নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের দর্শন

পৃথিবীটা এমন একটি জায়গা যেখানে সবাই সুখী হতে চায়। কিন্তু খুব কম ব্যক্তিই সুখ উপভোগ করতে পারে। আর তাই সুখের পিছনে না ছুটে যে অবস্থায় আছেন, সেই অবস্থায়ই জীবনটাকে উপভোগ করুন।

প্রবাসী ভাবুক

সকলে মিলিয়া সাজাব সুন্দর পৃথিবীকে।

প্রবাসী ভাবুক › বিস্তারিত পোস্টঃ

বেয়াই মন্ত্রীর অপকথন!

৩১ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৩৭

আমাদের রাজাকারের বংশধর ওরফে বেয়াই মন্ত্রী বলেছেন, আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ২০০ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হবে৷



ইনি যে উপায়ে মন্ত্রী হয়ে বক্তৃতা দেওয়ার সুযোগ পেয়েছেন, সেই খানে সারাক্ষণ সংবিধানের দোহায় দেওয়া হয়৷ অথচ আমাদের সংবিধানে পরিস্কার ভাবে উল্লেখ করা আছে যে, জনপ্রতিনিধিদেরকে জনগনের প্রত্যক্ষ ভোট নির্বাচিত হতে হবে।



এই ব্যক্তি প্রবাসীকল্যাণমন্ত্রণালয় দখল করে রাখলেও গত ৬ বছরে মধ্যপ্রাচ্যে একজন শ্রমিকও পাঠাতে পারে নাই৷ ফলে বেকার সমস্যায় অতিষ্ঠ হয়ে মানুষ অবৈধ উপায়ে সমুদ্রপথে যেতে গিয়ে নিজেদের বিপদ ডেকে আনছে৷ আর সেই সাথে বিদেশের মাটিতে দেশের বদনাম তৈরি করছে৷



উক্ত রাজাকারের বংশধর বেয়াই মন্ত্রীর ২০০ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ক্ষমতায় যাওয়ার নীলনকশা তৈরি করা ছাড়া আর কোন উপায় থাকার কথা নয়৷ কারণ উক্ত ২০০ আসনে তাদের জামানত বাজেয়াপ্ত হওয়ার আতঙ্কে রয়েছেন৷ তাই সেখানে নির্বাচন ছাড়াই বিজয়ী হওয়া ব্যতীত অন্য কোন পন্থা অবলম্বন করে নির্বাচিত হওয়া তো দূরের কথা মানসম্মান রক্ষা করারও কোন পথ নাই৷

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ৩১ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৫২

বিদ্রোহী ভৃগু বলেছেন: উক্ত রাজাকারের বংশধর বেয়াই মন্ত্রীর ২০০ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ক্ষমতায় যাওয়ার নীলনকশা তৈরি করা ছাড়া আর কোন উপায় থাকার কথা নয়৷ কারণ উক্ত ২০০ আসনে তাদের জামানত বাজেয়াপ্ত হওয়ার আতঙ্কে রয়েছেন৷ তাই সেখানে নির্বাচন ছাড়াই বিজয়ী হওয়া ব্যতীত অন্য কোন পন্থা অবলম্বন করে নির্বাচিত হওয়া তো দূরের কথা মানসম্মান রক্ষা করারও কোন পথ নাই৷

সহমত।

++

৩১ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:০৫

প্রবাসী ভাবুক বলেছেন: বিষয়টা শুধু তিনি ও তার দল ভালভাবে উপলব্ধি করতে পেরেই নিজেদের চিন্তা ভাবনায় বিরোধী পক্ষকে নির্মুল করাই একমাত্র লক্ষ্য হয়ে দাড়িয়েছে৷

সহমত এর জন্য ধন্যবাদ৷

২| ৩১ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৫৮

নিয়ন আলোয় সন্ধ্যা বলেছেন: পোস্টে ++

৩১ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:০৮

প্রবাসী ভাবুক বলেছেন: আপনাকে ধন্যবাদ৷

৩| ৩১ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৫৯

নুর ইসলাম রফিক বলেছেন: এই ব্যক্তি প্রবাসীকল্যাণমন্ত্রণালয় দখল করে রাখলেও গত ৬ বছরে মধ্যপ্রাচ্যে একজন শ্রমিকও পাঠাতে পারে নাই৷ ফলে বেকার সমস্যায় অতিষ্ঠ হয়ে মানুষ অবৈধ উপায়ে সমুদ্রপথে যেতে গিয়ে নিজেদের বিপদ ডেকে আনছে৷ আর সেই সাথে বিদেশের মাটিতে দেশের বদনাম তৈরি করছে৷


৩১ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:১১

প্রবাসী ভাবুক বলেছেন: তার এই সফলতার পালকে আরও যুক্ত আছে ইতালির কৃষিভিসা প্রাপ্ত দেশের তালিকা থেকে বাংলাদেশের নাম বাদ পড়া৷ অথচ দেশের সাধারণ মানুষের ইউরোপে বৈধপথে যাওয়ার প্রধান উপায় ছিল ইতালির কৃষিভিসা৷

৪| ৩১ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:১২

ঢাকাবাসী বলেছেন: যা ইনকাম করে তার একটা অংশ ..ইনকে দিতে হয় তো। আর তার ফলে ভয়ংকর াযোগ্য অপদার্থ অদক্ষ হলেও ন্ত্রীত্ব অটুট!

৩১ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:২৯

প্রবাসী ভাবুক বলেছেন: সেই তিনি আবার বেয়াই মানুষ! রাজাকারদের সামাজিকভাবে বয়কটের কথা বলা হলেও তিনি যে শেখ পরিবারের জামাই৷ শেখ পরিবারের জন্য সবই বৈধ৷ তারা হলেন এক্সট্রা অর্ডিনারি৷

৫| ৩১ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:১৫

হাসিব০৭ বলেছেন: এইসব মানুষরূপি হায়েনাগুলোকে হাসিনার দূর্দেনে খুজে পাওয়া যাবে না

৩১ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৩২

প্রবাসী ভাবুক বলেছেন: হাসিনার চারিপাশে এখন শুধুই চাটুকারের আনাগোনা৷ আর চাটুকার মানেই সুদিনের সাথী৷

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.