নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের দর্শন

পৃথিবীটা এমন একটি জায়গা যেখানে সবাই সুখী হতে চায়। কিন্তু খুব কম ব্যক্তিই সুখ উপভোগ করতে পারে। আর তাই সুখের পিছনে না ছুটে যে অবস্থায় আছেন, সেই অবস্থায়ই জীবনটাকে উপভোগ করুন।

প্রবাসী ভাবুক

সকলে মিলিয়া সাজাব সুন্দর পৃথিবীকে।

প্রবাসী ভাবুক › বিস্তারিত পোস্টঃ

ত্যাগের উৎকৃষ্ট উদাহরণ প্রবাসীরা

২৮ শে জুলাই, ২০১৫ ভোর ৪:০৩

প্রবাস কতটা কঠিন এটা প্রবাসীরাই বুঝে৷ প্রতিটি পদে পদে সমস্যা৷ ভাষাগত, বর্ণগত, পরিচিতিগত, ভিনদেশী, কাজকর্মে বৈষম্য, সংস্কৃতিগত প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি পদে পদে সমস্যা নিয়ে চলতে হয় প্রবাসীদের৷

রাতের বেলা একাকী সময় কাটাতে গেলেই মনে পড়ে ফেলে আসা সেই দিনগুলোর কথা, বন্ধু বান্ধবের কথা, আত্মীয়স্বজনের কথা, প্রিয়জনের কথা৷ ভাবতে ভাবতেই চোখের কোণে নিজের অজান্তেই কখন যে পানি চলে আসে অনেকেই টের পায় না৷

শুধুমাত্র পরিবারকে সুখী রাখতে, নিজের কর্মসংস্থান খুঁজতে সবকিছু রেখে সুদুর প্রবাসে নিরানন্দে একাকী কাটিয়ে দিতে হয় বছরের পর বছর৷ ঈদে পরিবারের প্রত্যেকে যেন নতুন পোশাক পায়, ভালভাবে ঈদ করতে পারে এজন্য কতই না প্রচেষ্টা থাকে৷ পরিবারের সদস্যরা কে কি কিনল এগুলো নিয়ে প্রত্যেকের কাছে জিজ্ঞাসা করে নিশ্চিত হয়৷ কিন্তু বেশিরভাগ সময়ই প্রবাসী নিজের জন্য কিছুই কিনে না৷

বাড়ির সবাই নিজেদের চাহিদামতো সব কিছু না পেলে এ আবদার সেই আবদার করতেই থাকে৷ কিন্তু একজন প্রবাসী নিজের জন্য কি করছে তা জানতে বেশিরভাগ ক্ষেত্রে পরিবারের সদস্যদের মনে থাকে না৷
"ভোগে সুখ নাই ত্যাগেই প্রকৃত সুখ৷" ছেলেবেলায় বহুল পঠিত ভাব সম্প্রসারণের উৎকৃষ্ট উদাহরণ এই প্রবাসীরা৷

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে জুলাই, ২০১৫ সকাল ৮:৫৬

এ কে এম রেজাউল করিম বলেছেন:
"ভোগে সুখ নাই ত্যাগেই প্রকৃত সুখ৷" ছেলেবেলায় বহুল পঠিত ভাব সম্প্রসারণের উৎকৃষ্ট উদাহরণ এই প্রবাসীরা৷

২৮ শে জুলাই, ২০১৫ দুপুর ২:২৮

প্রবাসী ভাবুক বলেছেন: জি, ভাইজান৷ সমস্যা হল প্রবাসীদের ত্যাগের কথা খুব কম মানুষেই স্মরণ করে৷ তাদের ভালমন্দ দেখার জন্য পরিবার, সরকার কেউই গুরুত্ব দেয় না৷

২| ২৮ শে জুলাই, ২০১৫ দুপুর ২:৩৪

ভিটামিন সি বলেছেন: কিন্তু একজন প্রবাসী নিজের জন্য কি করছে তা জানতে বেশিরভাগ ক্ষেত্রে পরিবারের সদস্যদের মনে থাকে না৷
"ভোগে সুখ নাই, ত্যাগেই প্রকৃত সুখ৷"

কঠিনভাবে সহমত (নিজের জীবনে পরিক্ষিত)।

২৮ শে জুলাই, ২০১৫ দুপুর ২:৪৩

প্রবাসী ভাবুক বলেছেন: জি, ভাইজান৷ খেয়াল করবেন৷ উদাহরণ হিসেবে ঈদের কথাই বলি৷ পরিবারের সদস্য কার কি প্রয়োজন সবকিছু তারা বলতে ভুলবে না৷ কার জন্য কি কেনা প্রয়োজন তা হয়ত বারবার তাগাদা দিয়ে বলবে৷ কিন্তু আপনার জন্য কি কিনেছেন সে কথা জানতে তারা বেশিরভাগ ক্ষেত্রেই ভুলে যায়৷ আবার জিজ্ঞাসা করলেও আপনি আপনার জন্য কিছু কেনার টাকা রেখেছেন নাকি সব অর্থই তাদের জন্য পাঠিয়েছেন এটি জানতে তারা একেবারেই ভুলে যায়৷

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.