নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের দর্শন

পৃথিবীটা এমন একটি জায়গা যেখানে সবাই সুখী হতে চায়। কিন্তু খুব কম ব্যক্তিই সুখ উপভোগ করতে পারে। আর তাই সুখের পিছনে না ছুটে যে অবস্থায় আছেন, সেই অবস্থায়ই জীবনটাকে উপভোগ করুন।

প্রবাসী ভাবুক

সকলে মিলিয়া সাজাব সুন্দর পৃথিবীকে।

প্রবাসী ভাবুক › বিস্তারিত পোস্টঃ

এটাই কি দেশে বিচারের অবস্থা!

২৮ শে জুলাই, ২০১৫ দুপুর ১২:০১

বিচার ব্যবস্থা বর্তমানে শুধু ধনী, প্রভাবশালী এবং সরকারি দলের দখলে৷ আর বাকী সবার জন্য বিচার ব্যবস্থা এক নিপীড়নের নাম৷ এদের যেন বিচার পাওয়ার অধিকার নাই৷

কাউকে যদি হত্যাও করা হয় কিছু হবে না যদি আপনার অর্থ না থাকে; আপনি যদি প্রভাবশালী না হন; আপনি যদি সরকারি দলের লোক না হন৷ পুলিশ আপনার অভিযোগও নিবে না৷ আপনি অভিযোগ দায়ের করতে গেলে আপনাকে অপমান করে তাড়িয়ে দিবে পুলিশ৷

আমরা সাম্প্রতিক কয়েকটি আলোচিত হত্যা ঘটনায় দেখতে পাই৷ রাজন হত্যার পর রাজনের পিতা থানায় অভিযোগ দায়ের করতে গেলে থানার এসআই অভিযোগ তো গ্রহণ করেনি সাথে তাকে অপমান করে তাড়িয়ে দেয়৷ মিলন হত্যাও তৎকালিন সময়ে অত্যন্ত আলোচিত হওয়া সত্ত্বেও ৪ বছরে পুলিশ তার তদন্ত প্রতিবেদন পর্যন্ত প্রকাশ করে নাই৷

যে মামলা দুটির কথা বললাম তা, দেশের সবচেয়ে আলোচিত হওয়ার কারণ হত্যা দুটি করার ভিডিও ফুটেজ রয়েছে৷ যদি এত আলোচিত ও তথ্য প্রমাণ থাকা সত্ত্বেও মামলার এই পরিস্থিতি হয়ে থাকে, তাহলে অন্য হত্যা মামলার কথা না বললেও চলে৷ আর অভিযোগগুলো যদি হত্যার মত গুরুতর না হয়ে থাকে তাহলে শুধুমাত্র নীরবে কাঁদা ছাড়া সাধারণ মানুষের আর কোন উপায় নেই৷

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৮ শে জুলাই, ২০১৫ দুপুর ২:০৯

ঢাকাবাসী বলেছেন: এরকম ঘটনা শত শত আছে, কিচুই করার নেই।

২৮ শে জুলাই, ২০১৫ দুপুর ২:২৪

প্রবাসী ভাবুক বলেছেন: দেশে অহরহ এরকম ঘটনা ঘটছে কিন্তু দেখার কেউ নাই৷যেমন পারছে চালিয়ে যাচ্ছে৷ যার সামর্থ্য নাই সে নিয়মিত মার খাচ্ছে৷

২| ২৮ শে জুলাই, ২০১৫ দুপুর ২:২৩

মাঘের নীল আকাশ বলেছেন: কিছুই হবে না...এদেশের কিছুই হবে না...আমরা যেমন, আমাদের পুলিশ তেমন, আমাদের ডাক্তার তেমন, আমাদের আমলা তেমন, আমাদের নেতারাও তেমন!

২৮ শে জুলাই, ২০১৫ দুপুর ২:২৬

প্রবাসী ভাবুক বলেছেন: সাধারণ মানুষ সবাই তো আর খারাপ না৷ বরং বেশিরভাগই ভাল৷ কিন্তু তারা প্রভাবশালীদের চাপে অসহায়৷

৩| ৩১ শে জুলাই, ২০১৫ রাত ১:০৯

চাঁদগাজী বলেছেন:

পুলিশ এবং বিচারকদের অন্য দেশ থেকে আনা হয়নি, এরা জাতির শিক্ষিত অংশ।

সরকার, বিরোধীদল মিলে এদের এই অবস্হা করেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.