নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের দর্শন

পৃথিবীটা এমন একটি জায়গা যেখানে সবাই সুখী হতে চায়। কিন্তু খুব কম ব্যক্তিই সুখ উপভোগ করতে পারে। আর তাই সুখের পিছনে না ছুটে যে অবস্থায় আছেন, সেই অবস্থায়ই জীবনটাকে উপভোগ করুন।

প্রবাসী ভাবুক

সকলে মিলিয়া সাজাব সুন্দর পৃথিবীকে।

প্রবাসী ভাবুক › বিস্তারিত পোস্টঃ

নাস্তিকরা মানসিক রোগী না লোভী?

০৪ ঠা এপ্রিল, ২০১৫ রাত ১:২৮

নাস্তিকতা এক প্রকার মানসিক রোগ যা সম্প্রতি আমাদের দেশেও মাথাচাড়া দিয়ে উঠেছে৷ সবকিছুর প্রতি এক অজানা অবিশ্বাস থেকেই এই মানসিক রোগের সৃষ্টি৷ এদের কাছে পৃথিবীর যত সমস্যার কারণই ধর্ম৷ পৃথিবীতে মানুষ লক্ষ কোটি সমস্যা নিয়ে জীবন যাপন করলেও সেগুলো এদের চোখে পড়ে না৷

তবে অনেকে অতি দ্রুত আলোচনায় আসার জন্যও এরকম কুৎসিত ব্যাপারটিও গ্রহণ করে৷ অবশ্য এদের মতলবটাই যেহেতু কুৎসিত তখন কুৎসিত ব্যাপার গ্রহণ করাটা কোন অপরাধ মনে হয় না৷ আবার অনেকে উন্নত জীবনযাপনের আশায় বিতর্কিত লেখালেখি করে জীবননাশের হুমকী দেখিয়ে উন্নত বিশ্বের করুণা লাভের আশায় এরকম ঘৃণ্য পন্থা অবলম্বন করে থাকে৷

আমার পরিচিত কেউ কেউ জীবন নাশের হুমকী দেখিয়ে ইউরোপে রাজনৈতিক আশ্রয়প্রার্থী হয়েছে৷ দেশের অন্যতম কুখ্যাত নাস্তিক আসিফ মহিউদ্দিন কোন এক সংস্থার দাওয়াতে জার্মানীতে এসে দেশে না ফিরে রাজনৈতিক আশ্রয়ের আবেদন জানিয়েছে যে কিনা সত্য বলতে মৃত্যুকেও ভয় পায় না বলে বড় বড় কথা বলত৷ এদের আসল উদ্দেশ্য উন্নত দেশে এসে তাদের করুনা প্রার্থনা৷

আমাদের দেশে যারা নাস্তিক এদের আবার অন্য ধর্মের প্রতি কোন আক্রোশ নাই৷ এরা শুধু ইসলাম নিয়ে যত সমস্যায় ভোগে৷ ইসলামফোবিয়া এদের মগজকে মারাত্মকভাবে বিকৃত করে ফেলেছে৷

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা এপ্রিল, ২০১৫ রাত ১:৩৯

নতুন বলেছেন: নাস্তিকতার কথা বইলা বাইরের দেশে আশ্রয় নিয়ে সেইটাতো পুরাই ভন্ডামী...

০৪ ঠা এপ্রিল, ২০১৫ রাত ৩:১৯

প্রবাসী ভাবুক বলেছেন: আমাদের দেশেরগুলা তো পুরাই ভণ্ড।

২| ০৪ ঠা এপ্রিল, ২০১৫ রাত ২:২৪

নীল জানালা বলেছেন: নাস্তিকদের মতে পৃথিবীর এটাই সমস্যা। আর তা হৈল ইসলাম। আর পৃথিবীতে সমালোচনা করার মতন মানুষও অতীত বর্তমান ভবিষ্যত সব মিলায়া একজনই, প্রফেট মোহাম্মদ। এযেন সব রোগের এক ঔষধ, প্যারাসিটামল। আজব এক ক্যাটাগরির ছাগল এইগুলা। যত দেখতাসি তত বিরক্ত হৈতাসি। ইদানিং এই অন্ত:সারশুন্য গরু গুলারে রিতিমত এড়িয়ে চলা করা শুরু করসি। শালারা মনে হয় অন্য কোন বিষয়ে কথাই বলতে জানেনা।

০৪ ঠা এপ্রিল, ২০১৫ রাত ৩:১৯

প্রবাসী ভাবুক বলেছেন: আমি আগেই বলেছিলাম। এরা মানসিক রোগী।

৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৫ ভোর ৬:১৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি ভাইসাব আপনি সত্য বলেছেন। এদের একটাই সমস্যা, আর তা হলো ইসলাম। মুসলমানরা নাকি আতঙ্ক!


