নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

I n c o g n i t o

যতোবার আমি শান্তি খুঁজেছি, ঠিক ততোবার আমার মাথায় শুধু একটি চিন্তাই এসেছে। সেটা হচ্ছে একটা ড্রিল মেশিন দিয়ে মাথার খুলিটা ফুটো করে দেওয়ার চিন্তা।

ইনকগনিটো

যতোবার আমি শান্তি খুঁজেছি, ততোবার শুধুমাত্র একটা চিন্তাই আমার মাথায় এসেছে। সেটা হচ্ছে একটি ড্রিল মেশিন নিয়ে নিজের মাথার খুলিটা ফুটো করে দেওয়ার চিন্তা।

ইনকগনিটো › বিস্তারিত পোস্টঃ

ডাক; ২

০৩ রা জুলাই, ২০১৫ রাত ১১:৩৭

কাঁধে পাখি নিয়ে দাঁড়িয়ে আছি, দূর থেকে ভেসে আসছে
পুরনো জাহাজের শব্দ।
নির্লিপ্ত মাস্তুলের পিঠে চড়ে ছেড়ে যাবো এই বন্দর এবার,
আর ফিরবো না।
চোখ এখন ক্রমশ হয়ে যাচ্ছে শীতল, সবটুকু ভালোবাসা ঘনীভূত হতে হতে একসময়
ঝরে পড়বে ঠিক
মোটা বাদামী পোশাকে আর হরিণের চামড়ায় গেঁথে নিয়েছি
পৃথিবীর মানচিত্র।
ঘুমিয়ে ছিলাম বহুকাল; মনে আছে- শেষবার যখন ঘুমিয়ে পড়েছিলাম তখন
ছিল কোনো বিকেল; তারপর কানে আর কিছুই ঢুকলো না। না কোনো
ছন্দপতন, হট্টগোল, ঘাসের উপর তোমার পায়ের শব্দ!
বেজে চললো সিম্ফনি, আমি ঘুমাচ্ছিলাম বেঘোরে কারণ
জানি-শীত এসে পড়লেই শিকারি হয়ে আমাকে চলেই যেতে হবে একদিন। মাঝ সমুদ্রের পরিষ্কার আকাশ; তারাভরা রাত্রিকে
তীক্ষ্ণ হারপুনের আঘাতে করতে হবে খুন! চোখে চেপে বসেছে মৃত্যুর নেশা ।
পিছনে ফেলে এসেছি সব; তোমাকেও; আকাশ অনেক একা..……

মন্তব্য ১৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুলাই, ২০১৫ রাত ১:৫৪

প্রবাসী পাঠক বলেছেন: চমৎকার কবিতা। প্রথম ভালো লাগা রইল।

০৪ ঠা জুলাই, ২০১৫ রাত ৯:১৫

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ প্রবাসী পাঠক ভাই।

শুভকাময়া রইলো আপনার প্রতি। কাল আর্জেন্টিনার খেলা :P

২| ০৪ ঠা জুলাই, ২০১৫ দুপুর ১২:৩০

আহমেদ জী এস বলেছেন: ইনকগনিটো ,



শিকারি হয়ে চলে যেতে হলে , পিছে ফেলে যেতে হয় সব....... তোমাকেও ।

সুন্দর রূপকল্প ।

০৪ ঠা জুলাই, ২০১৫ রাত ৯:১৯

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, আহমেদ জী এস।

মিশন টু ট্যারান্টুলা!

৩| ০৪ ঠা জুলাই, ২০১৫ দুপুর ১:০৪

হাসান মাহবুব বলেছেন: তোমার কবিতাগুলো পড়লে চমৎকার একটা দৃশ্যকল্প চোখের সামনে ভাসে। যা শীতল এবং স্নিগ্ধ, একই সাথে ধারালো এবং খুনে।

০৪ ঠা জুলাই, ২০১৫ রাত ৯:২১

ইনকগনিটো বলেছেন: কোনটা বেশি টানে তোমাকে? ধারালোতা? নাকি স্নিগ্ধতা?

বাই দ্যা ওয়ে, ধইন্যা!

৪| ০৪ ঠা জুলাই, ২০১৫ দুপুর ১:৪৮

বোকা মানুষ বলতে চায় বলেছেন: সুন্দর...

০৪ ঠা জুলাই, ২০১৫ রাত ৯:২১

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ।

৫| ০৪ ঠা জুলাই, ২০১৫ বিকাল ৪:৩৯

প্রোফেসর শঙ্কু বলেছেন: দস্যু শিকারির প্রতিজ্ঞা!

ভাল ছিল এটা।

০৪ ঠা জুলাই, ২০১৫ রাত ৯:২৫

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, প্রোফেসর শঙ্কু।

শুভকাম্না রইলো।

৬| ০৪ ঠা জুলাই, ২০১৫ রাত ১০:৪২

দীপংকর চন্দ বলেছেন: পিছনে ফেলে এসেছি সব; তোমাকেও;

অনেক ভালো। অনেক।

অনিঃশেষ শুভকামনা সুলেখক।

অনেক ভালো থাকবেন। সবসময়।

০৫ ই জুলাই, ২০১৫ রাত ৯:৫৭

ইনকগনিটো বলেছেন: আপনিও ভালো থাকবেন, দীপংকর চন্দ।

শুভকামনা।

৭| ০৫ ই জুলাই, ২০১৫ ভোর ৫:৫৭

প্রবাসী পাঠক বলেছেন: আর আর্জেন্টিনা! আজকেও হারছি ভাই।

০৫ ই জুলাই, ২০১৫ রাত ৯:৫৯

ইনকগনিটো বলেছেন: বেপার না :3 বেটার লাক নেক্সট টাইম।

৮| ০৫ ই জুলাই, ২০১৫ রাত ৮:২৮

সুমন কর বলেছেন: চমৎকার লাগল।

০৫ ই জুলাই, ২০১৫ রাত ১০:০০

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, সুমন কর।

৯| ১৩ ই জুলাই, ২০১৫ রাত ১:১৪

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: খুব সুন্দর হয়েছে।শুভেচ্ছা রইলো।

১০| ২৯ শে জুলাই, ২০১৫ রাত ২:২৬

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: আই আই ক্যাপ্টেন!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.