নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের দর্শন

পৃথিবীটা এমন একটি জায়গা যেখানে সবাই সুখী হতে চায়। কিন্তু খুব কম ব্যক্তিই সুখ উপভোগ করতে পারে। আর তাই সুখের পিছনে না ছুটে যে অবস্থায় আছেন, সেই অবস্থায়ই জীবনটাকে উপভোগ করুন।

প্রবাসী ভাবুক

সকলে মিলিয়া সাজাব সুন্দর পৃথিবীকে।

প্রবাসী ভাবুক › বিস্তারিত পোস্টঃ

ছাত্রীর যৌন নির্যাতন ও আমার আত্ম জিজ্ঞাসা৷

২৩ শে জুলাই, ২০১৫ সকাল ১১:৫৬

গতকাল পুরনো ঢাকার লালবাগে ছাত্রীর যৌন নির্যাতনের ঘটনা চরম দুঃখজনক এবং আমাদের নীতিনৈতিকতা কতটা নিচে নেমেছে তা স্মরণ করিয়ে দেয় ভারতের রাজপথে সেই ঘৃণ্য যৌন নির্যাতনের ঘটনাকে৷ তবে মেয়েদেরও এবিষয়ে যথেষ্ট সচেতন হওয়া কর্তব্য৷

নির্যাতনের ঘটনা পড়ে মনে হল মেয়েটি যথেষ্ট সচেতন না থাকায় নির্যাতনকারীদেরকে কাজকে অনেক সহজ করে দিয়েছে৷ মেয়েটির বাড়ি বরিশালের মুলাদীতে৷ থাকে মিরপুরের একটি মেসে৷ পড়ে নবম শ্রেণীতে৷ ঘটনার দিন বিকালে বেড়াতে গিয়েছিল পুরানো ঢাকায় বন্ধুর বাড়িতে৷ রাতে সেখান থেকে ছেলেটির এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যায়৷ সেখান থেকে রাত ১টার দিকে তারা তাদের আরেক বন্ধুর বাড়িতে যাওয়ার জন্য বের হয়৷ এসময় শহীদ নগর লোহার ব্রিজের পাশে দাড়িয়ে রেখে বন্ধু পানি আনতে যায়৷ তখন তিন যুবক এসে মেয়েটিকে ধরে নিয়ে যায়৷

ঘটনার সব কিছুই যেন গোলমেলে৷ ঐসময়ে নিরাপদ না জেনেও একটি মেয়ের এভাবে দাড়িয়ে থাকা কতটা যুক্তিযুক্ত? অপরাধীরা অন্যায় করেছে এটা নিঃসন্দেহে বলা যায়৷ তাই বলে এত রাতে কিভাবে নির্বোধের মত একটি মেয়েকে একাকী রাস্তায় দাড় করিয়ে রেখে তার বন্ধু চলে যায়? আমাদের সমাজব্যবস্থা ও নিরাপত্তা ব্যবস্থার যে অবস্থা, তাতে নিজেকেও যথাসম্ভব নিরাপদে রাখা উচিত৷ আমি একজন ছেলে হয়েও এত রাতে নির্জন স্থানে চলাফেরা করতে ভয় পাই৷ অথচ একটি মেয়ে কেন সেখানে যাবে?

মেয়েটি নাকি বলেছে তারা খুব শীঘ্রই বিয়ের পরিকল্পনা করছিল৷ নবম শ্রেণীর একজন ছাত্রী কিভাবে বিয়ে করবে? সে তো এখনও শিশু৷ নারীবাদীরা ১৮ বছরের নিচে বিয়ের আইন তৈরিতে কোন অবস্থায়ই রাজি নয়৷ তাহলে এক্ষেত্রে কি হবে? আমাদের নৈতিক অবক্ষয় ছেলেমেয়ে সবার ক্ষেত্রেই মারাত্মকভাবে ঘটেছে৷

আমি শুধু মেয়েটিরই দোষ দিচ্ছি না৷ অপরাধীদের সঠিক শাস্তি হোক সেই দাবী করছি৷ তবে আমাদের প্রত্যেকেরই নিজেকে নিরাপদ রাখা ও নীতিনৈতিকতা ঠিক রাখা অতি জরুরী৷

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুলাই, ২০১৫ দুপুর ১২:২২

মাঘের নীল আকাশ বলেছেন: সমাজটাই খারাপ!

২৩ শে জুলাই, ২০১৫ দুপুর ১২:৪৪

প্রবাসী ভাবুক বলেছেন: সমাজটা আমাদের তৈরি৷আমরাই সমাজটাকে খারাপ করছি৷ এর দায় আমাদেরই৷

২| ২৩ শে জুলাই, ২০১৫ দুপুর ১:৫৬

ঢাকাবাসী বলেছেন: রাত একটা বাজে একটা ছাত্রী কেন বন্ধুর সাথে বের হবে, কেন তাকে একা রেখে বন্ধুটি গায়েব হয়ে যায় মেয়েটি একা একা দাড়িয়ে থাকে ধর্ষিতা হবার জন্য! সবই রহস্যজনক! দেশের কাউকে বিশ্বাস নেই!

২৪ শে জুলাই, ২০১৫ রাত ১২:৩২

প্রবাসী ভাবুক বলেছেন: আসলে ঘটনার পুরোটাই কেমন জানি অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করেই স্বাভাবিক ঘটনাটি ঘটেছে৷

৩| ৩১ শে আগস্ট, ২০১৫ রাত ১১:১৩

বোকা মানুষ বলতে চায় বলেছেন: নিউজটি যখন পড়েছিলাম, আপনার করা প্রশ্নগুলো আমারও তখন মনে এসেছে। এই নিউজে অনেক কিছু হাইড করা হয়েছে বলে মনে হয়...

০১ লা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৩:২১

প্রবাসী ভাবুক বলেছেন: ঘটনার মূল বর্ণনা আমাদের দেশের আইন ও সমাজব্যবস্থা কোনটার সাথেই সামঞ্জস্যপূর্ণ নয়৷ এটা সম্পূর্ণ একটা অস্বাভাবিক অবস্থা কেমন জানি কৃত্রিমভাবে তৈরি যেখানে যৌন নির্যাতনটাকে স্বাভাবিক প্রক্রিয়ায় আনতে যেন বাধ্য করা হয়েছে৷

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.