নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের দর্শন

পৃথিবীটা এমন একটি জায়গা যেখানে সবাই সুখী হতে চায়। কিন্তু খুব কম ব্যক্তিই সুখ উপভোগ করতে পারে। আর তাই সুখের পিছনে না ছুটে যে অবস্থায় আছেন, সেই অবস্থায়ই জীবনটাকে উপভোগ করুন।

প্রবাসী ভাবুক

সকলে মিলিয়া সাজাব সুন্দর পৃথিবীকে।

প্রবাসী ভাবুক › বিস্তারিত পোস্টঃ

সংবিধানে একদলীয় শাসনব্যবস্থা যুক্ত হোক!

১৪ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:৪৭

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, আমরা নির্বাচিত সরকার। সাংবিধানিক বাধ্যবাধকতার মধ্য থেকে যেভাবে নির্বাচন হয়েছে আগামীতেও হবে। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আসুক আর না আসুক নির্বাচন একইভাবে হবে বলে জানান তিনি।

নির্বাচনেরই বা কি দরকার আছে৷ সংবিধান সংশোধন করে ওখানে যুক্ত করে দিলেই তো হয় আওয়ামী লীগই আজীবন সরকার পরিচালনা করবে৷ এজন্য পরবর্তীতে নির্বাচনের কোন প্রয়োজন নাই৷ ব্যস! এরপর বলতে পারবেন সংবিধান অনুযায়ী দেশ চলছে৷ নির্বাচন বাবদ দেশের কোটি কোটি টাকারও অপচয় হবে না৷

মন্তব্য ১৯ টি রেটিং +০/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ১৪ ই মার্চ, ২০১৫ বিকাল ৫:০৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: সেই ভাল!

৭২-৭৫ এ যেমন আজিবন রাষ্ট্রপতি ঘোষনা হয়েছিল!

হয়ে যাক আজিবন প্রধানমন্ত্রীর ঘোষনা!

তখন ৪টা পত্রিকা রেখে বাকী গুলা সরকার বন কইলা বদনাম হইছিল বইলা এবিার দেখেন- ডজিটাল শয়ে শয়ে অনলাইন অফলাইন-- মগর কইলজা ওয়ালা একটাও নাই!!!

জ্বি হুজুরি মিডিয়ায় বাজার সয়লাব!!!!!!!!!!!!!!!!!!!

জনতার কাঠগড়ায় মিডিয়া- একটা মাস ট্রায়াল দরকার! নাকি বলেন?


দেশ-জাতি, আমজনতার স্বার্থের বিপরীতে অনির্বাচিত স্বৈরাচারের পক্ষে সরাসরি বা ইনিয়ে বিনিয়ে যে সব রিপোর্ট লেখা হচ্ছে, সংবাদে যে কারচুপি, অন্ধ পক্ষপাত হচ্ছে- তাদের মরনোত্তর পরিণতি যে কি হবে আল্লাই মালুম!!!!!!!!!

১৪ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:৪৩

প্রবাসী ভাবুক বলেছেন: পত্রিকাগুলোর মধ্যে যারা প্রতিবাদ করতে চায় তাদের ও উপায় নেই৷ অফিস সিলগালা হয়ে যাবে সাথে সাথে দেশে অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে বিচার শুরু হবে৷

২| ১৪ ই মার্চ, ২০১৫ বিকাল ৫:০৮

চাঁদগাজী বলেছেন:


আপনি যে সুরে কথা বলছেন, এ সুরে প্রচুর শিক্ষিত লোক কথা বলছে; এ ধরণের মনোভাব সঠিক রাজনীতির পরিকন্হি; দুস্টরা এই মনোভাবের সুযোগ নিয়ে শেখ হাসিনা, খালেদা ও জামাতের মাঝে ঢুকে দেশ দখলে রেখেছে।

১৪ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:২৬

প্রবাসী ভাবুক বলেছেন: জনগণের ম্যান্ডেট ছাড়া নির্বাচিত গণতন্ত্র যদি সঠিক রাজনীতি হয়ে হয়ে থাকে তাহলে আমি অবশ্যই সেই রাজনীতির পরিপন্থী কথা বলতেই স্বাচ্ছন্দ্য বোধ করি৷ সেই রাজনীতির বিপক্ষে থাকে একটুও আত্মপীড়া অনুভূত হয় না৷

৩| ১৪ ই মার্চ, ২০১৫ বিকাল ৫:৫২

চাঁদগাজী বলেছেন:



@বিদ্রোহী ভৃগু ,

" ৭২-৭৫ এ যেমন আজিবন রাষ্ট্রপতি ঘোষনা হয়েছিল! "

