নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের দর্শন

পৃথিবীটা এমন একটি জায়গা যেখানে সবাই সুখী হতে চায়। কিন্তু খুব কম ব্যক্তিই সুখ উপভোগ করতে পারে। আর তাই সুখের পিছনে না ছুটে যে অবস্থায় আছেন, সেই অবস্থায়ই জীবনটাকে উপভোগ করুন।

প্রবাসী ভাবুক

সকলে মিলিয়া সাজাব সুন্দর পৃথিবীকে।

প্রবাসী ভাবুক › বিস্তারিত পোস্টঃ

'ক্রসফায়ার' নাকি ঠাণ্ডা মাথার খুন?

২০ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৩৫

'ক্রসফায়ার' 'বন্দুকযুদ্ধ' বলে কিছু হয় না৷ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঠান্ডা মাথায় গুলি করে মারে৷ এই কথাটি দেশের শতকরা একশ ভাগ মানুষে বুঝে ও জানে৷ তাহলে এরকম মিথ্যার আশ্রয় নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নাটকের দরকার কি? এতে তো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে একটি দলীয় সন্ত্রাসী বাহিনী হিসেবেই চিহ্নিত করা হয়৷ জনমানুষের আস্থা শতভাগ হারিয়ে রাষ্ট্রীয় বাহিনীগুলো এখন সরকার দলীয় সন্ত্রাসী বাহিনীতে রূপ নিয়েছে৷ জনগণও তা বিশ্বাস করতে শুরু করেছে অনেক আগেই৷



গতরাতে ছাত্রদল নেতা নুরুজ্জামান জনিকে ডিবি গুলি করে হত্যা করে ক্রসফায়ার বলে চালিয়ে দিয়েছে৷ সে গতবছর বিয়ে করেছে৷ তার স্ত্রী সাত মাসের অন্তঃসত্ত্বা৷ কি সান্ত্বনা আছে এই পরিস্থিতির৷ তার সন্তান জন্মের আগেই পিতাকে হারাল৷ তাও কোন দুর্ঘটনা নয়৷ সরাসরি বিনা অপরাধে খুন৷ এই সন্তান আজীবন তার পিতার হত্যাকারী ও হুকুুমদাতার প্রতি ঘৃণা প্রকাশও বদদোয়া করবে



বিনা বিচারে একজন মানুষকে যখন ক্রসফায়ার নামক সাজানো নাটকের মাধ্যমে হত্যার জন্য নিয়ে যাওয়া হয় তার মনের অবস্থা কি হয়! সে নিশ্চিত মৃত্যু জেনে নিশ্চয় অনেক কাকুতি-মিনতি করে জীবন ভিক্ষা চায়৷ অথচ যে সন্ত্রাসী গুলি করতে উদ্ধত হয় সে কত বড় নির্দয়! কত বড় ঠান্ডা মাথার খুনি হলে এটা করা সম্ভব৷



তারপরও কোন প্রফেশনাল খুনিকে যদি ক্রসফায়ার নাটকের মাধ্যমে হত্যা করলেও না হয় অন্য কথা৷ শুধুমাত্র সরকারের অপকর্মের বিরোধীতা করা হয় তার জন্য এমন শাস্তি কোন বিবেকবান মানুষ মেনে নিতে পারে না৷ এর নামই কি ডিজিটাল গণতন্ত্র?



সরকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এরকম ঠাণ্ডা মাথার খুনি বাহিনী হিসেবে গড়ে তুললে মানুষ তার বিপদে যাবে কোথায়? এর শেষ কোথায়?

মন্তব্য ১৮ টি রেটিং +১/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২০ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৪৫

হুতুম বলেছেন: বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিচার চাই --------------- সেদিন বেশিদিন নয় যেদিন দাঙ্গা শুরু হবে। তোমাকে আমাকে সবাই কে হত্যা করবে------ আল্লাহ এর ফাইসালা করে দিন ...

