নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের দর্শন

পৃথিবীটা এমন একটি জায়গা যেখানে সবাই সুখী হতে চায়। কিন্তু খুব কম ব্যক্তিই সুখ উপভোগ করতে পারে। আর তাই সুখের পিছনে না ছুটে যে অবস্থায় আছেন, সেই অবস্থায়ই জীবনটাকে উপভোগ করুন।

প্রবাসী ভাবুক

সকলে মিলিয়া সাজাব সুন্দর পৃথিবীকে।

প্রবাসী ভাবুক › বিস্তারিত পোস্টঃ

দেশটা জঙ্গী রাষ্ট্রে পরিণত হলে এর দায় কার?

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:১৫

দেশটা নাকি জঙ্গী রাষ্ট্রে পরিণত হয়ে যাচ্ছে৷ তবে দেশ কেমন রাষ্ট্রে পরিণত হবে বা হচ্ছে তার দায়দায়িত্ব সরকারের উপরই বর্তায়৷

২০০১ থেকে ২০০৬ সালের মধ্যে দেশটা নাকি জঙ্গী রাষ্ট্রে পরিণত হয়েছিল৷ এর দায় সম্পূর্ণ তৎকালিন সরকারের উপর চাপিয়েছিল বর্তমান শাসকগোষ্ঠী৷ একটি দল ৬ বছর যাবত শাসনের পর এসে নতুন করে যদি তাদের মনে হয় দেশটা জঙ্গী রাষ্ট্রে পরিণত হচ্ছে তাহলে এর সম্পূর্ণ দায় শাসকগোষ্ঠীর৷ কারণ ৬ বছরের শাসন মেয়াদে যদি জঙ্গী নির্মুল করতে না পারে এর সম্পূর্ণ দায় তাদেরই৷

আসলে শেখ হাসিনার হাতে আর কোন ইস্যু অবশিষ্ট নাই৷ এর আগে বঙ্গবন্ধু হত্যার বিচার, যুদ্ধাপরাধের বিচার করব বলে মায়াকান্না করত৷ বঙ্গবন্ধু হত্যার বিচার শেষ তবে যুদ্ধাপরাধের বিচার যে ছিল তার ক্ষমতায় আসার জন্য মিথ্যা বুলি তা জাতি বুঝতে পারছে ভাল করেই৷ বিচার শেষ হয়ে যাওয়ার পরও তাদের কোন একশান না নেওয়ার অর্থ হল মুলা ঝুলিয়ে রাখা৷

বর্তমানে অন্য কোন ইস্যু হাতে না থাকায় নিজেদের অপকর্ম ঢাকার জন্য ও আন্তর্জাতিক বিশ্বের করুণা লাভের আশায় নিজের দেশটাকে জঙ্গী হিসেবে আখ্যায়িত করছে৷ এটা একধরনের দেশবিরোধী প্রচারনা৷ দেশটাকে জঙ্গী আখ্যায়িত করাটা মুলতঃ দেশের সাথেই শত্রুতা করা৷ আর নিজের দেশকে যে এরকম অপবাদ দেয় সে কখনোই দেশপ্রেমিক নয় বরং দেশ দেশবিরোধী৷
এহেন ঘৃণ্য অপপ্রচারণার তীব্র নিন্দা জানাই৷

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৩৮

ঢাকাবাসী বলেছেন: বিশ্লেষন খারাপ না।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:২৪

প্রবাসী ভাবুক বলেছেন: ধন্যবাদ ভাইজান

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.