নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের দর্শন

পৃথিবীটা এমন একটি জায়গা যেখানে সবাই সুখী হতে চায়। কিন্তু খুব কম ব্যক্তিই সুখ উপভোগ করতে পারে। আর তাই সুখের পিছনে না ছুটে যে অবস্থায় আছেন, সেই অবস্থায়ই জীবনটাকে উপভোগ করুন।

প্রবাসী ভাবুক

সকলে মিলিয়া সাজাব সুন্দর পৃথিবীকে।

প্রবাসী ভাবুক › বিস্তারিত পোস্টঃ

নির্বাচন হলে দেশের মারাত্মক রকমের ক্ষতি

৩১ শে জুলাই, ২০১৫ বিকাল ৫:৫৫

বর্তমান সরকারের অধীনে সম্প্রতি আমরা কয়েকটি নির্বাচন দেখেছি৷ সর্বাগ্রে ৫ই জানুয়ারি ২০১৪ এর নির্বাচন৷ এরপর উপজেলা নির্বাচন৷ আর সর্বশেষ নির্বাচন ছিল ঢাকা ও চট্টগ্রামের তিনটি সিটি কর্পোরেশনের নির্বাচন৷সবগুলো বর্তমান সরকারের অধীনেই অনুষ্ঠিত হয়েছে৷

এদিকে আগামী জাতীয় সংসদ নির্বাচন শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের অধীনেই হবে বলে জানিয়েছেন জনপ্রশাসনমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। তাকে অবশ্য আওয়ামী লীগের সবচেয়ে নীতিবান নেতা হিসেবে জনসাধারণের মনে ধারণা ছিল৷

সৈয়দ আশরাফুল ইসলাম অবশেষে সত্যিকার আওয়ামী লীগার হিসেবে নিজেকে প্রতিষ্ঠার আপ্রাণ চেষ্টা করছেন তা তার বক্তব্য থেকে স্পষ্ট৷ সত্যিকার আওয়ামী লীগার বলতে আমি বর্তমান সময়ের নেতাকর্মীদের বুঝিয়েছি৷ শেখ মুজিবর রহমানের সময়ের কথা আমি বলছি না৷ কারণ অতীতে কি ছিল তা দিয়ে বর্তমানকে চালানো যাবে না৷ অতীতের গৌরব বা কুখ্যাতি যাই থাকুক সেটা দিয়ে নয় বরং বর্তমান দিয়েই বর্তমান আওয়ামী লীগকে মূল্যায়ন করতে হবে৷

বর্তমান সরকারের অধীনে অনুষ্ঠিত সামম্প্রতিক নির্বাচনগুলো দেখে নির্বাচন দেশের জন্য মারাত্মক ক্ষতিকর বলে মনে হয়েছে৷ সার্বিকভাবে বিবেচনা করলে উপকারিতা শুন্য তো নয়ই অপকারিতায় জর্জরিত৷

প্রথমত: নির্বাচন আয়োজন মানে দেশের কোটি কোটি টাকার অর্থের অপচয়৷

দ্বিতীয়ত: যারা ৫ই জানুয়ারির নির্বাচনে ভোট দিতে না যাওয়ার জন্য ভোটারদের দোষারোপ করেছিল তাদের উপজেলা ও তিন সিটি নির্বাচন দেখিয়ে দিয়েছে আসলে ভোট দিতে যাওয়ার দরকার নেই৷ বরং জোর জবরদস্তি করে ভোট দিতে চেষ্টা করলে নিজের জানটাও নিরাপদ নয়৷

তৃতীয়ত: নির্বাচনের আগে দুই পক্ষের সংঘর্ষে প্রাণ হানি অনিবার্য৷

চতুর্থত: আন্দোলনের নামে নিরীহ দিনমজুরের পেটে লাথি মারা হয়৷

পঞ্চমত: দেশের এই পাতানো নির্বাচনে আন্তর্জাতিক সংবাদে মাধ্যমে নেতিবাচক সংবাদ পরিবেশিত হয়৷ যা দেশের ভাবমূর্তিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে৷

ষষ্ঠত: সবচেয়ে গুরুত্বপূর্ণ ও নির্বাচনের মূল উদ্দেশ্য জনগণের ইচ্ছামাফিক প্রতিনিধি নির্বাচন সেটা সম্পূর্ণরূপে ব্যহত হয়৷

এভাবে লিখলে হয়ত শুধু লিখতেই থাকতে হবে৷ সত্যিকারের নির্বাচন যেহেতু সরকারের আসল উদ্দেশ্য নয় সেহেতু এত এত নেতিবাচক দিক বিবেচনা করে আগামীতে আর নির্বাচন না করলেই যত উপকার৷ আশা করব ভবিষ্যতে সরকার জনগণের অর্থের অপচয় ও জানমালের ক্ষতি করবে না৷

