নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

I n c o g n i t o

যতোবার আমি শান্তি খুঁজেছি, ঠিক ততোবার আমার মাথায় শুধু একটি চিন্তাই এসেছে। সেটা হচ্ছে একটা ড্রিল মেশিন দিয়ে মাথার খুলিটা ফুটো করে দেওয়ার চিন্তা।

ইনকগনিটো

যতোবার আমি শান্তি খুঁজেছি, ততোবার শুধুমাত্র একটা চিন্তাই আমার মাথায় এসেছে। সেটা হচ্ছে একটি ড্রিল মেশিন নিয়ে নিজের মাথার খুলিটা ফুটো করে দেওয়ার চিন্তা।

ইনকগনিটো › বিস্তারিত পোস্টঃ

কম বেশি

০১ লা আগস্ট, ২০১৫ বিকাল ৩:০৫

শীত এলে জীবনের সাথে দূরত্ব বজায় রেখে চলি
কিছু ছায়া ঝরে পড়েছিলো রক্তের ভেতর
রক্তের ভেতর ঝরে পড়েছিলো ক্ষুধা ও ফাঙ্গাস
প্রেমিকার বিছানা ছেড়ে
বেশ্যার ঘরে যেতে যেতে জীবনের কথা বলি
শীত এলে, বক্ষ বিদীর্ণ করে উড়ে গেছে উজ্জ্বল
এক রাজহাঁস।

এতগুলো বছরে কী কী করেছি-
আমার সব মৃত রাত আর চাঁদগুলো
আগুনে পুড়িয়ে ফেলা ছাড়া, এতগুলো বছর-
অক্ষর পকেটে পকেটে নিয়ে ঘুরেছি জঙ্গল; অথচ
ভুলে গেছি- কলম এক রক্তাক্ত বেদনার নাম,
আমি নিজে আর নিজেকে বিশ্বাস করি না।

বেঁচে থাকা জরুরী, তার চেয়ে বেশি জরুরী
ছিলো একবার মরে যাওয়া- শীত এলেই আমার
এ কথা মনে হয়- বুকে চেপে ধরে রাখি পাখিদের
উত্তাপ- শাদা পালকে রক্ত ছিটকে ছিটকে যায়।

কাঁপা কাঁপা হাতে যখন লিখছি এসব; মোমবাতির আলোয়
মেপে নিচ্ছি দূরত্ব ও ছায়া- শীত আততায়ী হয়ে
দাঁড়ানো দরজার ওপাশে; হাড়ের ভেতর থেকে ক্রমশ তুলে আনছি
বেদনা।

মন্তব্য ২৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০১ লা আগস্ট, ২০১৫ বিকাল ৩:১৮

লেখোয়াড়. বলেছেন: +++

অনেক দিন পর।
কিছু লাইন খুব ভাল লাগল।

০১ লা আগস্ট, ২০১৫ বিকাল ৩:৩১

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, লেখোয়াড়।

কেমনাছেন? নিশ্চয়ই ভালো।

২| ০১ লা আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:০২

মাহমুদ০০৭ বলেছেন: বাহ ! চমৎকার লাগলো ।
ভাল থাকবেন ভাই ।

০১ লা আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:২৬

ইনকগনিটো বলেছেন:
ধন্যবাদ, মাহমুদ ভাই।

ভালো থাকবেন আপনিও :)

৩| ০১ লা আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:০৭

জেন রসি বলেছেন: চমৎকার!

+++

০১ লা আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:২৭

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, জেন রসি।

শুভকামনা।

৪| ০১ লা আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৩০

সুমন কর বলেছেন: চমৎকার।

০১ লা আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৫১

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, সুমন কর। :)

৫| ০১ লা আগস্ট, ২০১৫ রাত ১০:১০

মহান অতন্দ্র বলেছেন: সুন্দর কবিতা। শুভ কামনা কবিকে। ভাল থাকা হোক।

০১ লা আগস্ট, ২০১৫ রাত ১০:২৫

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, মহান অতন্দ্র।

ভালো থাকা হোক।

৬| ০১ লা আগস্ট, ২০১৫ রাত ১০:১৭

মনিরা সুলতানা বলেছেন: ভালোলেগেছে কবিতা ।

০১ লা আগস্ট, ২০১৫ রাত ১০:২৬

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, মনিরা সুলতানা।

৭| ০২ রা আগস্ট, ২০১৫ দুপুর ২:১৪

নৈশ শিকারী বলেছেন: অসাধারণের চেয়ে উন্নত কোনো বাক্য থাকলে তা দিয়েই সংজ্ঞায়িত করতাম; যেহেতু নাই তাই অসাধারন, অসামান্য এবং অনবদ্য বলে বিশেষায়িত করলাম।

