নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের দর্শন

পৃথিবীটা এমন একটি জায়গা যেখানে সবাই সুখী হতে চায়। কিন্তু খুব কম ব্যক্তিই সুখ উপভোগ করতে পারে। আর তাই সুখের পিছনে না ছুটে যে অবস্থায় আছেন, সেই অবস্থায়ই জীবনটাকে উপভোগ করুন।

প্রবাসী ভাবুক

সকলে মিলিয়া সাজাব সুন্দর পৃথিবীকে।

প্রবাসী ভাবুক › বিস্তারিত পোস্টঃ

প্রবাস মানেই কষ্ট!

২১ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১:৩৩

প্রবাসীরা কতটা পরিশ্রম ও মানসিক কষ্ট করে সেটা অনুধাবন করার চেষ্টা কেউ করুক আর নাই করুক তারা যে অনেক অর্থ আয় করে সেটা খুব ভালভাবেই অনুধাবন করতে পারে দেশে থাকা স্বজনেরা৷ তাদের প্রতি মাসে নির্দিষ্ট একটা খরচ হয় সেটা না বুঝলেও কত টাকা আয় করে সেটা খুব হিসাব রাখে৷

দেশের মানুষ মনে করে যে এত অর্থ উপার্জন করে সে তো সুখী মানুষ৷ তবে এই উপার্জিত অর্থ যে প্রবাসীরা ভোগ করে না সেটা তারা মনে করতে চায় না৷ নিজেরা অর্থ উপার্জন করলে তা ভোগ করে দেশে থাকা পরিবার পরিজনেরা৷

প্রবাস মানেই কষ্ট৷ শুধু পরিজনের মুখে হাসি ফুটানোর জন্য প্রবাসীরা নিজের জীবনের সকল সুখ ত্যাগ করে৷ আমাদের দেশের প্রবাসীরা কঠিন পরিশ্রমের মধ্য দিয়ে অর্থ উপার্জন করে যেভাবে নিজেরা অতি কষ্ট করে থেকেও পরিবারকে টাকা পাঠায়, পৃথিবীর আর কোন দেশের লোক এমন করে বলে মনে হয় না৷

আমি সামরিক বাহিনীতে চাকরির সুবাদে ভিনদেশীদের সাথে দিনের ২৪ ঘন্টাই কাটানোয় এদেরকে খুব কাছ থেকে দেখার সুযোগ পাই৷ আমি মাসের শেষে যখন আমার খরচ বাদে বাকি অর্থ দেশে পাঠাই তখন এরা নিজের উপার্জিত সব অর্থ মহানন্দে খরচ করে৷ তাদের কথা আমি উপার্জন করি আমার জন্য৷ আমি নিজে যখন কষ্ট করি তখন আমার পরিবার নিশ্চয় কষ্ট করে না৷ তাহলে আমার টাকা আমি তাদের দিয়ে কেন আমি শারীরিক কষ্টের সাথে আর্থিক কষ্টও করব? আমি বলি, আমি কষ্ট করে অর্থ উপার্জন করে পরিবারের লোকজনকে সুখে রাখতে পারলে নিজের মধ্যেও এক আনন্দ অনুভূত হয় যেটা আমি নিজের অর্থ নিজে খরচ করলে পেতাম না৷

আসলে আমরা যতই কষ্ট করি না কেন পরিবারের লোকজন যদি সেই কষ্টটা বুঝারও চেষ্টা করে তাহলে মনের মাঝে আর কোন কষ্টই থাকে না৷ কিন্তু যদি এত কিছুর পরও ভুল বুঝে তখন আর কষ্টের সীমা থাকে না৷

আমি অনেক প্রবাসী ভাইকে দেখেছি, নিজে একটা শার্ট প্যান্টও কিনতে চায় না৷ পুরোনো পোশাক দিয়েই বছরের পর বছর চালিয়ে দেয়৷ অথচ দেশে আত্মীয়স্বজনকে দেখা যায় তার দেওয়া অর্থ দিয়ে নিত্য নতুন বাজারের সেরা পোশাকগুলো কিনে বিলাসী জীবন যাপন করছে৷

সবশেষে এটাই বলা যায়, প্রবাসীরা নিজের জন্য নয়, অন্যের সুখের জন্য জীবনের মুল্যবান সময়টা একাকী কষ্টে দূর প্রবাসে অতি কষ্টে অতিবাহিত করে৷

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২১ শে এপ্রিল, ২০১৫ দুপুর ২:০৭

ভিটামিন সি বলেছেন: প্রবাসিরা কলুর বলদ। সারা মাস হাড়-মাংস এক করা পরিশ্রম করে অথচ মাস শেষে হাতে আসা টাকা নিজের জন্য খরচ করার আগে চিন্তা করে ছোট ভাই-বোনটার স্কুল/কলেজ/ভার্সিটির খরচ, প্রাইভেট এর খরচ অথবা ভাইয়ের ব্যবসার জন্য মুলধন, মায়ের চিকিৎসা, বাবার জন্য মেডিসিন, বউ থাকলে সে যদি হয় আবার খরুচে স্বভাবের তাহলে তার অঢেল চাহিদা, তারপর আর থাকে কি? আবার বোনের ছেলে পুলে থাকলে তো আর কথাই নাই। বাবার টাকা থাকলেও মামার টাকায় সাইকেল কিনতে হবে, মামা বিদেশে থাকে তাহলে মামা ল্যাপটপ কিনে দিবে। মামা ঈদের জামা-কাপড় কিনে দিবে। এই প্রজাতি একটা হলে সমস্যা নাই, আবদার মেটানো যায়, কিন্তু কারও যদি আমার মতো ৩টা হয় তাহলে চান্দি গরম। না তো আর করা যায় না।

০৩ রা মে, ২০১৫ বিকাল ৩:১৫

প্রবাসী ভাবুক বলেছেন: আমার ক্ষেত্রে সেটা মনে হয় আরও কঠিন৷ আমার জ্ঞাতিগোষ্ঠীর মধ্যে আমিই একমাত্র প্রবাসী৷ আমার মামা থেকে ভাগ্নে পর্যন্ত৷ আবার ভাগ্নে ভাগ্নীর সংখ্যা ডজনেরও উপরে৷ ভাই ভাবী, বোন ভগ্নীপতিদের আবার অদ্ভুত সব চাহিদা৷ কাউকে তো আবার আমার টাকা দিয়ে তাদের জমিজমা পর্যন্ত কিনে দিতে হয়৷

২| ২১ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৩:২৫

চাঁদগাজী বলেছেন:


মামুলি

০৩ রা মে, ২০১৫ বিকাল ৩:১৭

প্রবাসী ভাবুক বলেছেন: আসলে প্রচন্ড মানসিক, শারীরিক ও আর্থিক কষ্টের পর আর কোন কিছুই মামুলি থাকেনা৷

৩| ২১ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:২৬

ঢাকাবাসী বলেছেন: ভিটামিন সি এর কথার সাথে একমত।

০৩ রা মে, ২০১৫ বিকাল ৩:১৮

প্রবাসী ভাবুক বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইজান!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.