মন্তব্য ১৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ৩১ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:২৩

প্রামানিক বলেছেন: |-)

৩১ শে জুলাই, ২০১৫ রাত ৯:৫৫

প্রবাসী ভাবুক বলেছেন: ধন্যবাদ পড়া ও মন্তব্যের জন্য৷

২| ৩১ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:২৬

চাঁদগাজী বলেছেন:

এগুলো সঠিক নির্বচন হচ্ছে না; তবে, খালেদা জিয়ার মারাঠা লুন্ঠন ও পাকী আইএসআই'কে থামাতে এভাবেই হয়তো এগুটে হবে। জেনারেল জিয়া দেশকে ভুল পথে নিয়ে গিয়েছিল; উহাকে ঠিক পথে আনতে বেশী সময় চলে গেছে, এবং অনেক কিছু অস্বাভাবিক হচ্ছে।

আশরাফ ভালো মানুষ, কিন্তু গ্রেনেড যে উনার গায়ে পড়বে না, সেটার নিশ্চয়তা কে দেবে?

৩১ শে জুলাই, ২০১৫ রাত ১০:০১

প্রবাসী ভাবুক বলেছেন: একটা অন্যায়কে আরেকটা অন্যায় দিয়ে ঠেকানোটাও অন্যায়৷ বর্তমান সরকারেরও ন্যায় নীতি বলে কিছু নাই৷ যে মুজিবের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী ইনু এখন এই সরকারের মন্ত্রী৷ বর্তমানে যেটা চলছে সেটা শুধু স্বার্থ ও ক্ষমতার লোভেই চলছে৷ এখানে দেশকে সঠিক পথে আনার জন্য নয়৷ যাইহোক আমি যেটা বলতে চাচ্ছি তা হল, নির্বাচনের নামে প্রহসন করে দেশের সম্পদ, জানমালের ক্ষতি করার প্রয়োজন নাই৷ নির্বাচন হলে সুষ্ঠু হতে হবে৷ না হলে সিটি নির্বাচন মার্কা নির্বাচন করাটা বড় ধরনের অপরাধ৷

৩| ৩১ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৪০

তৌফিক মাসুদ বলেছেন: আমি আর নির্বাচন নিয়ে মাথা ঘামাই না। শুধু শান্তিতে থাকতে চাই। মানুষ শান্তিতে থাকলেই দেশের উন্নয়ন হবে।

৩১ শে জুলাই, ২০১৫ রাত ১০:০৫

প্রবাসী ভাবুক বলেছেন: আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের লোকজন ছাড়া কারও কথা বলারও ক্ষমতা নাই৷ আওয়ামী লীগের লোকজন অন্যের সম্পদকেও নিজের সম্পদ হিসেবে ভোগদখল করছে আমার নিজের এলাকায়৷তাদের বিরুদ্ধে কথা বললে গুম, খুন অনিবার্য৷ বলেন, দেশের মানুষ নয়৷ আওয়ামী লীগাররা শান্তিতে আছে৷

৪| ৩১ শে জুলাই, ২০১৫ রাত ৮:৪২

মিজভী বাপ্পা বলেছেন: সরকারের অধীনে নির্বাচন হওয়া মানে ঐ সরকার পুণরায় ক্ষমতায় বসা সমান। এতে স্বচ্ছতার প্রমাণ হয় না। কেননা যদি ঐ ক্ষমতাবান সরকার নিজের কর্মের প্রতি এবং জনগণের কল্যাণের জন্য কাজ করে তাহলে তো উনার অধীনে নির্বাচন দেয়ার তো কোন প্রশ্ন আসে না। ঐ দলের বলা উচিত নির্বাচন যার অধীনেই হোক জনগণের ইচ্ছা থাকলেই অবশ্যই আবার নির্বাচিত করবে। মূল কথা হল এই সরকার জনগণকে তথা দেশকেই বিশ্বাস করে না। তাই আর কি নিজের অধীনে নির্বাচন দিতে চায় :(

৩১ শে জুলাই, ২০১৫ রাত ১০:০৭

প্রবাসী ভাবুক বলেছেন: গত কয়েকটি নির্বাচন দেখার পর এটুকুই বলা যায়, এসব নির্বাচন শুধু বহুমুখী ক্ষতিই বয়ে আনছে৷ তাই এরকম নির্বাচনের পূর্বাভাস থাকলে নির্বাচন না হওয়াই ভাল৷

