নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের দর্শন

পৃথিবীটা এমন একটি জায়গা যেখানে সবাই সুখী হতে চায়। কিন্তু খুব কম ব্যক্তিই সুখ উপভোগ করতে পারে। আর তাই সুখের পিছনে না ছুটে যে অবস্থায় আছেন, সেই অবস্থায়ই জীবনটাকে উপভোগ করুন।

প্রবাসী ভাবুক

সকলে মিলিয়া সাজাব সুন্দর পৃথিবীকে।

প্রবাসী ভাবুক › বিস্তারিত পোস্টঃ

আমরা এক ঢিলে দুই পাখি মারলাম!

০৭ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:৫১

বিসিবির পাকিস্তান ক্রিকেট বোর্ডকে ক্ষতিপূরণ বাবদ দিতে হচ্ছে ৩,২৫,০০০ ডলার। যা বাংলাদেশী মুদ্রায় আড়াই কোটি টাকার উপরে। এই ক্ষতিপূরণ দিতে বাধ্য হওয়ার কারণ বাংলাদেশ ক্রিকেট দলের প্রতিশ্রুত পাকিস্তান সফর না করায়। আর এই প্রতিশ্রুতি দিয়েছিলেন তৎকালীন বিসিবি সভাপতি ও সদ্যবিদায়ী আইসিসি সভাপতি মোস্তফা কামাল ওরফে লোটাস কামাল। তিনি এই প্রতিশ্রুতি দিয়েছিলেন নিজে আইসিসি প্রেসিডেন্ট হওয়ার আশায়।

২০০৯ সালে শ্রীলঙ্কা ক্রিকেট দলের উপর সন্ত্রাসী হামলার পর থেকে কোন বিদেশী ক্রিকেট দল পাকিস্তান নামক মৃত্যুকূপে আসতে রাজি না হলেও আমাদের তৎকালীন বিসিবি সভাপতি আমাদের ক্রিকেটারদের সে দেশে পাঠিয়ে মৃত্যুঝুকিতে ফেলে দিয়ে হলেও তিনি আইসিসি সভাপতি হওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হন। তার কাছে ঐ সময়ে ক্রিকেটারদের জীবনের চাইতেও নিজেকে আইসিসি প্রেসিডেন্ট হিসেবে ভাবতেই বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছিল৷ যদিও হাইকোর্টের নিষেধাজ্ঞার কারণে বাংলাদেশ ক্রিকেট দল সেই সফর বাতিল করেছিল৷

আর কোন দেশ পাকিস্তান সফরে না গেলেও তাদের ক্ষতিপূরণ দেওয়ার কোন বাধ্যবাধকতা না থাকলেও আইসিসি প্রেসিডেন্ট হিসেবে মনোনয়নের জন্য পাকিস্তানের সমর্থন পেতে তিনি বাংলাদেশ ক্রিকেট দলকে পাকিস্তানে পাঠানোর প্রতিশ্রুতি দেওয়ায় এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাধ্য হয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে ক্ষতিপূরণ দিচ্ছে৷ পাকিস্তানকে আমরা কথায় কথায় তুলোধুনো করলেও বাস্তবে নতি স্বীকার আমাদের জন্য অবশ্যই লজ্জাজনক৷

এদিকে আইসিসি সভাপতি পদও আমাদের দেশের জন্য কোন ধরণের সম্মান বয়ে আনা তো দূরের কথা অপমান ছাড়া তেমন কিছু দেয়নি৷ আইসিসি এটা প্রমাণ করিয়েছে বাংলাদেশ যদি সভাপতির মত সর্বোচ্চ পদও গ্রহণ করে সেটা তেমন কোন গুরুত্বপূর্ণ ঘটনা নয়৷ বরং সেই সভাপতিকে অপমান করাও মামুলি ব্যাপার৷ আর তাই বিশ্বকাপের মতো বড় আসরের ট্রফি দিতেও বাংলাদেশের দেশের প্রতিনিধি হিসেবে আইসিসি সভাপতিও মূল্যহীন! আর সেই অপমান কোন প্রচলিত অপমান নয়! সেটা আইসিসির গঠনতন্ত্রকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অপমান করা হয়েছে সংস্থার সভাপতিকে৷ যা আমাদের দেশের অপমানের শামিল!

