নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের দর্শন

পৃথিবীটা এমন একটি জায়গা যেখানে সবাই সুখী হতে চায়। কিন্তু খুব কম ব্যক্তিই সুখ উপভোগ করতে পারে। আর তাই সুখের পিছনে না ছুটে যে অবস্থায় আছেন, সেই অবস্থায়ই জীবনটাকে উপভোগ করুন।

প্রবাসী ভাবুক

সকলে মিলিয়া সাজাব সুন্দর পৃথিবীকে।

প্রবাসী ভাবুক › বিস্তারিত পোস্টঃ

নাটক আর রাজনীতি এক নয়!

১৭ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:১৯

আসাদুজ্জামান নূর বলেছেন,আমরা কখনো বিরোধী দলে গেলে দেশের সম্পদ ধ্বংস করব না। মানুষ, পুলিশ খুন করব না। সরকারের গঠনমূলক সমালোচনা করব। সরকারের ভুলগুলো ধরিয়ে দেব। তাতে দেশ এগিয়ে যাবে৷'



নূর সাহেব সবকিছুকেই মনে হয় নাটক মনে করে৷ রাজনীতি আর তার অভিনয় যে এক নয় তার প্রমাণ তার কথাতেই পাওয়া গেছে৷ '৯৬ সালে আওয়ামীলীগ যে একটানা ৩৯ দিন অবরোধ , হরতাল করেছিল , ১৭৩ দিন হরতাল

করেছিলো হোটেল শেরাটন সামনে গাড়ি বোঝাই যাত্রীদের পুড়িয়ে মারছিল সব ভুলে গেলেন নাকি? ২০০৬ এর লগিবৈঠার তাণ্ডব মানুষদের আরেকবার স্মরণ করাতেই মনে হয় কথাগুলো বলে ফেললেন৷ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন, 'আওয়ামী লীগ বিরোধীদলে গেলেও হরতাল করবে না৷' কিন্তু কি করেছে সেটা আমরা দেখেছি৷ আর আপনি তো কোথাকার কে?



আসাদুজ্জামান নূর আমার প্রিয় অভিনেতাদের মধ্যে অন্যতম৷ তার অভিনয় ছিল চমৎকার৷ তিনি রাজনীতিতে যেকোন দলকে সমর্থন করতেই পারেন এবং ওৎপ্রোতভাবে জড়িত থাকতেই পারেন৷ ব্যক্তি হিসেবে আমি তাকে একজন সৎ ও ব্যক্তিত্ববান বলেই জানতাম৷ তবে ক্ষমতার জন্য তিনি সর্বশেষ আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়া ও মন্ত্রীত্ব নেওয়ার পর তার প্রতি সেই শ্রদ্ধাবোধটুকু একেবারেই হারিয়ে গেছে৷



আওয়ামী লীগের সর্বশেষ নির্বাচনের আগে থেকেই নির্বাচন নিয়ে যেসব দুরভিসন্ধি ছিল তা যে, আদৌ সমর্থনযোগ্য নয় তার প্রমাণ আমরা দেখেছি গোলাম মওলা রনির প্রতিবাদ দেখে৷ এরপর নির্বাচনের পরও নিজেদের দুর্নীতি ও অপকর্ম ঢাকার জন্য সংবাদপত্রের স্বাধীনতা, বিচারপতি নিয়োগসহ যত প্রকার আইন সংশোধন করেছে তার কোন প্রতিবাদ করতে দেখলাম না৷ যা সত্যিই দুঃখজনক৷

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৭ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:০০

নিলু বলেছেন: বি এন পির আমলে একজন বিচারপতির জাল সনদ নিয়ে প্রশ্ন উঠেছিলো বোধ হয় , আওয়ামীলীগ হরতাল করবেনা কিন্তু বি এন পি করবে তা তো হতে পারে না , হরতাল বন্ধ করতে হলে সব দলকেই অঙ্গীকারবদ্ধ হতে হবে , নাটকই সমাজের আয়না বলে মনে করা যায় ,

১৭ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:২২

প্রবাসী ভাবুক বলেছেন: সব দলেরই হরতাল বন্ধে পদক্ষেপ নেওয়া উচিত। তবে নিজে যেটা না পারব সেটার প্রতিশ্রুতি দেওয়া মিথ্যাবাদী, প্রতারকদের কাজ।

নাটক সমাজের আয়না হলেও অভিনয়ের ঝলমলে চকচকে জগত আর বাস্তব জগত এক ভাবাটা চরম বোকামি।

২| ১৮ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:১৯

নিলু বলেছেন: তাহলে তো বলা যায় যে ,=== বলা সহজ করা কঠিন==== , প্রতিশ্রুতি আর বাস্তবায়ন এক কথা কি ? , আবার জানেন কি প্রবাদে আছে , ===দেখাদেখি চাষ আর দেখাদেখি বাস ===

১৮ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:৩২

প্রবাসী ভাবুক বলেছেন: দেখাদেখি খারাপ কাজ করার চেয়েও প্রতিশ্রুতি দিয়ে তা রক্ষা না করা আরও নিকৃষ্টতর কাজ৷

৩| ১৮ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৫৮

ঢাকাবাসী বলেছেন: এরা সবাই সুবিধাভোগী শ্রেনির, টাকার পেছনে আসাদুজ্জামান মেনন ইনু মতিয়া ইমাম সব্বাই হুমড়ি খাচ্ছে।

১৮ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:৩৭

প্রবাসী ভাবুক বলেছেন: লোভের কারণে সকল নীতি বিসর্জন! ইমেজ নষ্ট করা খুব সহজ কাজ৷ কিন্তু ভাল ইমেজ গঠন করা অনেক অনেক কঠিন৷

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.