নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের দর্শন

পৃথিবীটা এমন একটি জায়গা যেখানে সবাই সুখী হতে চায়। কিন্তু খুব কম ব্যক্তিই সুখ উপভোগ করতে পারে। আর তাই সুখের পিছনে না ছুটে যে অবস্থায় আছেন, সেই অবস্থায়ই জীবনটাকে উপভোগ করুন।

প্রবাসী ভাবুক

সকলে মিলিয়া সাজাব সুন্দর পৃথিবীকে।

প্রবাসী ভাবুক › বিস্তারিত পোস্টঃ

পাচারকারী নিজেও জানে এই সম্পদ তার অকেজো রয়ে যাবে৷

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:১০

ইউরোপীয়রা অনেক দেশেই উপনিবেশ গড়ে তোলার ফলে সেইসব দেশের সম্পদ এনে নিজের দেশকে উন্নত করেছে৷ তারা উপনিবেশ গড়েছিল এশিয়া, আফ্রিকা, আমেরিকা মহাদেশে৷ তাদের দেশ প্রাকৃতিক সম্পদে ভরপুর না হলেও বিভিন্ন দেশ থেকে নিয়ে আসা সম্পদ তারা দেশের উন্নয়নে ব্যবহার করে নিজের দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করে গড়ে তুলেছে৷



আমরা আমাদের সম্পদ একটু বেশি হলেই নিজ দেশের উন্নয়নমুলক কাজে বিনিয়োগ না করে উল্টো উন্নত দেশগুলোতে পাচার করি৷ আমাদের নিজ দেশের প্রতি ভালবাসা না থাকায় এই ঘৃণ্য কাজগুলো করতে পারি৷



প্রবাসীরাও বিভিন্ন দেশ থেকে অর্থোপার্জন করে দেশে পাঠালেও কিছু স্বার্থপর দেশবিরোধীরা সেই সম্পদ লুটেপুটে নিয়ে বিদেশে পাচার করে দেয়৷



যারা এই কাজগুলো করে তারা নিজেরাও জানে এই পাচার করা অর্থ নিজেদের জীবদ্দশায় ভোগ করতে পারবে না৷ কারণ কোন ব্যক্তি তখনই অর্থ পাচার করে যখন তার সম্পদের পরিমাণ এত বেশি হয়ে যায় যে, খরচের কোন জায়গা পায় না৷ এই অর্থ দেশের উন্নয়ন মূলক কাজে বিনিয়োগ না হয়ে বিনিয়োগ হয় উন্নত দেশের উন্নয়ন মূলক কাজে৷



আমরা গরীব নয়, আমাদের মানসিকতা আর কৃতকর্মই আমাদের গরীব করে রেখেছে৷

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:০৩

নিলু বলেছেন: লিখে যান

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:০২

প্রবাসী ভাবুক বলেছেন: ধন্যবাদ৷

উৎসাহ পেলে অবশ্যই চেষ্টা করব লেখার৷

২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:০৫

ঢাকাবাসী বলেছেন: ভাল বলেছেন। কাজ হবেনা।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৫০

প্রবাসী ভাবুক বলেছেন: কাজ হবে না বলেই তো আমরা এই অবস্থাতেই পড়ে আছি৷

আপনাকে ধন্যবাদ৷

৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:৪২

ইমরান আশফাক বলেছেন: চমৎকার বিশ্লেষন, সম্পূর্ণ একমত।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৫১

প্রবাসী ভাবুক বলেছেন: আপনাকে ধন্যবাদ

৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:০২

আরণ্যক রাখাল বলেছেন: হুম ঠিক বলেছেন| চোরেরা যদি দেশেও বিনিয়োগ করত তবুও কিছু লাভ হত

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:১৮

প্রবাসী ভাবুক বলেছেন: চোরেরা এই কাজটি কখনোই করবে না৷ কথায় আছে না-'চোরে না শুনে ধর্মের কাহিনী৷'

৫| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:২৭

ফিজিও নাছির উদ্দিন বলেছেন: দেশের অর্থনীততি দুইটা দুর্বল খুটির উপর দাড়িয়ে আছে । গার্মেন্টস আর প্রবাসী শ্রমিক । এরা ডলার দেশে আনে আর চুর বাটপারেরা বিদেশে পাচার করে । দিয়া থুইয়া যাথাকে তাদিয়া দেশ চলে ।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:০৫

প্রবাসী ভাবুক বলেছেন: আর একারণেই আমাদের দেশের অর্থনীতি এখনও ভাঙ্গাচোরা৷ না হলে দুর্বল খুঁটির উপর নির্ভর করতে হত না৷ সঠিক পরিকল্পনা ও দুর্নীতিমুক্ত হতে পারলে অর্থনীতি অনেক শক্তিশালী হিসেবে দাড় করানো সম্ভব হত৷

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.