম
ব্রহ্মাণ্ডের কোন গোপন কুঠুরিতে, আমারও বন্ধু ছিলো কবিতারা।
ওরা ছিলো ছোট ছোট পল্কা কনার মতো। গভীর অন্ধকারে ফুটে থাকা আলো।
ওরা ছিলো নৈঃশব্দ্যমাখা একটা তারা ভরা আকাশের রহস্য।
এরপর আমার মৃত্যু হলো।

পৃথিবীতে আসার আগে
আমিও বসে ছিলাম ইস্রাফিলের শিঙার এক গোপন গর্তে। তখনও
আমার আপন ছিলো কিছু অস্ফুট শব্দেরা। মাঝে মাঝে ওদের মনে পড়ে, আবছা।
মনে হয়, আমি আবারো একবার শব্দের ভেতর ভাসি। প্রাচীন অসুখের মতো।
কিন্তু এখানে এসে আমি ওদের ফেলেছি হারায়ে।
শব্দেরা উড়ে বেড়ায় খুব গোপনে। মাঝে মাঝে; আমারও খুব কাছে।
পার্থিবতা; আমি তো অদৃশ্য এক শেকলে বাঁধা;
পৃথিবীর টান, আর মহাবৈশ্বয়িক বিমুঢ়তা দিন দিন বেড়ে চলে।

কিন্তু আসলে কে বাঁধা? আমি শেকলের? নাকি শেকল আমার সাথে?

শুনেছি, হারানো কবিতারা নাকি মৃত্যুর সময় ফিরে আসে।




( পূর্বে বিভূঁই এ প্রকাশিত)

মন্তব্য ১৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২০ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:৩৭

হাসান মাহবুব বলেছেন: incognito rulz!

২০ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৫০

ইনকগনিটো বলেছেন: ruleless rulling. no one knows me! :)

২| ২০ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৩৬

ডি মুন বলেছেন: শুনেছি, হারানো কবিতারা নাকি মৃত্যুর সময় ফিরে আসে।

শেষটা লাইনটা দারুণ।

২০ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৫১

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, ডি মুন।

পাঠের জন্য কৃতজ্ঞতা। দুইজনের জন্যই। আপনার জন্যেও, হামা ভাইয়ের জন্যেও।

৩| ২০ শে আগস্ট, ২০১৪ রাত ৮:৪১

স্বপ্নবাজ অভি বলেছেন: শুনেছি, হারানো কবিতারা নাকি মৃত্যুর সময় ফিরে আসে +++++++

২০ শে আগস্ট, ২০১৪ রাত ৯:১৮

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ পাঠের জন্য, স্বপ্নবাজ!

৪| ২০ শে আগস্ট, ২০১৪ রাত ৯:২৮

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: চমৎকার কবিতায় ভালোলাগা ...

২২ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:৪৬

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, মুনতাসির নাসিফ। শুভকামনা।

৫| ২০ শে আগস্ট, ২০১৪ রাত ১০:৫০

ৎঁৎঁৎঁ বলেছেন: অসাধারণ! ভালো লাগলো আগের মতই!

২২ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:৪৭

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, কবি।

৬| ২২ শে আগস্ট, ২০১৪ রাত ১:৫৩

বাংলার পাই বলেছেন: শুনেছি, হারানো কবিতারা নাকি মৃত্যুর সময় ফিরে আসে। ----------------এক কথাই অসাধারণ।

২২ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:৫১

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, বাংলার পাই।

৭| ২২ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:২৭

সুমন কর বলেছেন: ভাল লাগল।

২২ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:৫২

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ।

৮| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৪৬

আলম দীপ্র বলেছেন: কিন্তু আসলে কে বাঁধা? আমি শেকলের? নাকি শেকল আমার সাথে?

শুনেছি, হারানো কবিতারা নাকি মৃত্যুর সময় ফিরে আসে।
চমৎকার । +++++++

০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৩১

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.