৫| ৩১ শে জুলাই, ২০১৫ রাত ১০:৩৪

চাঁনপুইরা বলেছেন: @ চাঁদ গাজী- "এগুলো সঠিক নির্বচন হচ্ছে না; তবে" তবে ঘোড়ার ডিম। ঘুরে ফিরে সেই একই ভাঙা রেকর্ড - ৮/৯ বছর আগে গোলাপি বেগম গং কি করে ছিল( যার জন্য এখনও লাথি উস্ঠা খাচ্ছে ) ৩৫ বছর আগে কোন জেনারেল কি আকাম করছিল সেসব দিয়া কি আর কত নোংরা দুর্গন্ধ ঢাকতে চান? ঢাকুন, ভানুর ভাষায় - ব্রেশ ব্রেশ। আপানদের মত জ্ঞানী বুজদার লোকের এই রকম পাশ কাটানো মন্তব্য আর দুঃশাসনের প্রতি সমর্থন থাকলে তো আপনার হাসিনা রাজ যা করছে আর কিছু দিন পরে কিন্তু " এগুলো সঠিক নির্বচন হচ্ছে না;" এইটুকু বলাও কিন্তু নিষিদ্ধ এবং ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হবে, মনে রাখবেন।

০১ লা আগস্ট, ২০১৫ দুপুর ১২:৩৫

প্রবাসী ভাবুক বলেছেন: জ্ঞানী চাঁদগাজী ভাই কিন্তু শেখ হাসিনার কোন অন্যায় খেয়াল করেন না৷ গুম, খুন, হত্যা, দুঃশাসন, পত্রিকার টুটি চেপে ধরা, নির্বাচনের নামে প্রহসন, মুক্তিযোদ্ধার ছেলের কাছ থেকে মন্ত্রণালয় কেড়ে নিয়ে রাজাকারের ছেলেকে দেওয়া এগুলোর কোনটাই তার চোখে অপরাধ নয়৷কবে কে কি করেছিল সেই ভাঙ্গা রেকর্ড বাজাতে থাকে৷

৬| ০১ লা আগস্ট, ২০১৫ বিকাল ৪:২২

সত্যের পথে আরিফ বলেছেন: বীরুধিদলগুলু তাবিজ কবজের আশ্রয় নিতে পারে।

০১ লা আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:২০

প্রবাসী ভাবুক বলেছেন: বিরোধী দলগুলো কিসের আশ্রয় নিবে সেটা সম্পূর্ণ তাদের ব্যাপার৷ তবে সরকার নির্বাচন এর নাম করে জনগণকে ধোঁকা দিবে এটা কষ্টকর৷

৭| ০২ রা আগস্ট, ২০১৫ সকাল ১১:৩৬

ঢাকাবাসী বলেছেন: নির্বাচন টির্বাচন তো আজকাল আর হয় টয় না!..... হয়। মাঝখান থেকে জনগনের করের টাকার শ্রাদ্ধ হয় আর ... পকেট মোটা হয়। হাজার হাজার কোটি টাকা খরচ হলে তো ওদেরই লাভ! ১০০% কমিশন! দশ টাকার কেনাকাটায় ৫ টাকা কমিশন!

০৩ রা আগস্ট, ২০১৫ দুপুর ১:৫১

প্রবাসী ভাবুক বলেছেন: কমিশন আর মাঝখানে জনগণকে নির্বাচনের কথা বলে ধোঁকা দেওয়া৷

আপনাকে ধন্যবাদ৷

৮| ০২ রা আগস্ট, ২০১৫ দুপুর ১২:১৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: হিরক রাজার দেশ বললে হিরক রাজাও মাইন্ড করতে পারে!

মগের মুল্লুক বললে মগরা কবর থেকে উঠে প্রতিবাদ করতে পারে!

এমনই এক মাৎসানায় সময় চলছে! হীন নিলজ্জভাবে একনায়কতন্ত্র, অগণতান্ত্রিক অনির্বাচিত সরকারকে সমর্থন করে চামচাশী করে কিছু লোক লেখে! প্রপাগান্ডা মেমিন চালায়- তারা ৭১এ থাকলে নিগ্গাত বড় মাপের রাজাকার হতো- !!!এখনও তাদের আচরন তাদের স্বার্থান্ধ চরিত্রকেই ফুটিয়ে তুলছে!!!! শেইম অন দেম!!!

স্বৈরাচারিতা থেকে দেশ মুক্তি পাক -গণতন্ত্রের মুক্তি হোক।

০৩ রা আগস্ট, ২০১৫ রাত ৮:০০

প্রবাসী ভাবুক বলেছেন: আমাদের নীতিটাই এরকম৷স্বার্থের সাথে সংঘাত একদমই পছন্দ করি না৷ নিজের স্বার্থের জন্য অন্যায়কেও ন্যায় বলতে কুন্ঠাবোধ করি না৷

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.