নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের দর্শন

পৃথিবীটা এমন একটি জায়গা যেখানে সবাই সুখী হতে চায়। কিন্তু খুব কম ব্যক্তিই সুখ উপভোগ করতে পারে। আর তাই সুখের পিছনে না ছুটে যে অবস্থায় আছেন, সেই অবস্থায়ই জীবনটাকে উপভোগ করুন।

প্রবাসী ভাবুক

সকলে মিলিয়া সাজাব সুন্দর পৃথিবীকে।

প্রবাসী ভাবুক › বিস্তারিত পোস্টঃ

প্রধানমন্ত্রীর নির্দেশ যেন কথার কথা হয়!

২২ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৪৭

আমাদের প্রিয় প্রধানমন্ত্রী আজ স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছেন, 'অপরাধী কোন দলের তা জানতে চাই না৷' অপরাধী যে দলেরই হোক যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন৷ আশা করব এটা আমাদের প্রধানমন্ত্রীর কথার কথা৷ অর্থাৎ তিনি বরাবর যেভাবে জনগণকে মিথ্যা আশ্বাস দিয়ে আসছেন এটা তেমনি একটা আশ্বাস মাত্র৷

প্রধানমন্ত্রীর নির্দেশ যদি প্রশাসন সঠিকভাবে পালন করে তাহলে আওয়ামী লীগ অস্তিত্ব সংকটে পড়বে এটা নিশ্চিত৷ কারণ দেশবাসীর মত প্রধানমন্ত্রীও জানেন, দেশে অপরাধ প্রবণতা অনেক বেশি এবং এর সব অপরাধের অপরাধীরাও একটিমাত্র দলের৷ আর সেই দলটি তার নিজের৷ দেশে অন্য কোন দলের লোকের অপরাধ করার দুঃসাহস নাই৷ যেখানেই ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠন যত বেশি শক্তিশালী সেখানে তাদের অপরাধ প্রবণতাও তত বেশি৷ আর অপরাধের ধরন বলতে এমন কোন অপরাধ নাই যা তারা করে না৷ তাই অপরাধীদের আটকিয়ে ফেললে আওয়ামী লীগে লোক খুঁজে পাওয়াই কঠিন হয়ে পড়বে৷

আর অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে তো বদলি, ওএসডি সহ নানারকম হয়রানি ও অপমানজনক শাস্তি রয়েছে প্রশাসনের লোকদের জন্য৷ বেচারারা সরকারী চাকরি করে একটু নিরিবিলি থাকতে চায়৷ অপরাধীদের ধরতে গিয়ে তাদেরই বা বিপদে ফেলবেন কেন? তাই বলি, আপনার কথা যেন কথার কথা হয়েই থাকে৷

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৩ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:০৪

নীল আকাশ ২০১৪ বলেছেন: https://www.youtube.com/watch?v=KMObw5TBsK0

২৩ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৩৬

প্রবাসী ভাবুক বলেছেন: ঐশিশুটির মতো আমিও যথেষ্টমজা পাইলাম৷

আপনাকে ধন্যবাদ৷

২| ২৪ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৪২

ঢাকাবাসী বলেছেন: আপনি কি মনে করেন তিনি তার ঐসব কথা রাখার জন্য বলেন! পাগল!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.