নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের দর্শন

পৃথিবীটা এমন একটি জায়গা যেখানে সবাই সুখী হতে চায়। কিন্তু খুব কম ব্যক্তিই সুখ উপভোগ করতে পারে। আর তাই সুখের পিছনে না ছুটে যে অবস্থায় আছেন, সেই অবস্থায়ই জীবনটাকে উপভোগ করুন।

প্রবাসী ভাবুক

সকলে মিলিয়া সাজাব সুন্দর পৃথিবীকে।

প্রবাসী ভাবুক › বিস্তারিত পোস্টঃ

পুলিশ পরিচালিত সরকার!

০৪ ঠা জানুয়ারি, ২০১৫ দুপুর ১:১৭

পুলিশ দিয়ে গণতন্ত্র হয় না৷ অথচ সরকার ঢাকাকে দলীয় লোকজন দিয়ে নিয়ন্ত্রন করার কথা বলে এবং বিরোধী পক্ষকে কাগুজে বাঘ ঘোষণা দিয়ে পাত্তাই না দিলেও পুলিশ দিয়ে বিরোধী প্রধানকে শুধু আটকায়ই নাই সাথে সাথে ঢাকায় সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করিয়েছে পুলিশ দিয়েই৷ তার মানে পুলিশ দ্বারা নিয়ন্ত্রিত সরকার মনে হচ্ছে৷

আব্রাহাম লিঙ্কনের আধুনিক গণতন্ত্রের সংজ্ঞা অনুযায়ী "Democracy is the Government of the people, by the people, for the people."

আমাদের দেশের জন্য আসলে সংজ্ঞাটা হওয়া উচিৎ ছিল
ডেমোক্রেসি ইজ দ্যা গভমেন্ট অফ দ্যা প্রধান মিনিস্টার বাই দ্যা পুলিশ এণ্ড ফর দ্যা দলীয় লোকজন৷

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৩৪

যোগী বলেছেন:
কয়েক দিন আগে বিরোধী দলীয় নেতা নিরাপত্তার জন্য থানায় জিডি করেছেন, তাই নাকি তাকে পুলিশ পাহারায় নিরাপত্তা দেয়া হচ্ছে। সমস্যা কী?

০৪ ঠা জানুয়ারি, ২০১৫ দুপুর ২:১২

প্রবাসী ভাবুক বলেছেন: কোনটা নিরাপত্তা আর কোনটা অবরুদ্ধ বুঝিয়ে বলবেন কি? তার চলাচলের রাস্তা আটকিয়ে বের হতে না দিয়ে তো ভালই তামাশা করতে পারেন৷ চালিয়ে যান৷

২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৪৩

হৃদয়-রাইডে বলেছেন: সারাদেশে সরকারি হরতাল পালিত হচ্ছে।
সাবধানে কথা বলবেন. . .
নইলে চিড়িয়াখানা ভর্তি হইতে হইবো।


কোনটা গণতন্ত্র; কোনটা এক নায়কতন্ত্র বুঝতাছি না!

দয়া করে বলবেন কী?

০৪ ঠা জানুয়ারি, ২০১৫ দুপুর ২:১৬

প্রবাসী ভাবুক বলেছেন: সরকার বিএনপিকে নিষ্ক্রিয়, কাগুজে বাঘ হিসেবে বিবেচনা করেও যদি এতটা কাঁপাকাঁপি করে, তাহলে সক্রিয় আর আসল বাঘের পাল্লায় পড়লে কি হত তা বলাই বাহুল্য৷

৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৫ দুপুর ২:১১

ঢাকাবাসী বলেছেন: কুনু মন্তব্য নেই!

০৪ ঠা জানুয়ারি, ২০১৫ দুপুর ২:১৯

প্রবাসী ভাবুক বলেছেন: মন্তব্য করলে নিরাপত্তা বাহিনী নিরাপত্তার স্বার্থে হাজতে নিয়ে নিরাপত্তা বিধান করতেও পারে৷ একটি স্বাধীন দেশে তাহলে জনসাধারণ কতটা স্বাধীন তা আপনার ক্ষুদ্র মন্তব্যেই যথেষ্ট পরিষ্কার৷

৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৫ দুপুর ২:১৩

আসিফ খোন্দকার বলেছেন: সাধু নিরাপত্তাই চাইছিল ......... পাত্তানিরা না

০৪ ঠা জানুয়ারি, ২০১৫ দুপুর ২:২৪

প্রবাসী ভাবুক বলেছেন: সাধু বুঝে শুনেই সজ্ঞানেই টিটকারী মেরেছে৷ তাকে আপনি বুঝালেও সে এর বাইরে কিছু বুঝতে চাইবে না৷ সমস্যা হল গণেশ উল্টে গেলে আবার নতুন সাধুর আগমন ঘটবে এবং ঠিক একইভাবে চলতে থাকবে...।

৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৪৪

নিয়ন আলোয় সন্ধ্যা বলেছেন: শুধুমাত্র ঢাকা অচল করতে পারলে অথবা ঢাকাকে চারপাশ থেকে অবরুদ্ধ করে রাখতে পারলে এই ঘৃণিত সরকারের পতন ঘটানো সম্ভব।তাই ঢাকা অচল করতে জান বাজি রাখুন এবং রাস্তায় নেমে পড়ুন।জিয়ার সৈনিক এক হও লড়াই করো।

০৪ ঠা জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:০৬

প্রবাসী ভাবুক বলেছেন: ভাই সমস্যাটা অন্যখানে৷ ইদানিং জিয়ার সৈনিকদের রাজপথে খুব একটা দেখা যায় না৷ তবে অনলাইনে তাদের সরব উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে৷ আর এরকম আন্দোলনের ফলাফলও আমরা চাক্ষুষ দেখতে পাচ্ছি৷

৬| ০৪ ঠা জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:০৪

ক্ষতিগ্রস্থ বলেছেন: লেখক বলেছেন: সাধু বুঝে শুনেই সজ্ঞানেই টিটকারী মেরেছে৷ তাকে আপনি বুঝালেও সে এর বাইরে কিছু বুঝতে চাইবে না৷ সমস্যা হল গণেশ উল্টে গেলে আবার নতুন সাধুর আগমন ঘটবে এবং ঠিক একইভাবে চলতে থাকবে...।

০৪ ঠা জানুয়ারি, ২০১৫ রাত ৮:০৯

প্রবাসী ভাবুক বলেছেন: এটাই যেন বাংলাদেশের রাজনীতির নিয়তি হয়ে দাড়িয়েছে৷

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.