নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

I n c o g n i t o

যতোবার আমি শান্তি খুঁজেছি, ঠিক ততোবার আমার মাথায় শুধু একটি চিন্তাই এসেছে। সেটা হচ্ছে একটা ড্রিল মেশিন দিয়ে মাথার খুলিটা ফুটো করে দেওয়ার চিন্তা।

ইনকগনিটো

যতোবার আমি শান্তি খুঁজেছি, ততোবার শুধুমাত্র একটা চিন্তাই আমার মাথায় এসেছে। সেটা হচ্ছে একটি ড্রিল মেশিন নিয়ে নিজের মাথার খুলিটা ফুটো করে দেওয়ার চিন্তা।

ইনকগনিটো › বিস্তারিত পোস্টঃ

আমার দিন শেষ হয়ে আসছে

২৬ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৪৬

আমার দিন শেষ হয়ে আসছে এই সংসারে
মাঝে মাঝে বুকের মাঝে অচেনা একটা গ্রাম ঢুকে পড়ে
একটা মেঠো পথ, হিজল বন; বাড়ির উঠান, দুপুরের নির্জনতা
চোখে নিয়ে বসে থাকি, দেহে কুয়াশা মেখে বসে থাকি- একটা ঘু ঘু থাকে
গাছে। এভাবে আমার দিন শেষ হয়ে আসছে
জগৎ সংসারে- চারিদিকে আবছা আলো, ঘরের কোনে
ভাঙা তানপুরা, দেয়ালে ঝুলানো একটা কাঠের খোলা
ছাড়া নিজের বলে আর কিছুই মনে হয় না
এতোগুলো বছরের কথাও মনে নেই- মনে হয় না কখনও কাটিয়েছি,
কেউ কেউ ছিলো বুকের কাছে, আশেপাশে;
আমার আর কিছুই মনে পড়ে না। মাঝে মাঝে কিছু ছায়াদের আনাগোনা
টের পাই বাড়ির পিছে- পরিচিত পায়ের শব্দ টের পাই;
আমার ছানি পড়া চোখ অতো ভালো দেখে না আজকাল
অতো ভালো শোনেও না আমার কান- তবু ডাক পাই;
কে যেন ডাকে ফিসফিস করে, খুব করে, ডাকে; বলে-
চলে এসো তল্পিতল্পা ছেড়ে, জোছনার মাঠে ঘোড়া বাঁধা আছে।
সব ছেড়ে তাই যেতে চাই- বৈষয়িক বিষয় সম্পত্তি, কাউকে লেখা চিঠি, আমার
দুই বিঘে জমি, চৈত্রের বাতাস, লাঙল, ভাঙা তানপুরা, বাঁধা গান, এই উঠান
কিছুই নিয়ে যাবো না আমি-
রৌদ্রেরা পায়ের কাছে এসে গড়াগড়ি
দিলেও ওদের নেবো না আমি। নেবো না আমি।

রাত এলে চোখ উদগ্রীব হয়ে ওঠে আমার- ছানি পড়া চোখ;
এই বুঝি সেই জোছনার মাঠ দেখা যায়- এই বুঝি সেই সাদা ঘোড়া
রাখা আছে বাঁধা; উড়াল দেবো তার পিঠ চড়ে এক অচেনা মধ্যরাতে
ডাক পাই; শুধু ডাক পাই- বুকের মধ্যে অন্য এক অপার্থিব গ্রাম হাতছানি দিয়ে ডাকে।

মন্তব্য ৫৪ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৫৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:০০

ওবায়দুল হক মাহমুদ বলেছেন: হুম। অন্য উচ্চারন। বেশ ভাল লাগলো। শুভেচ্ছা আপনাকে কবি।

২৬ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:০৪

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ আপনাকে, ওবায়দুল হক মাহমুদ।

ভালো থাকা হোক।

২| ২৬ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:০৩

একলা ফড়িং বলেছেন: মাঝে মাঝে বুকের মাঝে অচেনা একটা গ্রাম ঢুকে পড়ে
একটা মেঠো পথ, হিজল বন; বাড়ির উঠান, দুপুরের নির্জনতা
চোখে নিয়ে বসে থাকি, দেহে কুয়াশা মেখে বসে থাকি- একটা ঘু ঘু থাকে গাছে।

ডাক পাই- বুকের মধ্যে অন্য এক অপার্থিব গ্রাম হাতছানি দিয়ে ডাকে!


ভালো লাগল খুব, প্রথম প্লাস!

২৬ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:০৭

ইনকগনিটো বলেছেন: প্রথম প্লাসের জন্য ধন্যবাদ, একলা ফড়িং। :)

৩| ২৬ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:২৮

নোঙ্গর ছেঁড়া বলেছেন: খুব ভালো, ইনকগনিটো। +++

২৬ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:৪০

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, নোঙ্গর ছেড়া।

৪| ২৬ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:৪৯

আলম দীপ্র বলেছেন: বাহ ! বেশ !
বরাবরের মতই চমৎকার !

