নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

I n c o g n i t o

যতোবার আমি শান্তি খুঁজেছি, ঠিক ততোবার আমার মাথায় শুধু একটি চিন্তাই এসেছে। সেটা হচ্ছে একটা ড্রিল মেশিন দিয়ে মাথার খুলিটা ফুটো করে দেওয়ার চিন্তা।

ইনকগনিটো

যতোবার আমি শান্তি খুঁজেছি, ততোবার শুধুমাত্র একটা চিন্তাই আমার মাথায় এসেছে। সেটা হচ্ছে একটি ড্রিল মেশিন নিয়ে নিজের মাথার খুলিটা ফুটো করে দেওয়ার চিন্তা।

ইনকগনিটো › বিস্তারিত পোস্টঃ

ডাক

০৮ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৪৭

কান পেতে বসে থাকি। জাহাজের সাইরেন শুনবো বলে সমুদ্রের গর্জন
শুনি নি। ঘর ত্যাগী নাবিকদের প্রাচীন জাহাজ বন্দর ছেড়ে গেছে
জন্মেরও বহু আগে। তবু আমার রক্তে সমুদ্রের কাতরতা,
আমিও প্রাচীন পথের অবিচ্ছেদ্য অংশ; আমার চোখের তীব্র নেশা তাদের
ফিরিয়ে আনবে একদিন। পুরনো মাস্তুলের জন্য জন্মাবধি অপেক্ষা;
উড়ে যাওয়া বকপাখিদের দেখতে আমার আর ভালো লাগে না।

অথচ, হাড় জমানো শীতে আমি টলছি ক্রমশ। দৃষ্টি হয়ে আসছে ক্ষীণ।
পাথরের উপর আছড়ে পড়ছে সমুদ্রের বিক্ষুদ্ধ ঢেউ। হাঁচড়ে পাচড়ে
যেভাবে বিকালের বুকে রাত্রি নামে, সেভাবে টেনে নিজের দেহটাকে
ডেরায় নিয়ে যাবো একটু পর। কাঠ-খড়-কয়লা পুড়িয়ে
উজ্জ্বল এক আগুন জ্বালাবো। সেখানে থাকবে তুমি।
বুনো আলোয় উষ্ণ হবে আমার ছোট্ট ঘর। আমার ছোট্ট বসতি।

কিন্তু, উষ্ণতা ভুলে আমারও তো ঘর ত্যাগী হওয়ার কথা ছিলো।
কথা ছিলো আমারও সমুদ্রে যাবার।
যেভাবে একটা বকপাখিকে সমুদ্রের ওপর দিয়ে উড়ে যেতে দেখি।

মন্তব্য ৩৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ০৮ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:০১

অপূর্ণ রায়হান বলেছেন: চমৎকার লিখেছেন ভ্রাতা+

ভালো থাকবেন সবসময় :)

০৮ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:২৯

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ। ভ্রাতা।

২| ০৮ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:১৪

আলম দীপ্র বলেছেন: বাহ ! চমৎকার !

০৮ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:২৯

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ।

৩| ০৮ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৪২

নেক্সাস বলেছেন: চমৎকার

০৮ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৪৪

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, ভাই।

৪| ০৮ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:১৬

আবু শাকিল বলেছেন: শেষের লাইন গুলো দাগ কেটে গেল।
চমৎকার লিখেছেন।

০৮ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:১৪

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন।

৫| ০৮ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৩৬

সুমন কর বলেছেন: ভালো লাগল।

০৮ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১৪

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ।

৬| ০৮ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১৬

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ভালো লাগলো খুব

০৮ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২৭

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ।

৭| ০৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৫৭

এনামুল রেজা বলেছেন: চমৎকার লাগলো।

০৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৩১

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, ভাই।

৮| ০৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:০৬

ৎঁৎঁৎঁ বলেছেন: কথা ছিলো আমারও সমুদ্রে যাবার। যেভাবে একটা বকপাখিকে সমুদ্রের ওপর দিয়ে উড়ে যেতে দেখি।

ভালো লাগা রইলো!

০৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৩৪

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, কবি!

৯| ০৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:১২

ইখতামিন বলেছেন:
হাঁচড়ে পাচড়ে
যেভাবে বিকালের বুকে রাত্রি নামে, সেভাবে টেনে নিজের দেহটাকে
ডেরায় নিয়ে যাবো একটু পর। কাঠ-খড়-কয়লা পুড়িয়ে
উজ্জ্বল এক আগুন জ্বালাবো। সেখানে থাকবে তুমি।

তৃতীয় ভালোলাগা +++

০৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৩৮

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, ইখতামিন।

১০| ০৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৪৩

মুহিব জিহাদ বলেছেন: চমৎকার ;) ++++

০৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৩৯

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ।

১১| ০৯ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১:৫৮

ডি মুন বলেছেন: চমৎকার +++

কবিতা খুব ভালো লেগেছে।
শুভেচ্ছা রইলো

কিন্তু, উষ্ণতা ভুলে আমারও তো ঘর ত্যাগী হওয়ার কথা ছিলো।
কথা ছিলো আমারও সমুদ্রে যাবার। যেভাবে একটা বকপাখিকে সমুদ্রের ওপর দিয়ে উড়ে যেতে দেখি।

০৯ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:১৯

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ।

১২| ০৯ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৭:২০

কারুিণক বলেছেন: ন্তু, উষ্ণতা ভুলে আমারও তো ঘর ত্যাগী হওয়ার কথা ছিলো।
কথা ছিলো আমারও সমুদ্রে যাবার। যেভাবে একটা বকপাখিকে সমুদ্রের ওপর দিয়ে উড়ে যেতে দেখি

০৯ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:২০

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ।

১৩| ০৯ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:১১

তুষার কাব্য বলেছেন: চমৎকার !
ভালো লাগা রইলো ...

০৯ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:০৫

ইনকগনিটো বলেছেন: তুষার কাব্য

ধন্যবাদ।

১৪| ০৯ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:০০

শুভ্র শৈশব বলেছেন: চমৎকার!

০৯ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:১০

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ।

১৫| ০৯ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৫৪

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: চমৎকার++++++++

০৯ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:১১

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ। বঙ্গভূমির রঙ্গমেলায় ।

১৬| ০৯ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:১৫

আমি স্বর্নলতা বলেছেন: ভালো লেগেছে অনেক।


০৯ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:১১

ইনকগনিটো বলেছেন: আমি স্বর্নলতা ,ধন্যবাদ।

১৭| ০৯ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:১৬

ডট কম ০০৯ বলেছেন: আপনার মত করে ভাবতে পারলে খুব ভাল হতো।

১৮| ১০ ই ডিসেম্বর, ২০১৪ ভোর ৫:০৮

হাসান মাহবুব বলেছেন: সমুদ্রের যত কাছে যাওয়া যায় রহস্য তত বাড়ে। ভালো লাগলো কবিতা।

১৯| ১০ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৫৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:




অনেক সুন্দর কবিতা :)

২০| ১১ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:১৩

স্বপ্নবাজ অভি বলেছেন: কিন্তু, উষ্ণতা ভুলে আমারও তো ঘর ত্যাগী হওয়ার কথা ছিলো।
কথা ছিলো আমারও সমুদ্রে যাবার। যেভাবে একটা বকপাখিকে সমুদ্রের ওপর দিয়ে উড়ে যেতে দেখি।
+++++

২১| ১৩ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:০৮

কলমের কালি শেষ বলেছেন: অনুভূতির ডাক ভালো লাগলো ।

২২| ০৬ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:৫৬

প্রোফেসর শঙ্কু বলেছেন: আহা, চমৎকার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.