নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের দর্শন

পৃথিবীটা এমন একটি জায়গা যেখানে সবাই সুখী হতে চায়। কিন্তু খুব কম ব্যক্তিই সুখ উপভোগ করতে পারে। আর তাই সুখের পিছনে না ছুটে যে অবস্থায় আছেন, সেই অবস্থায়ই জীবনটাকে উপভোগ করুন।

প্রবাসী ভাবুক

সকলে মিলিয়া সাজাব সুন্দর পৃথিবীকে।

প্রবাসী ভাবুক › বিস্তারিত পোস্টঃ

শুধুমাত্র সন্দেহের বশে হত্যা জঘন্য অপরাধ

২৬ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৪৪

কয়েক বছর আগে সাভারের কাছে আমিনবাজার এলাকায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে ৬ জন নির্দোষ ছাত্রের মৃত্যুর কথা আমাদের অনেকের মনেই তরতাজা৷ গণপিটুনিতে নিহত ছাত্রদের মধ্যে মিরপুর বাঙলা কলেজের তিনজন, তেজগাঁও কলেজের একজন, বিআইবিটির একজন ও ম্যাপললিফের একজন ছাত্র ছিল। এরা সবাই শ্যামলী ও দারুসসালাম এলাকার বাসিন্দা। রাতের বেলা শুধুমাত্র সন্দেহের বসে কিছু নির্দোষ ছাত্রকে প্রাণ দিতে হয়েছিল যার পুলিশি তদন্তে তাদের নির্দোষীতার প্রমাণ পাওয়া গিয়েছিল৷ নিছক ঘুরতে গিয়ে সন্দেহ বশতঃ কিছু তরতাজা প্রাণ কেড়ে নেওয়া হয়েছিল৷



উক্ত হত্যাকাণ্ড এমন সময়ে ঘটেছিল যখন সরকার বিরোধী আন্দোলন চাঙ্গা হয়ে উঠেছিল এবং সরকার সাধারণ জনগণকে আন্দোলনের নামে বিশৃঙ্খলাকারীদের প্রতিহতের আহবান জানিয়েছিল৷



আজ ডাকাত সন্দেহে নরসিংদীতে ৭ জনের নিহতের খবরে সেই সেই ঘটনাটি আবার স্মরণ করিয়ে দেয়৷ শুধুমাত্র সন্দেহের বশে হত্যাকে অনেকে সমর্থন করলেও নিজের ক্ষেত্রে যদি এমনটা ঘটত তাহলে পরিস্থিতিটা কেমন হত?



বর্তমানেও সরকার বিরোধী আন্দোলন তুঙ্গে৷ সরকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্বারা নিয়ন্ত্রণ করতে হিমশিম খাওয়ায় সাধারণ জনগণকে সহিংসতা প্রতিহতের আহবান জানাচ্ছে৷ আর জনগণও সেটার প্রয়োগ করতে গিয়ে নির্দোষ ব্যক্তিদেরও দোষী সাব্যস্ত করবে না তার নিশ্চয়তা কি?

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৬ শে জানুয়ারি, ২০১৫ রাত ৮:৫৩

ঢাকাবাসী বলেছেন: জবাবদিহিতা না থাকলে বহু ভাবেই খুন করা যায়!

৩১ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৩৬

প্রবাসী ভাবুক বলেছেন: জবাবদিহিতা তো দূরের কথা, প্রধানমন্ত্রী তো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে কোন হত্যাকান্ডের বৈধতার ঘোষণা দিয়েছে৷ এ সুযোগ তো সাধারণ মানুষও নিবে এটাই স্বাভাবিক৷

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.