নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের দর্শন

পৃথিবীটা এমন একটি জায়গা যেখানে সবাই সুখী হতে চায়। কিন্তু খুব কম ব্যক্তিই সুখ উপভোগ করতে পারে। আর তাই সুখের পিছনে না ছুটে যে অবস্থায় আছেন, সেই অবস্থায়ই জীবনটাকে উপভোগ করুন।

প্রবাসী ভাবুক

সকলে মিলিয়া সাজাব সুন্দর পৃথিবীকে।

প্রবাসী ভাবুক › বিস্তারিত পোস্টঃ

অবৈধভাবে ক্ষমতা দখলকারী অপরাধী হলে, একজন অপরাধী কিভাবে প্রধানমন্ত্রীর বিশেষ দূত হয়?

০৩ রা আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:১২

অসাংবিধানিকভাবে ক্ষমতা দখল করা মারাত্মক অপরাধ৷ অবৈধভাবে কেউ ব্যক্তিগত কিছু করলে সে বা তার আশপাশের কিছু মানুষ ভুক্তভোগী হয়৷ কিন্তু রাষ্ট্রক্ষমতা দখল করলে পুরো দেশটাই অ্যাফেক্টেড হয়৷

অসাংবিধানিকভাবে ক্ষমতা দখল করা কোনো রাষ্ট্রপতি অবসরভাতাসহ অন্যান্য সুবিধা পাবেন না। এমন বিধান রেখে নতুন আইন করতে যাচ্ছে সরকার, যা আজ সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে চূড়ান্ত অনুমোদন পেয়েছে।

সংবিধানের সপ্তম সংশোধনী বাতিল করে ২০১০ সালে হাইকোর্টের রায়ে খন্দকার মোশতাক আহমেদ, আবু সা’দাত মোহাম্মদ সায়েম ও জিয়াউর রহমানের মতো এইচ এম এরশাদকেও অবৈধ ক্ষমতা দখলকারী হিসেবে উল্লেখ করা হয়।

কথা হল, এখন তো এইচ এম এরশাদ প্রধানমন্ত্রী বিশেষ দূত! অবৈধভাবে ক্ষমতা দখলকারী রাষ্ট্রপতি কিভাবে প্রধানমন্ত্রীর বিশেষ দূত হয়? নাকি নিজে ক্ষমতায় থাকলে কোন কিছু অবৈধ হলে নিজের স্বার্থে বৈধ মনে হয়৷

তাছাড়া বৈধ অবৈধতার মাফকাঠি কী? ৫% ভোটেও কি বৈধ সরকার হয়? জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সরকার নির্বাচিত হওয়ার কথা৷ কিন্তু নির্বাচনের আগেই যেহেতু ১৫৩ আসন পেয়ে সরকার নির্বাচিত হয়ে যায় তাদেরও যে পরবর্তীতে অবৈধ ঘোষণা করবে না তার প্রমাণ কি?

যদিও আমি এই আইনটি করার পক্ষে, তবে সেটা কোন নির্বাচিত সরকার এই ধরণের আইন করলে সকলের গ্রহণযোগ্যতা পেত৷ নিজেরই যদি বৈধতা নিয়ে প্রশ্ন থাকে সে নিজে বৈধ অবৈধতার নির্ধারক হলে সেটা বড় বেমানান দেখায়৷

মন্তব্য ১১ টি রেটিং +১/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০৩ রা আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:২৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: তাছাড়া বৈধ অবৈধতার মাফকাঠি কী? ৫% ভোটেও কি বৈধ সরকার হয়? জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সরকার নির্বাচিত হওয়ার কথা৷ কিন্তু নির্বাচনের আগেই যেহেতু ১৫৩ আসন পেয়ে সরকার নির্বাচিত হয়ে যায় তাদেরও যে পরবর্তীতে অবৈধ ঘোষণা করবে না তার প্রমাণ কি?

উপরে থুতু মারলে নিজের গায়েই ফিরে আসে!

