নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের দর্শন

পৃথিবীটা এমন একটি জায়গা যেখানে সবাই সুখী হতে চায়। কিন্তু খুব কম ব্যক্তিই সুখ উপভোগ করতে পারে। আর তাই সুখের পিছনে না ছুটে যে অবস্থায় আছেন, সেই অবস্থায়ই জীবনটাকে উপভোগ করুন।

প্রবাসী ভাবুক

সকলে মিলিয়া সাজাব সুন্দর পৃথিবীকে।

প্রবাসী ভাবুক › বিস্তারিত পোস্টঃ

রাজপ্রাসাদ মানেই শান্তির স্থান নয়৷

২৯ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৪৮

দেশের শীর্ষস্থানীয় একটি পত্রিকার মতামত কলামে দেখলাম, সরকারের তরুন এক মন্ত্রী বলেছেন, প্রধানমন্ত্রীর কাছাকাছি যাওয়া ক্রমেই দুরূহ হয়ে উঠছে৷ নেত্রী ক্রমেই নিরাপত্তার ঘেরাটোপে বন্দী হয়ে পড়ছেন৷ সবার প্রতি সন্দেহ প্রবল হয়ে উঠছে৷



আপনি অপরাধ করলে, নির্বিচারে মানুষ হত্যা করলে, জোরজবরদস্তি করে মানুষের মতের বিরুদ্ধে ক্ষমতা আঁকড়ে থাকলে আপনার মধ্যে এক অজানা আতঙ্ক কাজ করবে এটা খুবই স্বাভাবিক৷ নিজেকে নিজের কাছেই যখন অপরাধী মনে হয়ে বিবেককে বুঝাতে পারবেন না তখন আপনার চারপাশের সবকিছুর প্রতি অবিশ্বাস বাড়তে থাকবে৷ কোন কিছুকে বিশ্বাস করতে না পারার কারণে যে মানসিক অস্থিরতার সৃষ্টি হবে তাতে আপনি কখনোই স্বাচ্ছন্দ্য বোধ করবেন৷ মানসিক অশান্তি আপনাকে কুড়েকুড়ে খেতে থাকবে৷ রাজপ্রাসাদেও আপনার শান্তি মিলবে না৷



আমি নিজেকে ভাগ্যবান মনে করি৷ আমার চলাফেরার স্বাধীনতা আছে৷ মানসিক ভাবে নিজেকে খুব হালকা বোধ করি৷ এরকম কোন মানসিক চাপ নেই৷ যেখানে খুশি সেখানে বিনা বাঁধায় যেতে পারি৷ এটার মাঝেই তো শান্তি৷



চারিদিকে অবিশ্বাস নিয়ে একজন প্রধানমন্ত্রী হওয়ার চেয়ে একজন একজন দরিদ্র রিকশাওয়ালা বা শ্রমিকের জীবন অনেক ভাল৷ এদের মনে আছে অফুরন্ত শান্তি৷ এরা মানুষের শুধু উপকারই করে৷ এদের হুকুমে মানুষের জীবননাশ হয় না৷ মানুষ এদের জন্য খুব কমই বদদোয়া করে৷



মানসিক অশান্তি নিয়ে বেঁচে থাকার মত এত কষ্ট আর নেই৷

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৯ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৩০

খেলাঘর বলেছেন:

বাংলাদেশে যেখানে রাজাকার , শিবির, সবাই শেখ হাসিনাকে মারা জন্য চাচ্ছে; যেখানে খ হাসিনার উপর গ্রেনেড আক্রমণ চালায়েছিল সেখানে আপনার হাসিান ও আপনার সিকিউরিটি নিয়ে বালাচাল তুলনা করছেন আপনি, মগজহীনদের ভাবনা এগুলো।

২৯ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৫০

প্রবাসী ভাবুক বলেছেন: আপনি মনে হয় দেখেছেন, আমি একজন মন্ত্রীর কথার উদ্ধৃতি দিয়েছি আমার লেখায়৷

নিজের মন্ত্রীদেরকেও যদি কাছে ভিড়তে দেওয়া না হয়৷ মন্ত্রীদেরকেও যখন জামাত, শিবির মনে হয় তখন রাজনীতি করবে কাকে নিয়ে? সেই রাজনীতি ছেড়ে দিয়ে নাকে খত দেওয়া উচিত৷

যে এই সহজ কথাগুলো বুঝে না সে যে কত বড় মহাজ্ঞানী তা বুঝতে পেরেছি৷ আর নির্বোধরাই আরেকজনকে হুট করে মগজহীন ভাবে৷

২| ২৯ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৫০

খেলাঘর বলেছেন:


আপনার নিকটা সুন্দর।

২৯ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৫১

প্রবাসী ভাবুক বলেছেন: ধন্যবাদ৷

৩| ২৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৩০

ঢাকাবাসী বলেছেন: ভাল বলেছেন।

২৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৩১

প্রবাসী ভাবুক বলেছেন: আপনাকে ধন্যবাদ ভাইজান৷

৪| ৩০ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:০৭

কলমের কালি শেষ বলেছেন: হুম কথা সত্য । তবে ঐ সব পোষ্টের দায়িত্বতো কাউকে না কাউকে নিতেই হবে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.