-ছাত্রলীগের শ্লোগান ইত্যাদি আইন ছিলো না; শেখ সাহেবকে আপনারা সৌদী বাদশাহ'দের মত বেকুব বলে চালায়ে দিতে চান; উনি অত বেকুব হলে, ১৯৭১ সালে এত মানুষ উনার ডাকে মুক্তিযুদ্ধ করতো না।

উনার থেকে ভালো কেহ এখনো বাংলাদেশে উদয় হয়নি। আপনাদের রাগ আছে উনার উপর; তবে উনার দয়া ছিল আপনাদের উপর।



১৪ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:৩৩

প্রবাসী ভাবুক বলেছেন: শেখ সাহেবকে বোকা ভাবাটাই বোকামির লক্ষ্মণ৷ তিনি যে মোটেই ভূল করতে পারেন না এটা ভাবা আরও বড় ও চরম বোকামী৷ পৃথিবীতে শতভাগ নির্ভুল কেউই নয়৷ তার সব ভাল কাজের মাঝে বাকশাল গঠন ছিল এক বালতি পরিচ্ছন্ন দুগ্ধের মাঝে একটা ফোটা মুত্র বিসর্জনের মত ঘটনা যা বালতির সম্পূর্ণ দুগ্ধকেই পানের অযোগ্য করে তোলে৷

৪| ১৪ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:৩৮

দ্যা আহমেদ মামুন বলেছেন: আওয়ামীলীগের এক নেতা আমাকে বলল, মালেশিয়ার সাবেক প্রেসিডেন্ট মাহাথির প্রথম ৮ বছর সে বিরোধীদলের নেতার কর্মিদের শেষ করেছে তারপর উন্নয়ন করেছে।
আমাদের দেশও মহাথিরের মত চলবে তারপর দেশে ব্যাপক উন্নয়ন করবে।

১৪ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:৪৬

প্রবাসী ভাবুক বলেছেন: দেশের মানুষ মেরে, বাকরুদ্ধ করে, মানুষের স্বাধীনতা হরণ করে উন্নয়নটা করবে কাদের৷ তবে সরকার দলীয় লোকজনের যে ব্যাপক উন্নয়ন হয়েছে এটা না বললেও চলে৷

৫| ১৪ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:৪৬

চাঁদগাজী বলেছেন:

"তার সব ভাল কাজের মাঝে বাকশাল গঠন ছিল এক বালতি পরিচ্ছন্ন দুগ্ধের মাঝে একটা ফোটা মুত্র বিসর্জনের মত ঘটনা যা বালতির সম্পূর্ণ দুগ্ধকেই পানের অযোগ্য করে তোলে৷ "


-শেখ সাহেবের জীবনে যদি একটা সঠিক ভাবনা উনি করে থাকেন, সেটাই ছিল 'বাকশাল', বাকশাল সব মানুষকে সমান সুযোগ দেয়ার ভাবনা ছিল; বাকশাল হলে ফালু, বসুন্ধরা, মন্নু সিরামিক, খুলনা ও সামিট পাওয়ার, প্রিন্স মুসা হতো না; কোন বাংগালীকে সৌদী গিয়ে উট চরাতে হতো না, ট্রলারে ডুবে আন্দামানে মরতে হতো না।


'বাকশাল' সোজা কিছু ছিল না, সেই কারণে অনেক বুঝতে পারেনি; না বুঝে উনাকে হত্যা করেছে।

১৪ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:৫৩

প্রবাসী ভাবুক বলেছেন: নিজে আজীবন ক্ষমতায় থাকার বাসনা যে, সোজা কিছু না সেটা হয়ত কিছু গোমুত্রও পবিত্র মনে হবে যাদের কাছে তারাই বুঝবে৷ মানুষের ইচ্ছার বিরুদ্ধে কিছু করতে গেলে সাময়িক ভাবে সফল হলেও হতে পারে তবে ইতিহাস তাকে ক্ষমা করে না৷

৬| ১৪ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:৫১

ঢাকাবাসী বলেছেন: ব্রুট মেজরিটি তো আছেই, করলেই পারে, সারাজীবন হাজার হাজার বছর আম্লীঘের লোকেরা দেশ 'শাসন'করবে।

১৪ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:৫৮

প্রবাসী ভাবুক বলেছেন: করুক না শাসন৷ ঠিক মধ্যপ্রাচ্য, উত্তর কোরিয়া যেভাবে চলছে৷ আমরা শুধু সমর্থন দিয়ে যাই৷ এতে দেশে যতবড় অশান্তিই হোক৷ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তো আর ক্ষমতা চান না৷ তিনি এদেশের মানুষের শান্তি চান৷ আর তাই তিনি ক্ষমতায় থেকেই অশান্তি সৃষ্টি করে চলেছেন৷

৭| ১৪ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৪০

চাঁদগাজী বলেছেন:



মানুষ দেখে ঝড়ে বট গাছ ভাংগলো কিনা?

