নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

I n c o g n i t o

যতোবার আমি শান্তি খুঁজেছি, ঠিক ততোবার আমার মাথায় শুধু একটি চিন্তাই এসেছে। সেটা হচ্ছে একটা ড্রিল মেশিন দিয়ে মাথার খুলিটা ফুটো করে দেওয়ার চিন্তা।

ইনকগনিটো

যতোবার আমি শান্তি খুঁজেছি, ততোবার শুধুমাত্র একটা চিন্তাই আমার মাথায় এসেছে। সেটা হচ্ছে একটি ড্রিল মেশিন নিয়ে নিজের মাথার খুলিটা ফুটো করে দেওয়ার চিন্তা।

ইনকগনিটো › বিস্তারিত পোস্টঃ

ছায়া ও নৈকট্য

০১ লা জুন, ২০১৫ রাত ১১:৪০



পাথর
-------

জীবন; কার চোখের স্বপ্ন- জানি না।
সেই শুষ্ক নীল পাথরের চোখ।
ইদানীং সবকিছু এতো নির্বিকার লাগে
যেন-
কোথাও কোনো ঢেউ নেই।
প্রাণের স্পন্দন নেই।

শুধু, ঘুমিয়ে গেলে
বাগানের একটি ফুল
ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে দেখি।



পাক্ষিক
--------

এতোটুকু জীবন। ঘরের
মধ্যিখানে ঘর আর হাওয়া। খবর রাখি না-
নখের; ঘড়ি কীভাবে কাটায় তার সময়। রাতের
সমুদ্র থেকে দীর্ঘ পায়ে উঠে এলো কেউ।
ছোট মোমবাতি দপ করে নিভে যায় হেমন্তের বাতাসে।
একটা বিষণ্ণ জানালা- বারবার খুলে গেলো
বকুলফুলের ঘ্রাণে।

আমরা অনেক সময় চাঁদ নিয়ে অনেক
কথা বলি; কিন্তু আমরা বুঝি না- চাঁদ মূলত
কিসের সাথে সম্পর্কিত।
কবি, আপনি হয়তো জানেনও না
বরিশালে কোনো এককালে আপনার একজন প্রেমিকা
ছিলো।



ছায়া ও নৈকট্য
-------

যেভাবে খুলে দিলে আমার অন্তর্বাস।
পারলে সেভাবে খুলে দিও
বেদনা।


মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০২ রা জুন, ২০১৫ সকাল ১১:০৯

সুমন কর বলেছেন: ভাল লাগল।

১১ ই জুন, ২০১৫ সকাল ১১:৩৫

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ আপনাকে।

২| ০২ রা জুন, ২০১৫ দুপুর ১২:২৯

হাসান মাহবুব বলেছেন: শুধু, ঘুমিয়ে গেলে
বাগানের একটি ফুল
ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে দেখি


কত সহজে কত গভীর বোধের সন্ধান!

১১ ই জুন, ২০১৫ সকাল ১১:৩৬

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ প্রিয় হামা :)

৩| ০২ রা জুন, ২০১৫ দুপুর ১২:৩২

লেখোয়াড়. বলেছেন:
গভীর এবং অসাধারণ।

১১ ই জুন, ২০১৫ সকাল ১১:৪২

ইনকগনিটো বলেছেন: অনেক ধন্যবাদ, লেখোয়াড় :)

শুভ কামনা রইলো।

৪| ০২ রা জুন, ২০১৫ দুপুর ১:২৪

শতদ্রু একটি নদী... বলেছেন: পাথরটা ভালো হইছে।

আহা, ইদানিং এতো নির্বিকার লাগে!!

শুভকামনা রইলো। :)

১১ ই জুন, ২০১৫ সকাল ১১:৪৫

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৫| ১১ ই জুন, ২০১৫ রাত ৮:৩৩

মহামহোপাধ্যায় বলেছেন: একটার চেয়ে আরেকটা সেরা। দারুণ অনুভব করলাম।


ভালো থাকুন। শুভেচ্ছা রইল :)

১২ ই জুন, ২০১৫ সকাল ১১:০৫

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, মহামহোপধ্যায়।

ভালো থাকা হোক নিরন্তর।

৬| ১১ ই জুন, ২০১৫ রাত ৯:২৩

আহমাদ ইবনে আরিফ বলেছেন: ছায়া ও নৈকট।।
সার্থকতা আসলে শব্দের ব্যাপ্তিতে নয়, ভাবের।
সত্যখানা আবার প্রমাণিত হল এ লেখায়, ধন্যবাদ।

১২ ই জুন, ২০১৫ সকাল ১১:০৬

ইনকগনিটো বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ।

শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.