নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

I n c o g n i t o

যতোবার আমি শান্তি খুঁজেছি, ঠিক ততোবার আমার মাথায় শুধু একটি চিন্তাই এসেছে। সেটা হচ্ছে একটা ড্রিল মেশিন দিয়ে মাথার খুলিটা ফুটো করে দেওয়ার চিন্তা।

ইনকগনিটো

যতোবার আমি শান্তি খুঁজেছি, ততোবার শুধুমাত্র একটা চিন্তাই আমার মাথায় এসেছে। সেটা হচ্ছে একটি ড্রিল মেশিন নিয়ে নিজের মাথার খুলিটা ফুটো করে দেওয়ার চিন্তা।

ইনকগনিটো › বিস্তারিত পোস্টঃ

কোথায় রয়েছো জানি

২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৪১




কোথায় রয়েছো জানি-
তবু ব্রহ্মাণ্ডের এই দ্বিতীয় অধ্যায়ে এসে
আমাদের আর দেখা হলো না। বুকের ভেতর এখন জন্মাচ্ছে
সাতাশটি মরুভূমি!

পাপ খুঁজতে এসে এখন খরচ হয়ে যাচ্ছে আগের
পৃথিবী!
আমাদের সব স্মৃতি! পূর্বজন্মের হলদে ধানক্ষেত, নরম নদীর জল।
রূপালি বাগানের উজ্জ্বল ফল, ঝর্ণার শব্দে
ক্রমশ ঝিরিঝিরি রাত!

কোথায় রয়েছো জানি-
তবু
ব্রহ্মাণ্ডের এই দ্বিতীয় অধ্যায়ে এসে
আর দেখা হলো না
অথচ এক মুঠো জোছনা হাতে নিয়ে
এখানেও সমাধিস্থ হতে পারতো আমাদের নীলাকাশ।

দেখো- আসো নি বলে কীভাবে আমার হাঁটার পথে ভেঙে যাচ্ছে
সমুদ্রের পাড়!

পরিচয় ছিল অনেক প্রাচীন; নক্ষত্রের মতো- তুমি ছিলে পল্কা আলো
যদিও চোখ বুজলে এখন আর একেবারেই তোমাকে
দেখি না

শুধু দেখতে পাই একদলা বিশুদ্ধ অন্ধকার!

মন্তব্য ৩৮ টি রেটিং +৯/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৫১

হানিফ রাশেদীন বলেছেন: ভালো লাগা রইলো।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:১৫

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ।

ভালো থাকবেন।

২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০৪

আমিনুর রহমান বলেছেন:




শুধু দেখতে পাই একদলা বিশুদ্ধ অন্ধকার!
ভালো লাগা রইল +

২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:১৭

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, আমিনুর রহমান।

ভালো থাকুন আপনি।

৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২৪

আলম দীপ্র বলেছেন: চমৎকার !

২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:১৮

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ।

৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৮

অপূর্ণ রায়হান বলেছেন: ২য় ভালোলাগা ভ্রাতা ++++++

আপনার লেখা সবসময়ই অসাধারণ । 'সাতাশটি মরুভূমি' র ব্যাপারটা বুঝতে পারি নি !

ভালো থাকবেন সবসময় :)

২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:১৯

ইনকগনিটো বলেছেন: এক একটি বছর বুকের মধ্যে মরুভূমি হয়ে যায়।

ধন্যবাদ ভ্রাতা। ভালো থাকবেন আপনি।

৫| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২৫

জোহরা উম্মে হাসান বলেছেন: যদিও চোখ বুজলে এখন আর একেবারেই তোমাকে
দেখি না

শুধু দেখতে পাই একদলা বিশুদ্ধ অন্ধকার

বেশ অন্য রকম ভাল লাগলো ! শুভেচ্ছা কবি !

