নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের দর্শন

পৃথিবীটা এমন একটি জায়গা যেখানে সবাই সুখী হতে চায়। কিন্তু খুব কম ব্যক্তিই সুখ উপভোগ করতে পারে। আর তাই সুখের পিছনে না ছুটে যে অবস্থায় আছেন, সেই অবস্থায়ই জীবনটাকে উপভোগ করুন।

প্রবাসী ভাবুক

সকলে মিলিয়া সাজাব সুন্দর পৃথিবীকে।

প্রবাসী ভাবুক › বিস্তারিত পোস্টঃ

প্রবাসীদের উন্নয়নে ঘটবে দেশের অর্থনৈতিক উন্নয়ন

২৯ শে মার্চ, ২০১৫ বিকাল ৫:২২





প্রিয়জনদের দূরে রেখে প্রবাসে থাকার যন্ত্রণা যে কত কঠিন শুধুমাত্র ভুক্তভোগী ছাড়া আর কেউ কল্পনাও করতে পারবে না৷ প্রবাসীরা কতটা শারীরিক ও মানসিক যন্ত্রণা ভোগ করে এটা কেউ বুঝতে চায় না৷ বিশেষ করে যে পরিবারের জন্য তারা এতটা কষ্ট করে সেই পরিবারের সদস্যরাও তা ভাবতে চায় না৷ পরিবারের সদস্যদের কাছে একজন প্রবাসী শুধু টাকা উপার্জনের যন্ত্র মাত্র৷





পরিবারের বেশিরভাগ সদস্যরা মনে করে এত পরিমাণ অর্থ যেহেতু আমাদেরকে দিচ্ছে তাহলে তার কাছে নিশ্চয় প্রচুর পরিমান অর্থ রয়েছে৷ তার চেয়েও বড় কথা যে এত উপার্জন করে সে তো খুব সুখী মানুষ৷ তার কারও কাছে হাত পাততে হয় না৷ যত ইচ্ছা নিজের খুশিমতো খরচ করতে পারে৷





একজন প্রবাসী বেশিরভাগ ক্ষেত্রেই অনেক সাশ্রয়ী জীবনযাপন করে৷ বেশিরভাগ ক্ষেত্রেই অর্থ সাশ্রয়ের জন্য অস্বাস্থ্যকর ভাবে একই বিছানায় বা একই ঘরে গাদাগাদি করে ঘুমায়৷ নিজের আয়ের সর্বোচ্চ পরিমাণ অর্থ প্রিয়জনের কাছে পাঠানোর চেষ্টা করে৷







প্রবাসী অনেকে অনন্যোপায় হয়ে যে উপায়ে অর্থোপার্জন করে তা দেশে কোন ইতর শ্রেণীর লোকেও করতে চাইবে না৷ এরপরেও অসম্মানজনক জীবনযাপন, বসের নির্যাতন, বর্ণবাদ ইত্যাদি প্রতিকুল পরিস্থিতির মধ্য দিয়ে চলতে হয় তাদের৷ এর সবই হাসিমুখে বরণ করে নেয় শুধুমাত্র প্রিয়জনদের মুখে হাসি ফুটানোর জন্য৷ প্রিয়জনরা এই কষ্টের সামান্যতম উপলব্ধি করতে পারলেও মনে আর কোন কষ্ট থাকে না৷





প্রবাসীরা শুধু প্রিয়জনদের মুখে হাসি ফুটায় না সাথে রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতি সচল রাখছে৷ বিদেশে এসে কাজ করায় দেশের বেকার সমস্যার লাঘব ঘটাচ্ছে৷ গার্মেন্টস শিল্পের পর দেশের দ্বিতীয় প্রধান অর্থনৈতিক আয়ের খাত বৈদেশিক রেমিটেন্স৷





নিজেদের ভোগবিলাস বিসর্জন দিয়ে নিঃস্বার্থভাবে প্রিয়জন তথা দেশের উন্নয়নে অবদান রেখে চলেছে এই প্রবাসীরা৷ কিন্তু দেশে ফিরে যথাযথ সম্মানটুকুও পায় না প্রবাসীরা৷ দেশে ফিরেই বিমানবন্দর থেকেই শুরু হয় হয়রানি যা চলতে থাকে সর্বত্র৷





তত্ত্বাবধায়ক সরকারের আমলে নির্দিষ্ট পরিমান রেমিটেন্স প্রদানকারী প্রবাসীদের ভিভিআইপি মর্যাদা দেওয়ার উদ্যোগ নিলেও নির্বাচিত সরকার ক্ষমতায় আসার সাথে সাথে সবকিছুই মুখ থুবড়ে পড়ে আছে৷





যাদের অবদানে দেশের অর্থনীতি সচল তাদের যথাযথ মূল্যায়নই প্রবাসীদের আরও বেশি উৎসাহিত করবে৷ বিদেশে স্থায়ীভাবে বসবাসকারী অনেক প্রবাসী দেশে বিনিয়োগে উৎসাহি হয়ে উঠবে৷ দেশের উন্নয়ন ঘটবে আরও দ্রুত৷ সেই সুদিনের অপেক্ষায় রইলাম৷

মন্তব্য ০ টি রেটিং +২/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.