নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের দর্শন

পৃথিবীটা এমন একটি জায়গা যেখানে সবাই সুখী হতে চায়। কিন্তু খুব কম ব্যক্তিই সুখ উপভোগ করতে পারে। আর তাই সুখের পিছনে না ছুটে যে অবস্থায় আছেন, সেই অবস্থায়ই জীবনটাকে উপভোগ করুন।

প্রবাসী ভাবুক

সকলে মিলিয়া সাজাব সুন্দর পৃথিবীকে।

প্রবাসী ভাবুক › বিস্তারিত পোস্টঃ

মিডিয়াই যখন প্রতারক, সাধারণ মানুষ অসহায়!

১৩ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:১০

দেশের জনগণ মনে হচ্ছে ফাঁদে আটকা পড়েছে৷ বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট হরতাল-অবরোধ ডেকে যান চলাচলে বাঁধার সৃষ্টি করেছে৷ অন্যদিকে সরকার ও সরকার সমর্থিত মিডিয়াগুলো দেখাচ্ছে দেশে সব কিছুই স্বাভাবিক৷ কোথাও কোন সমস্যা নাই৷

সাধারণ মানুষ সংবাদে সবকিছু স্বাভাবিক দেখে নিরাপদ মনে করে বাড়ি থেকে বের হয়েই স্টেশন বা রাস্তায় আটকা পড়ছে৷ এটা দেখে সরকার ও সরকার বিরোধী উভয় পক্ষই নিজেদেরকে সফল মনে করছে৷ জনগণকে বিপদে ফেলে নিজেরা আত্মতৃপ্ত হচ্ছে৷ আর সাধারণ মানুষ পড়েছে মহাবিপদে৷

আমাদের এই অদ্ভুত রাজনীতিতে সাধারণ মানুষগুলো যেন অসহায় চিড়িয়া৷ যারা বাংলাদেশ নামক তথাকথিত স্বাধীন দেশে বন্দী৷

বর্তমান মিডিয়াগুলো যেন একেকটি দলের দালাল৷ যদিও বর্তমান পরিস্থিতিতে সরকার বিরোধী কোন মিডিয়া নাই বা থাকলেও নিশ্চুপ৷ বেশিরভাগ মিডিয়া সঠিক তথ্য প্রকাশ না করে সরকারের তোষামোদীতে ব্যস্ত৷ ফলাফল সাধারণ মানুষগুলো প্রতারিত হচ্ছে৷ সংবাদ মাধ্যমগুলোকে জাতির বিবেক বললেও বাস্তবে তারা নির্বোধের মতই কাজ করছে৷
জনগণের সমস্যার কথা চিন্তা করে হলেও সংবাদ মাধ্যম সঠিক তথ্য প্রদান করবে বলে আশা করি৷

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৩ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:৫৭

নিলু বলেছেন: তা কি হবে ?

২| ১৫ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:০৬

ঢাকাবাসী বলেছেন: এটা আজকাল আর সম্ভব না, সবাই ছাপোষা জীবন নিয়ে ব্যাস্ত। কারো না কারো পক্ষে বিপক্ষে বলতেই হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.