নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের দর্শন

পৃথিবীটা এমন একটি জায়গা যেখানে সবাই সুখী হতে চায়। কিন্তু খুব কম ব্যক্তিই সুখ উপভোগ করতে পারে। আর তাই সুখের পিছনে না ছুটে যে অবস্থায় আছেন, সেই অবস্থায়ই জীবনটাকে উপভোগ করুন।

প্রবাসী ভাবুক

সকলে মিলিয়া সাজাব সুন্দর পৃথিবীকে।

প্রবাসী ভাবুক › বিস্তারিত পোস্টঃ

বিজিবি দিয়ে কত দিন!

১৩ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:২৩

বিজিবির পূর্ণ নাম হল বর্ডার গার্ড বাংলাদেশ৷ আরও সহজে বাংলায় বললে বোঝায় বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী৷ তার মানে এই বাহিনীর কাজ হল সীমান্ত প্রহরা দেওয়া৷

২২ জেলায় মোট ৫৯ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য মোতায়েন করার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ ছাড়াও পাঁচ জেলায় চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় বিজিবির সদস্য মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে।

যদি দেশের কোন স্থানে সাময়িক দুর্যোগ দেখা দেয় সেক্ষেত্রে বিজিবি সহযোগিতার জন্য এগিয়ে আসতে পারে৷ তবে সেক্ষেত্রে রিজার্ভ কিছু বিজিবি সদস্য সহযোগিতা করলেও সীমান্তে কোন প্রভাব পড়ার সম্ভাবনা থাকে না৷ কিন্তু এত বিপুল পরিমাণ বিজিবি সদস্য যদি অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য মোতায়েন করা হয় তাহলে সীমান্ত অরক্ষিত হয়ে যাবে নিশ্চিতভাবে৷

এদিকে বিএনপি নেত্রী ঘোষণা দিয়েছেন দাবি আদায় না হওয়া পর্যন্ত অবরোধ চলবে৷ তার মানে খুব শীঘ্র এসব বিজিবি সদস্যের সীমান্তে ফিরে যাওয়ার সম্ভাবনা কম যদি সরকার উক্ত নেত্রীর দাবি আদায় না করে৷

এ অবস্থায় কত দিন আমাদের সীমান্ত এভাবে অরক্ষিত রাখতে হবে? আর এই বিজিবি জওয়ানদের মোতায়েনের বিপুল খরচ সরকার কিভাবে মিটাবে? এভাবে কতদিন দেশের ক্ষতি করে ক্ষমতায় থাকতে হবে? বিএনপি নেত্রীও হয়ত ক্ষমতার জন্য এসব করছে৷ তবে সরকার যেভাবে গায়ের জোরে ক্ষমতায় আছে এটাও নির্লজ্জ ও দেশপ্রেমের ছিটেফোঁটাও না থাকার প্রমাণ৷

আমরা চাই দেশ ও জনগণের কথা চিন্তা করে হলেও ক্ষমতা আঁকড়ে না থেকে উভয় পক্ষ আলোচনার মাধ্যমে একটা শান্তিপূর্ণ সমাধানে আসুক৷

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৩ ই জানুয়ারি, ২০১৫ রাত ১:১৯

উড়োজাহাজ বলেছেন: আহারে বেচারা বিজিবি!!

তারা আবারও ব্যবহৃত হচ্ছে।

১৩ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:০২

প্রবাসী ভাবুক বলেছেন: সরকার জোর জবরদস্তি করে ক্ষমতায় থাকতেই যে কাজ এদের না সেই দায়িত্ব পালনে এদের ব্যবহার করছে৷

২| ১৩ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৮:১৭

ভিটামিন সি বলেছেন: বর্ডার গার্ড এখন জেলা পাহারা দেয়। কয়দিন পর বেডরুমও পাহারা দিবে।

১৩ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:০৬

প্রবাসী ভাবুক বলেছেন: সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী তো বলেছিলেন, কারও বেডরুম পাহারা দেওয়া সরকারের কাজ না৷ সুতরাং সেই বেডরুম পাহারায় ব্যবহৃত নাও হতে পারে৷ তবে গদি পাহারা দিতে ব্যবহৃত হবে এটা নিশ্চিত৷

ধন্যবাদ আপনাকে৷

৩| ১৩ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৮:২০

যোগী বলেছেন:
উভয় পক্ষ আলোচনা করলেই একটা শান্তিপূর্ণ সমাধান আসবে?

আবাল কোথাকার!

১৩ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:০৯

প্রবাসী ভাবুক বলেছেন: সন্ন্যাসী নাম ধারণ করলেই সিদ্ধি লাভ করা যায় না৷

ন্যূনতম ভদ্রতা টুকু হারিয়ে ফেললে ইতর প্রাণীতে পরিণত হওয়ার সম্ভাবনাই বেশি থাকে৷

৪| ১৩ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:০৬

ঢাকাবাসী বলেছেন: সরকার এদের বেতন দেয় নিজের গদি রক্ষা করার জন্য, সুতরাং.......।

১৩ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:১৩

প্রবাসী ভাবুক বলেছেন: সরকারের একমাত্র লক্ষ্যই হল গদি রক্ষা৷ এজন্য তারা যে কোন কিছুই করতে প্রস্তুত৷ এমনকি রাজপথে প্রতিবাদী মানুষদের গুলি করে হত্যা করে হলেও৷

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.