নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের দর্শন

পৃথিবীটা এমন একটি জায়গা যেখানে সবাই সুখী হতে চায়। কিন্তু খুব কম ব্যক্তিই সুখ উপভোগ করতে পারে। আর তাই সুখের পিছনে না ছুটে যে অবস্থায় আছেন, সেই অবস্থায়ই জীবনটাকে উপভোগ করুন।

প্রবাসী ভাবুক

সকলে মিলিয়া সাজাব সুন্দর পৃথিবীকে।

প্রবাসী ভাবুক › বিস্তারিত পোস্টঃ

দেশকে ভালবেসে নাকি শুধুই অর্থের জন্য!?!

০২ রা মার্চ, ২০১৫ বিকাল ৫:৫০

সংবাদে দেখলাম, বাংলাদেশ ক্রিকেট দলের বিশ্বকাপ ম্যাচে জয়ের বিপরীতে বিসিবি অর্থের পুরস্কার ঘোষণা করতে যাচ্ছে৷ বিসিবি ও দলের বিভিন্ন সূত্রে পুরস্কারের টাকার অঙ্কগুলো মোটামুটি জানা গেছে। প্রথম পর্বে আইসিসির কোনো সহযোগী সদস্য দলকে হারালে যেমন পুরো দলকে পুরস্কার হিসেবে দেওয়া হবে ৫ হাজার ডলার, পূর্ণ সদস্যদেশকে হারালে অঙ্কটা দাঁড়াবে ২০ হাজার ডলার। কোয়ার্টার ফাইনালে উঠলে বাংলাদেশ দল পাবে ১ লাখ ডলার, সেমিফাইনালে উঠলে ৫ লাখ। আর যদি একবার ফাইনালে উঠেই যায়, দলের ভান্ডারে যোগ হবে আরও ১০ লাখ ডলার। চ্যাম্পিয়ন হলে পুরস্কার ২০ লাখ ডলার। আন্তর্জাতিক ম্যাচ জিতলে এমনিতে যে ‘উইনিং মানি’ পান ক্রিকেটাররা, এসব পুরস্কার হবে তার বাইরে।

কথা হল, আইসিসির সহযোগী সদস্যদের হারানোর জন্য প্রাইজমানি ঘোষণা করা কতটা যুক্তিযুক্ত৷ আমরা আর কতকাল এমন পর্যায়ে থাকব যে সহযোগী সদস্য দেশের বিরুদ্ধে জিতলে বাহবা দিতে হবে? আমার তো মনে হয় সহযোগী দেশের বিপক্ষে হারলেই বরং জরিমানা করার বিধান রাখা উচিত৷ তা না হলে এরা এসব দেশের বিরুদ্ধে জিতে আত্মতৃপ্তিতে ভোগে৷ মনে করে তাদের কাজ শেষ৷

অর্থই অনর্থের মূল৷ শুধু অর্থের লোভে নয়, দেশকে ভালবেসে উজাড় করে দিলেই ভাল খেলা সম্ভব৷ আর অর্থের লোভ ঢুকে গেলে তখন ইনজুরি হলে দেশি বিদেশি লীগে খেলা যাবে না বলে নিবেদিতপ্রাণ হয়ে দেশের জন্য খেলা যায় না৷

আমাদের এই গরীব দেশে খেলোয়াড়রা যে পরিমাণ অর্থ উপার্জন করে তা সত্যিই অবিশ্বাস্য! শুধু টাকা পয়সার কথা চিন্তা না করে খেলোয়াড়রা যদি মনে করে যে ১৬ কোটি মানুষ তাদের দিকে তাকিয়ে আছে তাহলেই ভাল খেলা সম্ভব৷

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০২ রা মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:২০

চাঁদগাজী বলেছেন:


খেলোয়াড়দের দেশ প্রেম আমি অনুভব করিনি।


বিসিবি'র লোকগুলো দুস্ট, দেশ প্রেম আছে, দুস্টদের যতটুকি থাকে।

০২ রা মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:২৩

প্রবাসী ভাবুক বলেছেন: আর একারণেই ক্রিকেটের সর্বোচ্চ পর্যায়ে ১৫ বছর যাবত খেলার পরও দৃশ্যমান তেমন কোন উন্নতিই ঘটেনি৷

এখনও সহযোগী সদস্য কোন দেশকে হারাতে পারলেই আমরা খুশিতে লাফালাফি করি৷

২| ০৪ ঠা মার্চ, ২০১৫ সকাল ১০:৩১

ঢাকাবাসী বলেছেন: ওরা খেলে শ্রেফ টাকার জন্য দে্শপ্রেম কাকে বলে ওরা জানেইনা। বাংলাদেশের মত গরিব দেশেও এ+ শ্রেনীর (সাকিব মুশফিক..) প্লেয়ারদের মাইনে মাসে দুলাখ টাকার বেশী, স্পনসরশিপ বাদেই!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.