২০ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৩১

প্রবাসী ভাবুক বলেছেন: রাজনৈতিক কারণে হত্যা করলে লোকজনের মধ্যে যে আতঙ্ক তৈরি হচ্ছে একসময় দেয়ালে পিঠ ঠেকে গেলে মানুষ সামনেই অগ্রসর হতে বাধ্য হবে৷ আর তখন দেশ ও দেশের মানুষদের দিতে হবে চরম মুল্য৷

২| ২০ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৪৫

ঢাকাবাসী বলেছেন: এর সবগুলোই শ্রেফ ঠান্ডা মাথায় ....। সাবধান!

২০ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৩১

প্রবাসী ভাবুক বলেছেন: কিন্তু এভাবে আর কতদিন৷

৩| ২০ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৫২

নিলু বলেছেন: ক্রস কখন থেকে শুরু হয়েছিলো এবং কেনও ? কিছু কিছু ক্ষেত্রে ক্রস দেশে জরুরী হয়ে পড়েছে , কারন বাপের সামনে যখন তার মেয়েকে জোর করে তুলে নিয়ে যায় , যখন রাস্তায় দাঁড়িয়ে সন্ত্রাস করে সব কেঁড়ে নেয় , বৈধ বাড়ী দখল করে নেয় , সেক্ষেত্রে ক্রস প্রয়োজন বলে মনে হয় ।

২০ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:২৮

প্রবাসী ভাবুক বলেছেন: আমি আমার লেখায় বলেছি৷ প্রফেশনাল খুনিকে ক্রসফায়ার দিলেও কিছুটা সামঞ্জস্য থাকে৷ তারপরও সেটা করলে বিচার বিভাগকে অবমাননা করা হবে৷ কারণ বিচার বিভাগের উপর যদি আস্থা থাকে তাহলে যে কোন অপরাধ বিচারের আওতায় আনা হোক৷ আর অন্য কোন ক্ষেত্রেই মানুষ হত্যা করা সম্ভব নয়৷ কারণ যতবড় অপরাধই হোক না কেন সেটা জীবনের উপরে নয়৷ কারণ জীবনের মূল্য পৃথিবীতে সবকিছুর চেয়ে বেশি৷

৪| ২০ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৫২

নতুন বলেছেন: মৃত্যুদন্ডের ভার আদালতের হাতেই দেওয়া উচিত...

নতুবা রেব/পুলিশ সবই ফ্রাংকেস্টাইনের মতন দানবে পরিনত হবে...

এখন করছে আয়ামীলীগের সাথে... ৭ খুন ছিলো নিজের সাথে... কিছু দিন পরে করবে টাকার জন্য... তখন আপনিও টাকার জন্য নিজের সত্রুকে ক্রসফায়ারের ব্যবস্হা করতে পারবেন...

২০ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৩৪

প্রবাসী ভাবুক বলেছেন: শুধু মৃত্যদন্ড নয়, যেকোন বিচারের ভারই আদালতের উপর ছেড়ে দিতে হবে৷ না হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিচার বিভাগ কারও উপরই মানুষের আস্থা থাকবে না৷

৫| ২০ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৪৪

চলতি নিয়ম বলেছেন: রাজধানীর খিলগাঁওয়ে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ছাত্রদলের এক নেতা নিহত হয়েছেন, যিনি অবরোধের মধ্যে শাহবাগে পুলিশের গাড়িতে পেট্রোল বোমা হামলা চালিয়েছেন বলে দাবি করেছে পুলিশ।

২০ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:১৩

প্রবাসী ভাবুক বলেছেন: পুলিশ তো অনেক কথাই বলে৷ সে যদি প্রকৃত অপরাধী হয়ে থাকে তার বিচার আদালত করবে৷ বিচার বিভাগ কেন রয়েছে এদেশে?

৬| ২০ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৪৫

আহলান বলেছেন: ...... এটা কি একটা মগের মুল্লুক নাকি ! বৃটিশের রাজত্ব থেকে কি থানা-পুলিশ উঠে গেছে .... সংশপ্তকের এই ডায়লগটা এখন খুব মনে পড়ে .... শুধু পরিস্থিতিটা বদলেছে মাত্র .... আর কিছুই বদলায়নি ...কবে বদলাবে,কেউ জানি না .........

