নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের দর্শন

পৃথিবীটা এমন একটি জায়গা যেখানে সবাই সুখী হতে চায়। কিন্তু খুব কম ব্যক্তিই সুখ উপভোগ করতে পারে। আর তাই সুখের পিছনে না ছুটে যে অবস্থায় আছেন, সেই অবস্থায়ই জীবনটাকে উপভোগ করুন।

প্রবাসী ভাবুক

সকলে মিলিয়া সাজাব সুন্দর পৃথিবীকে।

প্রবাসী ভাবুক › বিস্তারিত পোস্টঃ

জোর করে বিয়ে দেওয়া অপরাধ হলে জোর করে সংযম শিক্ষা দেওয়াটাও অপরাধ!

০৭ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:০৩

একটি মানুষের কখন বিয়ে করা উচিত, তার শারীরিক বা মানসিক পরিপক্কতা কখন হবে এটা ঐব্যক্তিটিই সঠিকভাবে অনুধাবন করতে পারে৷ এটা বয়সের উপর নির্ভর করে না৷ বরং ব্যক্তিভেদে পরিপক্কতায় বয়সের ভিন্নতা থাকে৷ তাহলে বিয়ের ক্ষেত্রে বয়স বেধে দেওয়া কোন যুক্তিতে?



বয়স বেধে দেওয়ার ফলে অনেক কম বয়সী অথচ শারীরিকভাবে পরিপক্ক ছেলেমেয়েরা পালিয়ে বিয়ে করতে বাধ্য হয়৷ তারা যদি শারীরিকভাবে পরিপক্কই না হবে তাহলে পালিয়ে বিয়ে করবে কেন? আবার অনেকেই বিয়ের বয়সের বাধ্যবাধকতা থাকায় বিয়ে করতে না পেরে অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয়৷



বিয়ের বয়স বেধে দেওয়ার অর্থ হল একজনকে তার শারীরিক ও মানসিক ব্যবস্থার বিরুদ্ধে জোর করে সংযম শিক্ষা দেওয়ার চেষ্টা করা৷ যা বেশিরভাগ ক্ষেত্রে ব্যর্থ হয়৷



আমাদের দেশে মা বাবারা জোর করে কম বয়সে বিয়ে দিয়ে দেয়৷ এটা যদি অপরাধ হয়ে থাকে তাহলে জোর করে আইন করে কারও ইচ্ছার বিরুদ্ধে বিয়ে থামিয়ে রাখাটাও সমান অপরাধ বলেই গণ্য হওয়া উচিত৷



মা বাবা জোর করে বিয়ে দিবে বলে আইন করে না থামিয়ে বরং সামাজিক সচেতনতা বৃদ্ধি করাটাই জরুরী৷ কারণ সন্তানের অমতে কম বয়সে মা বাবা তাকে বিয়ে দিতে পারলে বেশি বয়সেও জোর করে বিয়ে দিতে পারে৷ আসল কাজ মানুষকে সচেতন করা৷ সেটা না করে একজন ব্যক্তিকে আইন বানিয়ে জোর করে থামাতে গেলে অসামাজিক কার্যকলাপকে উৎসাহিত করবে৷

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৭ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:৩৫

প্রামানিক বলেছেন: জোর করে বিয়ে দেওয়া অপরাধ হলে জোর করে সংযম শিক্ষা দেওয়াটাও অপরাধ!

একশত ভাগ সত্য

০৮ ই মার্চ, ২০১৫ রাত ৩:১৫

প্রবাসী ভাবুক বলেছেন: বিয়ের বয়স কমানো নিয়ে সরকারের উদ্যোগকে কিছু ব্যক্তি ও সংগঠন শুধু বিরোধিতা করেই যাচ্ছে৷ এরা মূলতঃ বিয়ে বহির্ভূত অসামাজিক কার্যকলাপকে উৎসাহিত করে যাচ্ছে৷ তাছাড়া তাদের কাছে তেমন কোন যুক্তিসংগত ব্যাখ্যা নাই৷ এদের কথা আমরা মধ্যযুগে ফিরে যাচ্ছি৷ অথচ অনেক দেশে বিয়ে করার নির্ধারিত কোন বয়সই নাই৷ আবার অনেক ১৪/১৫/১৬ বছর বয়সে বিয়ে করার অনুমতি আছে৷

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.