এইগুলা মইরাও শান্তি পাইব না। কারণ মৃত্যুর পর সব সত্য দেখে তাদেরতো আবস্থা কাহিল হবে!

আল্লাহ আমাদেরেক মাফ করো সুরক্ষা করো।

০৪ ঠা এপ্রিল, ২০১৫ বিকাল ৩:১১

প্রবাসী ভাবুক বলেছেন: ইসলামে কোন কুসংস্কার নাই। তারপরও সেইটা নিয়ে বেশি বাড়াবাড়ি করে মুলত এটা দেখালেই যে, পশ্চিমাদের কাছে মৃত্যু ভয় কারণ বর্ণনা করে আশ্রয় প্রার্থনা করতে সুবিধা হবে তাই অন্য ধর্মের হাজারও কুসংস্কার এদের চোখে পড়ে না।

৪| ০৪ ঠা এপ্রিল, ২০১৫ সকাল ১০:০১

আমারনামবিডি বলেছেন: প্রকৃত নাস্তিক কোন দিনই ধর্ম বিরোধী হতে পারে বলে আমার মনে হয় না। কিন্তু এখন যে টাইপের নাস্তিক দেখি তাদের অনেকেই ""ইসলাম বিরোধী"" নাস্তিক !!! আর ধর্ম পেল না নাস্তিকতাবাদ দেখানোর !! সারা দুনিয়াতে বিভিন্ন ধর্ম নিয়ে অনেক বাড়াবাড়ি !! যেমনঃ গরু নিয়ে ইন্ডিয়াতে অনেক বাড়াবাড়ি !! দেখলে হাসি পায়। তখন কোন নাস্তিককে দেখি না কথা বলতে ! খালি নবী মোহাম্মাদ (সঃ) কে অপমান করতে পারলেই খুশি!!

পারলে ১ বার জাকির নায়েকের সাথে ধর্ম নিয়ে মুক্তমনে আলোচনা করুক !! বাঁশ কি জিনিস বুঝে যাবে।

০৪ ঠা এপ্রিল, ২০১৫ বিকাল ৩:০৭

প্রবাসী ভাবুক বলেছেন: এরা ইসলাম নিয়ে বাড়াবাড়ি কেন করে সেটা তো আমার লেখায় বলেছি। ইসলামবিরোধী লেখায় যদি উন্নত দেশগুলোর করুণা মিলে সেই আশায় এরা এটা করে। কারণ খ্রিস্ট ধর্মবিরোধী কিছু লিখলে তো আবার হিতে বিপরীত হওয়ার আশঙ্কা। সবই হল স্বার্থের ধান্ধা।

৫| ০৮ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:২৬

ঢাকাবাসী বলেছেন: দুনিয়ার সবচাইতে বড় ধান্ধাবাজ অইলো এদিশী ..।

১৬ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:৩৭

প্রবাসী ভাবুক বলেছেন: এদের পুঁজিই তো ধান্দাবাজি৷ কিন্তু এসব করে নিজেদেরকে সবার কাছে ঘৃণ্য করে ফেলে৷

৬| ০৮ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:৩৬

গারো হিল বলেছেন: আমি যাদেরকে দেখেছি সবাই হচ্ছে ধান্ধাবাজ, গাজাখোর, মদখোর । ভাল নাস্তিক বলতে কোন শব্দ আমার জানা নেই। এরা সবাই এক একটা ধান্ধাবাজ

১৬ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:৩৯

প্রবাসী ভাবুক বলেছেন: নাস্তিক তো নাস্তিকই৷ ভাল হতে হলে ধর্মীয় বিধিনিষেধ মেনে চলাই সবচেয়ে উৎকৃষ্ট পন্থা৷

৭| ১৬ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:০৮

জিয়া উদ্দিন আহমেদ বলেছেন: সঠিক বলেছেন।

১৬ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:০৬

প্রবাসী ভাবুক বলেছেন: আপনাকে ধন্যবাদ, ভাইজান !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.