০৩ রা আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৩১

প্রবাসী ভাবুক বলেছেন: আইনটির অবশ্যই ভাল দিক আছে৷ কারণ এতে অবৈধভাবে ক্ষমতা দখল কিছুটা নিরুৎসাহিত হতে পারে৷ অবশ্য যে অবৈধভাবে ক্ষমতা দখল করে সে হয়ত এত কিছু ভাবে না৷

আইনটি প্রণয়ন এমন একটি সরকার করছে যাদের নিজেদের বৈধতা নিয়েই প্রশ্ন রয়েছে৷

পঠন ও মন্তব্যের জন্য ধন্যবাদ৷

২| ০৩ রা আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৪৮

শতদ্রু একটি নদী... বলেছেন: এইখানেই কবি নীরব থাকবে। যে নাকি ভীষন সৈরাচার, সেই এখন বিশেষ দুত। এইসব কি প্রধানমন্ত্রীর জাইনা শুইনা বুইঝা করা আপোষ কিংবা ভন্ডামী না? বিশ্ব বেহায়াটা এখনো সরকারের বিশেষ দুত, কারন আমরা নিজেরাই আসলে এক বেহায়া জাতি, যারে যা খুশী বইলা গাইলাই, তারেই মাথায় তুইলা রাখি।

০৩ রা আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৫৫

প্রবাসী ভাবুক বলেছেন: স্বার্থের তরে আমরা শত্রুকে মিত্র করি৷ আর স্বার্থের সংঘাতে আমরা পরম মিত্রকে চরম শত্রুতে পরিণত করি৷সবই স্বার্থের খেলা৷ পরের বেলায় নীতিকথা দারুন মিষ্ট হলেও নিজের ক্ষেত্রে সেটা মারাত্মক তিক্ত৷

৩| ০৩ রা আগস্ট, ২০১৫ রাত ১১:৪৩

হাবিবুর রাহমান বাদল বলেছেন: দের বেলায় লীলাখেলা দোষ যত সব পরের বেলা। যাকে বলে চোরের মায়ের বড় গলা।

০৪ ঠা আগস্ট, ২০১৫ রাত ২:৩৭

প্রবাসী ভাবুক বলেছেন: ঠিকই একই কাজ কৃষ্ণের বেলা লীলা আর অন্যের বেলায় অপরাধ৷ এগুলো সবাই বোঝে কিন্তু দেখেও কিছু বলার উপায় নাই৷

৪| ০৩ রা আগস্ট, ২০১৫ রাত ১১:৪৫

হাবিবুর রাহমান বাদল বলেছেন: তাদের বেলায় লীলাখেলা দোষ যত সব পরের বেলা। যাকে বলে চোরের মায়ের বড় গলা।

৫| ০৪ ঠা আগস্ট, ২০১৫ সকাল ৮:২৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: অসাংবিধানিক হলেই কি তা অবৈধ?সে হিসাব করলে তো ৭২ এর সরকার,৯০ এর কেয়ারটেকার,মইন ইউ এর আন্ডারে নির্বাচন সবই অবৈধ।
আবার সাংবিধানিক হলেই কি সাত খুন মাফ?বাকশাল,ইনডেমনিটি,কেয়ারটেকার বাতিল,৫ই জানুয়ারী,ডাসিক ও চসিক নির্বাচন সবইতো সাংবিধানিক।
রাজনীতিবিদদের নির্লজ্জ স্ববিরোধী বেহায়াপনায় আর অবাক হইনা
তবে মাঝে মাঝে মনে হয় সংবিধানই বোধহয় জাতির সব চেয়ে বড় গলার কাঁটা।এ যেনো আলাদীনের চেরাগ।চেয়ার যার সংবিধান তার।
''শীল পাটার নুড়ানুড়ি
জাতি কয় মরি মরি''

০৪ ঠা আগস্ট, ২০১৫ দুপুর ২:১৭

প্রবাসী ভাবুক বলেছেন: অতি যুক্তিপূর্ণ কথা৷ চেয়ারই সবচেয়ে গুরুত্বপূর্ণ৷ আর দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা মানে হল তারা সংবিধানের এডিটর৷ যখন যেভাবে ইচ্ছা নিজের সুবিধামতো এডিট করে৷ অন্যান্য পুস্তকের মতো সংবিধান এডিটের সময় পাঠকের কথা মাথায় নিয়ে এডিট করা লাগে না৷ তাই শুধু নিজের সুবিধামতো পরিবর্তন করে নিজের অপকর্মগুলোকে সাংবিধানিক করে নেয়৷

৬| ০৪ ঠা আগস্ট, ২০১৫ দুপুর ২:২২

ঢাকাবাসী বলেছেন: আস্তে কন ঘারে তো একটাই মাথা, নাকি?

০৪ ঠা আগস্ট, ২০১৫ দুপুর ২:৩০

প্রবাসী ভাবুক বলেছেন: বেশি ভয় দিয়েন না৷ তাহলে কিন্তু দেশের সব মানুষ যেভাবে ভয়ে চুপসে আছে আমিও ঠিক সেভাবে চুপসে যাব৷

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.