২৬ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:৫৯

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, আলম দীপ্র।

৫| ২৬ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:০০

তৌফিক আনজাম বলেছেন: ভাই এখনো আছেন ব্লগে । বাহ

২৬ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:২০

ইনকগনিটো বলেছেন: অনেকদিন পর পর ব্লগের কথা মনে পড়ে। আজ হামা ভাই নক দিলো, তাই মনে পড়ছে :P

৬| ২৬ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:১২

হাসান মাহবুব বলেছেন: আধুনিক জীবনানন্দ।

২৬ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:২২

ইনকগনিটো বলেছেন: কী কমপ্লিমেন্ট!!! কোথায় আগরতলা, কোথায় খাটের তলা। -_-

৭| ২৬ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:৩২

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: চমতকার কবিতা+++

২৬ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:০৯

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ।

৮| ২৬ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:৩৪

অপূর্ণ রায়হান বলেছেন: অসাধারণ । নতুন করে বলার কিছু নাই ভ্রাতা :)

প্লাস +

শুভেচ্ছা অনেক ।

ব্লগে আজকাল কম আসেন মনে হয় ! :(

২৬ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:১০

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, অপূর্ব রায়হান। শুনে ভালো লাগলো।

ব্লগ তো আপনাদের। আমি এসে কী করবো? :)

৯| ২৬ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:২৬

রশিদ সভাপতি মুমুরদিয়া বলেছেন: কতদিন েদখিনা গ্রামের দৃশ্য।আপনার কবিতা পড়ে গ্রামের স্মৃতিময় দিনগুলির দৃশ্য চোখের পাতায় ভেসে উঠছে।

২৬ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৫

ইনকগনিটো বলেছেন: মনের চোখ দিয়ে দেখার জন্য ধন্যবাদ।

১০| ২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:০২

ওয়্যারউলফ বলেছেন: শরীর ছমছম করা একটি জমজমাট কবিতা।"অপার্থিব গ্রাম হাতছানি দিয়ে ডাকে"।মনে করিয়ে দেয় শেষ গন্তব্যের কথা।

২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৪৯

ইনকগনিটো বলেছেন: উপলব্ধি করেছেন- ভালো লাগলো।

ধন্যবাদ, ওয়্যারউলফ।

১১| ২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:২৭

কলমের কালি শেষ বলেছেন: সেইরাম কবিতা । :)

২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৫১

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ।

১২| ২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৪০

সুমন কর বলেছেন: চমৎকার কবিতা। মন ছুঁয়ে গেল।

২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৫৩

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, সুমন কর।

১৩| ২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৪৪

দৃষ্টিসীমানা বলেছেন: অন্য রকম ভাল লাগা । পোষ্টে + + + + + ।

২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৫৪

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ।

১৪| ২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:২৮

টুম্পা মনি বলেছেন: অসাধারণ লিখেছেন। বিশেষ করে শুরুর দিক। মনোমুগ্ধকর।

২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:৪২

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ।

১৫| ২৭ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:১৬

আবু শাকিল বলেছেন: সহজে বোঝার সুন্দর কবিতা :)

ভাল লাগল ভ্রাতা ।

২৭ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:২৩

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, ভ্রাতা।

১৬| ২৭ শে অক্টোবর, ২০১৪ রাত ২:১৬

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
ডাক পাই; শুধু ডাক পাই- বুকের মধ্যে অন্য এক অপার্থিব গ্রাম হাতছানি দিয়ে ডাকে।

এই হাতছানি ভয়ানক !!

ভালো থাকুন কবি । ++

২৭ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৫৩

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ আপনাকে, গ্রানমা।

ভাল থাকবেন।

১৭| ২৭ শে অক্টোবর, ২০১৪ সকাল ৮:৪৩

আকিব আরিয়ান বলেছেন: কুশলদা আমার চোখে আপনে হচ্ছেন একজন পারফেক্ট সাহিত্যিক, যদিও ব্যাপারটা এখানে আমার বলার ইচ্ছে ছিল না। আমি আপনার আড়ালে সবাইকে এ কথা বলে থাকি। আপনার কবিতাগুলো বরাবরই আমাকে মুগ্ধ করে, ভাবি, কিভাবে সম্ভব? কি করলে আমি আপনার মতো এতো ভালো কবিতা লিখতে পারবো। আমাকে দিয়ে হাজার জনমেও এরকম কবিতা লেখা সম্ভব হবে না।

ভালো থাকবেন। আশা করি শীঘ্রই আপনার সাথে দেখা হবে, যদি ঢাকা আসেন আর কি। আগের মতো তো হুট করে রাস্তায় দেখা হওয়ার সুযোগটা এখন তো আর নাই।

২৭ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৫৮

ইনকগনিটো বলেছেন: বলে দেওয়ার সাথে সাথেই পারফেক্ট সাহিত্যিক এর খাতা থেকে আমার নামটা বাদ গেলো। প্রশংসা লেখকের সব গুণ নষ্ট করে দেয়।
আমি তেমন কিছুই না। আমি বিশ্বাস করি- চাইলে একদিন যে কেউ সবাইকে টপকে যেতে পারে। নিজেকে যদি কোনোদিন কোনো এক উচ্চতায় আবিষ্কার করো, অবাক হয়ো না।