আইসিসির সভাপতি পদ আমাদের জন্য যেন একটি ঢিলে দুই পাখি মারার মত ঘটনা৷ তাতে অবশ্য গৌরবের কিছু নেই৷ যা আছে সবটুকু শুধুই অপমানের৷ এক· আমাদের পাকিস্তানের মত দেশের বোর্ডের দেওয়া শর্ত মাথা পেতে নিতে হচ্ছে৷ দুই· আইসিসিতে সভাপতি হয়েও অপমানজনক ব্যবহার সহ্য করতে হয়েছে৷

মোস্তফা কামালের কারণে আর্থিক ও সম্মান উভয় দিকে ক্ষতি হলেও আমরা আইসিসির আচরনের বিরুদ্ধে তেমন কোন বলিষ্ঠ ভূমিকা না রেখে আরও যেন নতি স্বীকার করেছি৷ মোস্তফা কামাল প্রথমে আইসিসিকে ইন্ডিয়ান কাউন্সিল বলে তিরস্কার করলেও দেশে ফিরে কোন এক অজানা কারণে একেবারে চুপসে গিয়ে যেন ভারতের আধিপত্যের কথা লুকিয়ে শুধু শ্রীনিবাসনের বিরোধিতার কথা বলেছিলেন৷ কয়েকদিন পর সেটা নিয়েও মুখে কুলুপ এঁটেছেন৷ আইনি লড়াইয়ের ঘোষনা দিলেও হয়ত আরও শীর্ষস্থানীয় চাপে সেটা মুখ থুবড়ে পড়েছে৷

সরকারও এই বিষয়টা নিয়ে এগিয়ে আসতে পারতো৷ কিন্তু ভারতের সামান্য কোন ব্যক্তির বিরোধীতা করতে গেলে ২০১৪ সালের ৫ই জানুয়ারীর এত বড় সাফল্য হাতছাড়া হয়ে যাওয়ার আশঙ্কায় সরকারও এত কঠিন ঝুকি কখনোই নিবে না৷

ফলাফল সবখানেই আমরা শুধুই পেলাম অপমান! সাথে আর্থিক দণ্ডও!! যেন বোঝার উপর শাকের আটি!!! এ লজ্জা রাখি কোথায়???

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:১৬

মাঘের নীল আকাশ বলেছেন: লেটাস কামাল আপাদমস্তক-আজন্ম বদমাইশ...ওর বদমাইশি সংশ্লিষ্টরা জানে বলেই ওকে অপমান করতে আইসিসির বেগ পেতে হয়নি...
ওর মত একটা নষ্ট-কীট সারা দেশের ক্রিকেট ধ্বংসের জন্য যথেষ্ট! X( X( X(

০৭ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:২৮

প্রবাসী ভাবুক বলেছেন: তিনি দেশের প্রতিনিধি হিসেবে দেশকে যথেষ্ট অপমানও করেছেন৷

আপনাকে ধন্যবাদ৷

২| ০৮ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:১৬

ঢাকাবাসী বলেছেন: এরা দেশে বদনাম করল আর কেউ কোন টু শব্দটিও করলনা! এদের কত ক্ষমতা, এরা ভগবান! দেশ গোল্লায় যাক কিছুই আসে যায়না এদের !

১৩ ই এপ্রিল, ২০১৫ ভোর ৫:৩৫

প্রবাসী ভাবুক বলেছেন: এরা শুধু স্বার্থের জন্য দেশের প্রতি মায়াকান্না দেখায়৷ বাস্তবে এরা দেশ বিক্রি করেও নিজ স্বার্থ উদ্ধারে প্রস্তুত৷

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.