চাষী দেখে তার ধানের চারার কি হলো; স্হুুলতা রাজনৈতিক ভাবনার চারণ ভুমি নয়

১৪ ই মার্চ, ২০১৫ রাত ৯:০৩

প্রবাসী ভাবুক বলেছেন: আধুনিক পৃথিবীর রাজনীতিতে সকল ধরনের াসরকার ব্যবস্থার মধ্যে মধ্যে যেকোন ধরনের পরিস্থিতির মধ্যেই সর্বাপেক্ষা সঠিক ও গ্রহণযোগ্য পদ্ধতি হল গণতন্ত্র৷ আপনি জোর করে বা আইন করে জনগণের মতামত না নিয়েই নিজে সর্বময়, একচ্ছত্র ও নিরবিচ্ছিন্ন ক্ষমতা ভোগ করে উন্নয়নের করবেন কার? এরকম উন্নয়নের আশা মানুষের উপর চাপিয়ে দেওয়াটাও অন্যায়৷ বরং আপনি কি করতে চান তা জনগণের কাছে পরিষ্কার করে দিয়ে যদি জনগণের ম্যান্ডেট নিয়ে উন্নয়ন করেন সেটাই হল সঠিক পদ্ধতি৷

৮| ১৪ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৫৫

পদ্মা_েমঘনা বলেছেন: ভালো লিখেছেন।
খোঁয়াড় থেকে ১টা পন্ডিত ছাগলও দেখি ঢুকে পড়েছে আপনার ব্লগে! এটাকে ইগনোর করেন।
দ্যা আহমেদ মামুন ভাই- মাহাথির-এর একটা অটোবায়োগ্রাফি আছে। পারলে পড়ে দেখবেন। কাইন্ডলি যার-তার সাথে তুলনা করে ওনাকে ছোট করবেন না।

১৪ ই মার্চ, ২০১৫ রাত ৯:১৪

প্রবাসী ভাবুক বলেছেন: আমি যতদূর জানি, চাঁদগাজী ভাই একজন মুক্তিযোদ্ধা ও খাঁটি দেশপ্রেমিক৷ কথা হল- মানুষ কেউই ভুলের উর্ধ্বে নয়৷ তবে কাউকে ইগনোর না করে বরং যুক্তি দিয়ে বিষয়টার সমাধান করাটাই হল সবচেয়ে সঠিক কাজ৷

কিছু লোক আছে তারা কোন ভাবেই বিশ্বাস করতে চায় না যে, বঙ্গবন্ধুর ভূল হতে পারে৷ আমার এক পরিচিতি বড় ভাই বলতেন, মহানবী (সাঃ) এর পর যদি কোন নবী আসা সম্ভব হত তাহলে আওয়ামী লীগ বঙ্গবন্ধুকে নবী দাবী করে বসত৷ (নাউজুবিল্লাহ)

৯| ১৫ ই মার্চ, ২০১৫ রাত ১২:১০

নবাব চৌধুরী বলেছেন: সংবিধান সংশোধন করে ওখানে যুক্ত করে দিলেই তো হয় আওয়ামী লীগই আজীবন সরকার পরিচালনা করবে,এতোটুকুই যথেষ্ট আওয়ামিলীগই শাসন করুক আজীবন।

১৫ ই মার্চ, ২০১৫ ভোর ৪:৪৫

প্রবাসী ভাবুক বলেছেন: কারণ আওয়ামীলীগ কথায় কথায় সংবিধানের দোহায় দেয়। সুতরাং উক্ত কথাটা যুক্ত করে দিয়ে আজীবন শাসন করতে সংবিধান হাতে হাতে নিয়ে ঘুরবে আর কেউ কিছু বললে কিতাবটি খুলে দেখিয়ে দিবে যে তারা সংবিধান অনুযায়ী শাসন করছে।

১০| ১৫ ই মার্চ, ২০১৫ সকাল ৭:০৯

রাফা বলেছেন: [img|http://s3.amazonaws.com/somewherein/pictures/zzaman/03-2015/zzaman_14836864975504db71e9a641.36037197_tiny.jpg

খালেদা ও জিয়াউর রহমানও সেটাই চেয়েছিলেন। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.