২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:২০

ইনকগনিটো বলেছেন: জোহরা উম্মে হাসান


ধন্যবাদ আপনাকে। শুভকামনা।

৬| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৩

কলমের কালি শেষ বলেছেন: সুন্দর ভাললাগানীয় কবিতা । পড়ে ভাল লাগল । :)

২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:২১

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ। শুভেচ্ছা রইলো।

৭| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:২০

নাজমুল হাসান মজুমদার বলেছেন: +++++++++++

২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:০৫

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ। :)

৮| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৩৩

জাহাঙ্গীর.আলম বলেছেন:

ভাল লাগলো ৷

২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:০৬

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ।

ভালো থাকবেন।

৯| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৫৫

জলমেঘ বলেছেন: আপনার বয়স সাতাশ। হায় হায় বয়স জেনে ফেললাম তো ;)

২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:০৬

ইনকগনিটো বলেছেন: আপনারটা জিজ্ঞাসা করবো? :P

১০| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৫৩

ওয়্যারউলফ বলেছেন: চমৎকার। অনেক চমৎকার। খুব চমৎকার।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:০৫

ইনকগনিটো বলেছেন: ধইন্যা। অনেক ধইন্যা। খুব ধইন্যা।

১১| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৩৩

টুম্পা মনি বলেছেন: শুধু দেখতে পাই একদলা বিশুদ্ধ অন্ধকার!

লেখাটাও বিশুদ্ধ হয়েছে।

অসাধারণ লিখেছেন।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৩২

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ আপনাকে।

ভালো থাকুন। পুজোর এবং ঈদের শুভেচ্ছা।

১২| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:০৬

অঘটনঘটনপটীয়সী বলেছেন: ভালোলাগা জানিয়ে গেলাম।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৪০

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ আপনাকে।

ভালো থাকবেন।

১৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:০৫

কথক পলাশ বলেছেন: "আমাদের সব স্মৃতি! পূর্বজন্মের হলদে ধানক্ষেত, নরম নদীর জল।"
এই এক লাইনেই পুরো অতীত তুলে এনেছেন।
দারুণ!

৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৪৩

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ কথক পলাশ। কৃতজ্ঞতা জানবেন।

শুভকামনা রইলো অনেক।

১৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:২৫

দুখাই রাজ বলেছেন: চমৎকার একটা কবিতা । শুভ সকাল ।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৪৮

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ আপনাকে।

১৫| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:০৯

বৃতি বলেছেন: সুন্দর।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৪৯

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ বৃতি। অনেকদিন পর এলেন।

ভালো থাকুন।

১৬| ০১ লা অক্টোবর, ২০১৪ রাত ৮:৪০

সায়েম মুন বলেছেন: টাচি!

২৬ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৫৩

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, কবি!

১৭| ০১ লা অক্টোবর, ২০১৪ রাত ১১:১৯

দানবিক রাক্ষস বলেছেন: অসম্ভব সুন্দর ফিনিশিং..।.।

২৬ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৫৭

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, দানবিক রাক্ষস।

ভালো থাকবেন।

১৮| ০৩ রা অক্টোবর, ২০১৪ সকাল ৭:৫০

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
পূর্বজন্মের হলদে ধানক্ষেত, নরম নদীর জল।

দারুণ লেগেছে ! ++

২৬ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:০১

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ আপনাকে।

১৯| ১৯ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:২০

ডট কম ০০৯ বলেছেন: পাপ খুঁজতে এসে এখন খরচ হয়ে যাচ্ছে আগের
পৃথিবী!
আমাদের সব স্মৃতি! পূর্বজন্মের হলদে ধানক্ষেত, নরম নদীর জল।
রূপালি বাগানের উজ্জ্বল ফল, ঝর্ণার শব্দে
ক্রমশ ঝিরিঝিরি রাত!

কত সুন্দর লাইন গুলি। পড়লেই হারায়ে যেতে ইচ্ছে জাগে মনে।

২৬ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:০৩

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, এখানেই ডট কম :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.