নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের দর্শন

পৃথিবীটা এমন একটি জায়গা যেখানে সবাই সুখী হতে চায়। কিন্তু খুব কম ব্যক্তিই সুখ উপভোগ করতে পারে। আর তাই সুখের পিছনে না ছুটে যে অবস্থায় আছেন, সেই অবস্থায়ই জীবনটাকে উপভোগ করুন।

প্রবাসী ভাবুক

সকলে মিলিয়া সাজাব সুন্দর পৃথিবীকে।

প্রবাসী ভাবুক › বিস্তারিত পোস্টঃ

এ কোন হিংস্রতা!

১৬ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৪৩

বাংলাদেশ যেন এক মৃত্যুপুরী৷ এখানে রাস্তায় সরকারবিরোধী শ্লোগান দিলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুলি করে মারে৷ প্রতিবাদে হরতাল, অবরোধ দিলে সাধারণ মানুষ আগুনে পুড়ে, পেট্রোল বোমা, ককটেলের আঘাতে মরে৷ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সরকাারবিরোধীদের বাড়ি থেকে ধরে নিয়ে হত্যা করে ক্রসফায়ার নামক নাটক সাজায়৷

অবরোধের ডাক দিয়ে শীর্ষস্থানীয় নেতারা আত্মগোপনে চলে যায়৷ ক্ষমতাসীনরা এগুলো দেখে মিটিমিটি করে হাসে আর এক অজানা পাশবিক সুখ অনুভব করে৷

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৬ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৪৮

টেকবাংলা২৪ বলেছেন: আমরা রাজনীতিবিদের দেশ নয়, জনগনের দেশ চাই।
যেখানে কোন অশান্তি থাকবে না।

১৬ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৪৭

প্রবাসী ভাবুক বলেছেন: জনগনের দেশপ্রাপ্তি আশু কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না৷

তবে উভয় পক্ষ আলোচনায় বসলে হয়ত দেশের বিরাজমান উত্তেজনাময় পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও হতে পারে৷

২| ১৬ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৫১

সরদার হারুন বলেছেন: আগের দিনে রাজপুত্রদের অভিশেখ অনুষ্টানে জবেহ হতো পশু এখন জবেহ হয় গরীবের ছেলে । এ দু'নেত্রী তাদের ছেলেদের অভিশেখ অনুষ্ঠানের পূর্ব
প্রস্তুতিকরছেন । এ সহজ কথাটা আমরা বুঝেও বুঝতে চাইনা ।

১৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:০০

প্রবাসী ভাবুক বলেছেন: জনগণ সবকিছু বুঝেও নিরুপায়৷ এটাই যেন সাধারন মানুষের স্বাভাবিক পরিণতি৷

৩| ১৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:৫৯

নিলু বলেছেন: অপারেশন ক্লিন হার্টের কথা মনে আছে ? সেই সাথে গণতান্ত্রিক নির্বাচিত সরকারকে হত্যা করে , সামরিক শাসনের অবৈধ ক্ষমতা দখলের কথা কি মনে নেই ? অনেক মায়েরই কান্না এখনো ভেসে আসে যে ,

১৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:৫৭

প্রবাসী ভাবুক বলেছেন: বুঝেছি৷ বর্তমানে সেগুলোর প্রতিশোধ হচ্ছে৷ তবে তা আগের সকল বর্বরতাকে ছাপিয়ে আরও আরও নিকৃষ্টতর ভাবে প্রতিহিংসার বহিঃপ্রকাশ ঘটিয়ে৷ হিংসা চরিতার্থ করার প্রাগৈতিহাসিক পাশবিক নিয়মে৷

৪| ১৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:৪৩

নিলু বলেছেন: এটাও গণতন্ত্রের নীতি বোধ হয় কারন গণতন্ত্র মানে যা ইচ্ছা , তাই করা যাবে , তা কিন্তু নয় । হিংসা চরিতার্থ নয় পরিণাম বা প্রায়চিত্ত হচ্ছে । বরবতা আর সভ্যতা পাশাপাশিই বসবাস করে বোধ হয় , নুতন ইতিহাস প্রাগ ইতিহাসকে অস্বীকার করতে পারেনা নিচ্চয় ? ইতিহাস থেকেই ইতিহাস ,

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.