নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের দর্শন

পৃথিবীটা এমন একটি জায়গা যেখানে সবাই সুখী হতে চায়। কিন্তু খুব কম ব্যক্তিই সুখ উপভোগ করতে পারে। আর তাই সুখের পিছনে না ছুটে যে অবস্থায় আছেন, সেই অবস্থায়ই জীবনটাকে উপভোগ করুন।

প্রবাসী ভাবুক

সকলে মিলিয়া সাজাব সুন্দর পৃথিবীকে।

প্রবাসী ভাবুক › বিস্তারিত পোস্টঃ

অমর্ত্য সেনও রাজাকারের দলে ভিড়ল!

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:১৫

অবশেষে অমর্ত্য সেনও আলোচনার কথা বলে রাজাকারের দলে নাম লিখালো!

তিনিও গণতন্ত্রে আলোচনার বিকল্প নাই বললেন৷

。বঙ্গবীর কাদের সিদ্দিকী আলোচনার কথা বলে হয়েছেন নব্য রাজাকার৷

。যুক্তরাষ্ট্র আলোচনার কথা বলে হয়েছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিরোধীতাকারী৷

。বিএনপি তো অলরেডি স্বাধীনতার বিপক্ষশক্তি বলে আখ্যায়িত হয়েছে অনেক আগেই৷

。নোবেলজয়ী ড· ইউনুস হয়েছেন সুদখোর৷

。নাগরিক সমাজ হয়েছে এক এগারোর কুশীলব৷

。ড· কামাল হয়েছেন জঙ্গীবাদের সমর্থক!





এরকম শত শত উদাহরণ দেওয়া যাবে যারা সরকারের একগুঁয়েমি সমর্থন না করে সবাই কোন না কোন কুৎসিত খেতাবে ভূষিত হয়েছে!



অপেক্ষায় থাকলাম নোবেলজয়ী অর্থনীতিবিদ কোন খেতাবে ভূষিত হওয়ার ঘোষনা আসে৷

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৩২

মেশকাত মাহমুদ বলেছেন: ভালো লিখেছেন।।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৩১

প্রবাসী ভাবুক বলেছেন: ধন্যবাদ আপনাকে৷

২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৩৭

এম এ কাশেম বলেছেন: তাল গাছ যে তাহার চাই - ই চাই
আর কোনো লোভ তার নাই ই নাই।

শুভ কামনা।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৩৩

প্রবাসী ভাবুক বলেছেন: তালগাছ হাতছাড়া হয়ে যেতে পারে এমন কথা যে বলবে সেই তো শত্রু!

৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৫৩

মাঈনুদ্দিন বলেছেন: যুক্তরাষ্ট্রের ব্যাপারটা মিথ্যা নয়।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৩৭

প্রবাসী ভাবুক বলেছেন: এখনও কি ভয় আছে নাকি যে, বাংলাদেশকে পাকিস্তানের হাতে তুলে দিতে পারে? যুক্তরাষ্ট্র তো জাপানে এটম বোমা মেরেছিল৷ অথচ তারা এখন উভয়ে উভয়ের বড় মিত্র!

এখন তারা কোন অন্যায় কথা বলতেছে কিনা এটা নিয়ে ভাবতে হবে৷

৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৫৭

সুমাইয়া আলো বলেছেন: রাজাকারের বন্ধু ;) :P :v

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৩৮

প্রবাসী ভাবুক বলেছেন: রাজাকারের বন্ধু তো যেই এখন উচিত কথা বলবে৷

৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৩৮

তিক্তভাষী বলেছেন: কাজের মে্য়ে মর্জিনা, দুই আনার মন্ত্রী খেতাবপ্রাপ্তরাও রয়েছে।

অবস্থা এখন এমন য়ে আওয়ামীদের সামনে কেবল 'নিরপেক্ষ নির্বাচন' শব্দগুচ্ছ উচ্চারণ করলেই গালাগালির নহর বয়ে যায়।

:P

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৪৩

প্রবাসী ভাবুক বলেছেন: আমি এর আগে একটি পোষ্টে লিখেছিলাম, সংলাপ শব্দটিই যেন আওয়ামী লীগের কাছে গালির মত শোনায়৷

কেউ সংলাপের কথা বললেই আওয়ামী লীগ মনে করে তাকে গালি দিচ্ছে৷

৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:০৬

চলতি নিয়ম বলেছেন: নাগরিক সমাজ হয়েছে এক এগারোর কুশীলব৷

তাই নয় কি ? মান্না আর খোকাবাবুর ফোনালাপ কি তাই বলে না ?

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:৪৬

প্রবাসী ভাবুক বলেছেন: বর্তমান পরিস্থিতির চেয়ে এক এগার অনেক ভাল ছিল৷ সেসময় সাধারণ নাগরিকের নিরাপত্তা ছিল৷ সবচেয়ে বেশি বিপদে পড়েছিল দুর্নীতিবাজ রাজনীতিবিদরা৷

৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:৫৭

চাঁদগাজী বলেছেন:


অমর্ত্য সেন যখন বলেছেন, তখন বুঝতে হবে যে, সংলাপের দরকার আছে।

বিএনপি থেকে মইন খানকে ডেকে প্রেসিডেন্ট সংলাপ শুরু করতে পারেন; তবে, উহা কি প্রেসিডেন্ট, না প্যাঁচার ঠ্যাং সেটা বুঝা কঠিন।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:০৮

প্রবাসী ভাবুক বলেছেন: প্রেসিডেন্ট অনেকটা শোপিস এর মত৷ সরকার তাকে সাজিয়ে রেখেছে৷ তার তেমন কোন ক্ষমতা নেই প্রধানমন্ত্রীকে জোর প্রয়োগ করে ক্ষমতায় বসানোর৷ তবে তার মতো সৎ রাজনীতিবিদ বিভিন্ন আইন প্রণয়নের পর তার স্বাক্ষর প্রদানের ক্ষেত্রে প্রতিবাদ পর্যন্ত করতে না দেখে মনে হয়েছে তিনি প্রধানমন্ত্রীর একান্ত অনুগত৷


প্রধানমন্ত্রী যেহেতু সংলাপ চায় না সেহেতু তিনিও জি প্রধানমন্ত্রী বলবেন এটাই স্বাভাবিক৷

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.