ভাল থেকো। ঢাকা আমার না, তবু এখন আমার নিজের শহর বলে মনে হয়। খুব মনে পড়ে।

১৮| ২৭ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৪৩

মেহেদী হাসান ভূঁঞা বলেছেন: লেখা দিলেন তাহলে!!! অনেক দিন পর আপনার লেখা পড়ে ভাল লাগল :-B

২৭ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৫৯

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ। দিলাম অনেকদিন পর, আর কি।

ভাল থাকা হোক।

১৯| ২৭ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:০৩

জাহাঙ্গীর.আলম বলেছেন:
বিষন্ন অনুভূতির ঘোর শব্দমালা ৷ হারিয়ে যাওয়ার অপেক্ষা ......

২৭ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:০০

ইনকগনিটো বলেছেন: কৃতজ্ঞতা জানবেন।

২০| ২৭ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:৩৮

জেরিফ বলেছেন: কিছুটা অন্যরকম !

২৭ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:০১

ইনকগনিটো বলেছেন: পাঠের জন্য ধন্যবাদ।

২১| ২৭ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৯

স্বপ্নবাজ অভি বলেছেন: দৃশ্যপট ভাসছিল !

২৭ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:৪৩

ইনকগনিটো বলেছেন: বিশাল ব্যাপার! B-)

২২| ২৭ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৪৭

আকিব আরিয়ান বলেছেন: মাঝে মাঝে প্রশংসারও দরকার আছে, আত্নতুষ্টিও জন্যে নাহ, ভালো লেখার অনুপ্রেরণা হিসেবে। আমি নিজেকে কখনও ঐ উচ্চতায় দেখতে পারবো না, কারণ আমার ভিতরে আপনার মতো গভীর বিষাদ নেই। চাইলেও পারবো না। হাহাহা।

ঢাকা আপনার না কে বলেছে? ঢাকা সবার শহর, কোন একদিন আবার আপনি ঢাকায় ফিরে আসবেন। আগের মতো ঘুরে বেড়াবেন। আই হোপ। ঢাকাকে মন থেকে ত্যাগ করলে তো ভাই আমরাও পর হয়ে যাবো :(

০৭ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:৩৪

ইনকগনিটো বলেছেন: :) দেখি। কবে যে আসা হয়।

২৩| ২৭ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:২০

খোরশেদ খোকন বলেছেন: চেনা দৃশ্যটাকে আপনার লেখায় নতুন করে দেখতে খুব ভাল লাগে, আমার চোখে এটি একটি সার্থক কবিতা। শুভেচ্ছা...

০৭ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:৩৫

ইনকগনিটো বলেছেন: অনেক ধন্যবাদ, খোরশেদ খোকন। ভালো থাকবেন।

২৪| ২৮ শে অক্টোবর, ২০১৪ সকাল ৮:৪৮

জাফরুল মবীন বলেছেন: অসাধারণ!

এই একটি কবিতাই আপনার ব্লগ অনুসরণে বাধ্য করল আমাকে।

অনেক অনেক শুভকামনা জানবেন। :)

০৭ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:৩৫

ইনকগনিটো বলেছেন: কৃতজ্ঞতা, ভ্রাতা।

শুভকামনা আপনার জন্য।

২৫| ২৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:২২

অপূর্ণ রায়হান বলেছেন: অবশ্য তা মন্দ বলেন নাই । ফেবুতে আপনার জনপ্রিয়তা ব্লগের চেয়ে বেশী । আমরা তো স্পেশালি আমি ফেবুতে একটিভ না । এনিওয়ে , তবুও মাঝে মাঝে আইসেন , আপনি ভালো কবি ।

০৭ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:৪৩

ইনকগনিটো বলেছেন: সবাই ভাই- "গিভ এন্ড টেক" নীতি ফলো করতে পারে না। সবার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। ব্লগের সাথে ফেসবুকের ডিফারেন্সটাই এখানে। আগে সারাদিন ব্লগেই থাকতাম। কিছু কিছু কারণে ব্লগে তেমন আসি না। দেওয়া- নেওয়া রীতিপ্রথা ভাল্লাগে না আমার। ফেসবুক তার চেয়ে বেশি ন্যাচারাল লাগে।

তবু আসবো। যেভাবে আসি ওভাবেই আসবো। ধন্যবাদ আপনাকে।

২৬| ৩০ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৫৬

সায়েম মুন বলেছেন: ডাক পাই; শুধু ডাক পাই- বুকের মধ্যে অন্য এক অপার্থিব গ্রাম হাতছানি দিয়ে ডাকে।
খুব টাচি। ভাল লেগেছে অনেক।

০৭ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:৪৩

ইনকগনিটো বলেছেন: কবিকে অনেক ধন্যবাদ। :)

২৭| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ দুপুর ২:৪৫

ডট কম ০০৯ বলেছেন: অনেক অনেক সুন্দর।
আপনার লেখা কবিতাগুলি সত্যি ভাবনায় ফেলে দেবার মত।

০৭ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:৪৬

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ এখানেই :P

ডট কম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.