২০ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৪৪

প্রবাসী ভাবুক বলেছেন: দেশটা তো মগের মুল্লুকের মতই তো চলছে বর্তমানে৷ প্রতিবাদ করতে গেলেই যেন বিপদ৷ এরই নাম স্বাধীনতা! এক হতভাগ্য জাতিতে পরিণত হচ্ছি আমরা৷

৭| ২০ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:২৯

চলতি নিয়ম বলেছেন: কাল পর্যন্ত রাস্তা, ঘাটে, বাসে, রিক্সায় পেট্রোল বোমায় মানুষ পুড়িয়ে হত্যাকারীকে মিডিয়ার ভাষায় "দুর্বৃত্ত" বলা হতো/

আজ সকাল থেকে মিডিয়া আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সেই বোমা নিক্ষেপকারী "দুর্বৃত্ত" মারা পরার পর তাদের পরিচয় দিয়ে বলছে অমুক ওয়ার্ডের ছাত্রদলের/শিবিরের সভাপতি, সম্পাদক, সদস্য/

এইসব হলুদ মিডিয়ার উদ্দ্যেশ্য কি ভালো?
হতে পারে সেটা গুলশান কার্যালয়ে সাংবাদিক সমাজের তিন বেলা ফ্রি খাওয়া আর তাস খেলার সুবিধা দেয়ার প্রতিদান/ নাকি অন্য কোনো পকেট হিসাব?

২০ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৪৮

প্রবাসী ভাবুক বলেছেন: সব সমস্যার সমাধান হবে যদি সবদলের অংশগ্রহণে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সরকার ক্ষমতা গ্রহণ করে৷ আগুনে পোড়ানো, ক্রসফায়ার এসবের মূলে রয়েছে জোর করে ক্ষমতায় থাকার অভিলাষ৷

৮| ২০ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:০৬

চলতি নিয়ম বলেছেন: আগুনে পোড়ানো, ক্রসফায়ার এসবের মূলে রয়েছে জোর করে ক্ষমতায় থাকার অভিলাষ৷

তার মানে কি আগুনে পুরাচ্ছেও সরকার ?? তাইলে তো আর আলোচনা করা গেলো না?

২০ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:২১

প্রবাসী ভাবুক বলেছেন: সেই গাধা আর নেকড়ের গল্প শোনালেন!

কে আলোচনাটা করতে হলে কি করতে হবে? কোন তোষামোদীতে আলোচনা হবে না এটা সবাই জানে৷ আলোচনা হবে যদি সরকার বিরোধীরা সরকারকে আলোচনায় বাধ্য করতে পারে৷

৯| ২০ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৩৩

চলতি নিয়ম বলেছেন: আলোচনা বলতে এই পোস্টের কথা বলেছি।

আপনি কেন মানুষ পোড়ানোর দায় বিএনপি /জামাত কে দিতে পারেন না? যেখানে ক্রস ফায়ারের জন্য সরকারকে দায় দিচ্ছেন?

আর নিরপেক্ষ নির্বাচন বলতে কি বোঝাচ্ছেন? কিভাবে নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব? পাগল আর শিশু ছাড়া কি কেউ নিরপেক্ষ? এখন পর্যন্ত কোন বারের নির্বাচনকে পরাজিত দল নিরপেক্ষ বলেছে? বলতে পারেন?

সবশেষে, ক্ষমতায় যাবার পথ হিসাবে যদি মানুষ পোড়ানোই যুক্তিযুক্ত হয় তাহলে চলতে থাকুক। মানুষ পোড়ানো আর ঠেকানোর জন্য ক্রসফায়ার। X( X(

২০ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৪৮

প্রবাসী ভাবুক বলেছেন: নিরপেক্ষ কেউ না হলেও উপজেলা নির্বাচন ও ৫ই জানুয়ারির নির্বাচনের মত হবে না এটা নিশ্চিত বলা যায়৷

পোড়ানো কখনোই যুক্তিযুক্ত নয়৷ তবে এই পোড়ানোর উৎস বা মূল সমস্যার সমাধান করতে পারলে সবকিছুই থেমে যাবে৷ তা না হলে জোর করে সাময়িক সমস্যার সাময়িক সমাধান করা গেলেও মাঝে মাঝেই এই সমস্যা তৈরি হবে৷ এতে ক্ষতিগ্রস্ত হবে দেশ ও দেশের মানুষ৷

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.