নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের দর্শন

পৃথিবীটা এমন একটি জায়গা যেখানে সবাই সুখী হতে চায়। কিন্তু খুব কম ব্যক্তিই সুখ উপভোগ করতে পারে। আর তাই সুখের পিছনে না ছুটে যে অবস্থায় আছেন, সেই অবস্থায়ই জীবনটাকে উপভোগ করুন।

প্রবাসী ভাবুক

সকলে মিলিয়া সাজাব সুন্দর পৃথিবীকে।

প্রবাসী ভাবুক › বিস্তারিত পোস্টঃ

শান্তি চাই! এক চিলতে শান্তি!

১৮ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:৪০

দেশে আবার কবে শান্তি ফিরে আসবে? দেশের এই পরিস্থিতি দেখে শুধু কষ্টই লাগে৷ প্রতিদিন দলীয়, নির্দলীয় সব ধরনের মানুষ নিয়মিতই মরছে৷ মানুষ তো মানুষই৷ জীবন তো একটাই৷ এভাবে তরতাজা জীবন ঝরে যাওয়া কারও কাম্য নয়৷

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে বল প্রয়োগ করে সাময়িক ভাবে পরিস্থিতি প্রশমিত করা গেলেও স্থায়ী সমাধান পাওয়া সম্ভব নয়৷ এর আগেও নির্বাচনের আগে সরকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে বল প্রয়োগ করে সমস্যার সাময়িক সমাধান করলেও সেটা যে স্থায়ী হয়নি তার প্রমাণ বর্তমান পরিস্থিতি৷

৫ই জানুয়ারির নির্বাচনের আগের আন্দোলনের লক্ষ্য ছিল নির্বাচন প্রতিহত করা৷ আর তাই নির্বাচনের পর আন্দোলন থেমে গিয়েছিল৷ আর সেই থেমে থাকা আগুনই ফুলেফেপে বর্তমান পরিস্থিতির সৃষ্টি করেছে৷

চলমান আন্দোলন নির্বাচন প্রতিহতের মত কোন নির্দিষ্ট তারিখের মধ্যে সীমাবদ্ধ নয়৷ ফলে এই পরিস্থিতি বল প্রয়োগে আগের মত থামানো যাবে কিনা সেটাও ভাবনার বিষয়৷ আর সাময়িকভাবে থামানো গেলেও তা আবারও যে অস্থিতিশীল হয়ে উঠবে এটা মোটামুটি ধরে নেওয়া যায়৷

দীর্ঘমেয়াদে এরকম চলতে থাকলে প্রচুর জানমালের ক্ষতির সম্মুখীন হওয়াই নয়, দেশের অর্থনীতিও মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে৷ যা কোন দেশপ্রেমিক শান্তিপ্রিয় মানুষের কাম্য হতে পারে না৷

দেশের এরকম রাজনৈতিক পরিস্থিতির স্থায়ী সমাধান পেতে হলে প্রয়োজন বিবদমান দুই রাজনৈতিক পক্ষের মধ্যে আলোচনার মাধ্যমে সমঝোতা মূলক সমাধান৷ দেশ ও জনগণের স্বার্থে খুব শীঘ্রই উভয় পক্ষ এগিয়ে আসবে বলেই আশা করি৷

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২০ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:০৪

ঢাকাবাসী বলেছেন: আলোচনাই হবেনা তো সমাধান তো দুরস্ত!

২০ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:০২

প্রবাসী ভাবুক বলেছেন: আর এতে বাড়বে শুধু জনগনের ভোগান্তি৷ হতাহতের ঘটনা শুধু বাড়তেই থাকবে৷

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.