০২ রা আগস্ট, ২০১৫ রাত ৮:৪৭

ইনকগনিটো বলেছেন: আমার কাছে ধন্যবাদের চেয়ে বেশি কিছু নেই আপনাকে দেওয়ার মতো, থাকলে দিতাম।

ধন্যবাদ, ধন্যবাদ।

৮| ০২ রা আগস্ট, ২০১৫ বিকাল ৩:২৫

হাসান মাহবুব বলেছেন: শীতার্ত প্রস্তর হৃদয়ে প্রতিফলিত হয়ে ফিরে যাক উষ্ণতার রশ্মি। শীতজর্জর শরীরে নকশা কাটুক মৃত্যুবীজ। বেঁচে থাকা জরুরী, কিন্তু তার চেয়েও বেশি জরুরী
একবার মরে যাওয়া


শুভ হিম।

০২ রা আগস্ট, ২০১৫ রাত ৮:৪৮

ইনকগনিটো বলেছেন: শুভ মৃত্যুমিতা :)

৯| ০২ রা আগস্ট, ২০১৫ রাত ৯:০৭

আহমেদ জী এস বলেছেন: ইনকগনিটো ,



কম বেশি মেপে নিতেই হয় দূরত্ব ও ছায়া, নইলে আশনাই মেটেনা জীবনের । প্রেমিকার বিছানা ছেড়ে বেশ্যার ঘরে যেতে যেতে একবার নয় , বহুবার মরে যেতে হয় । দরজার ওপাশে দাঁড়ানো মৃত্যুকে তাই মনে হয় - মরনরে তুহু মম শ্যাম সমান ...

সুন্দর ।

০২ রা আগস্ট, ২০১৫ রাত ৯:২২

ইনকগনিটো বলেছেন: সুচিন্তিত পাঠের জন্য ধন্যবাদ, আহমেদ জী এস :)

ভালো থাকা হোক। নয় মৃতের মতো। ভালো থাকারা থাকুক ভালো জীবিত!

১০| ০৩ রা আগস্ট, ২০১৫ রাত ১২:২৬

বোকা মানুষ বলতে চায় বলেছেন: চমৎকার কবিতায় ভালোলাগার সাথে +++

যদি কিছু মনে না করেন, তবে এই লাইন দুটোয় ঝরে পড়েছিলো শব্দযুগল জমেছিল দিয়ে প্রতিস্থাপন করা যায় কি না, একটু ভেবে দেখবেন।

কিছু ছায়া ঝরে পড়েছিলো রক্তের ভেতর
রক্তের ভেতর ঝরে পড়েছিলো ক্ষুধা ও ফাঙ্গাস


মন্তব্যটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি। ভালো থাকুন সবসময়, শুভকামনা জানবেন।

০৩ রা আগস্ট, ২০১৫ রাত ১২:৪০

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ পাঠের জন্য এবগ সেইসাথে কবিতাটিকে নতুনভাবে দেখার চেষ্টা করবার জন্য।

আরও ধন্যবাদ আপনার সুচিন্তিত মতামতের জন্য। তবে আমার কাছে ঝরে পড়েছিলো শব্দ যুগলকেই বেশি মানানসই বলে মনে হয়।

আপনাকে আবারো ধন্যবাদ, এবং অনেক অনেক শুভকামনা। :)

১১| ০৩ রা আগস্ট, ২০১৫ বিকাল ৫:৪৩

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:

বেঁচে থাকা জরুরী, কিন্তু তার চেয়েও বেশি জরুরী
একবার মরে যাওয়া+++্


চমৎকার কবিতা।

০৩ রা আগস্ট, ২০১৫ রাত ১০:২০

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, বঙ্গভূমির রঙ্গমালায়।

ভালো থাকা হোক।

১২| ০৩ রা আগস্ট, ২০১৫ রাত ১১:৩৩

উর্বি বলেছেন: nice lines

০৪ ঠা আগস্ট, ২০১৫ রাত ১২:২১

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, উর্বি।

১৩| ০৭ ই আগস্ট, ২০১৫ সকাল ১১:৩৫

বৃতি বলেছেন: সুন্দর।

০৭ ই আগস্ট, ২০১৫ দুপুর ১:৩৭

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, বৃতি।

শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.