নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের দর্শন

পৃথিবীটা এমন একটি জায়গা যেখানে সবাই সুখী হতে চায়। কিন্তু খুব কম ব্যক্তিই সুখ উপভোগ করতে পারে। আর তাই সুখের পিছনে না ছুটে যে অবস্থায় আছেন, সেই অবস্থায়ই জীবনটাকে উপভোগ করুন।

প্রবাসী ভাবুক

সকলে মিলিয়া সাজাব সুন্দর পৃথিবীকে।

প্রবাসী ভাবুক › বিস্তারিত পোস্টঃ

সবচেয়ে সহজ কাজটিকেই আমরা জটিল করে ফেলি৷

০৬ ই আগস্ট, ২০১৫ দুপুর ১:৪০

মায়ের মমতা ভরা হাসির মধ্যে নেই কোন লোভ, নেই কোন প্রাপ্তির আশা, নেই কোন ঈর্ষা৷ যা আছে তার পুরোটাই সন্তানের প্রতি মায়ের ভালবাসা৷ মায়ের হাসিটা সম্ভবত পৃথিবীর সবচেয়ে পবিত্র হাসি৷ আর কারও হাসি নিখাদ নাও হতে পারে৷

মায়ের মুখে হাসি ফোটানো পৃথিবীর সবচেয়ে সহজ কাজ৷ সামান্য প্রাপ্তি, সন্তানের সামান্য যত্নই মায়ের সন্তুষ্টির জন্য যথেষ্ট৷ সন্তানের সুখেও মায়ের মুখে হাসি ফোটে৷

পিতাও তার জীবনের সকল কষ্ট সহ্য করে হলেও সন্তানকে সুখী রাখতে চায়৷ সন্তানের উজ্বল ভবিষ্যতের জন্য যেকোন কিছু করতে প্রস্তুত থাকে৷ শুধু সন্তানের লালনপালনের জন্য পৃথিবীর নিকৃষ্টতম কাজ করতেও প্রস্তত থাকে পিতামাতা৷

সন্তানের কোন সুখবরে পৃথিবীর সবার চেয়ে বেশি খুশি হন পিতামাতা৷ পিতামাতাকে খুশি করার মত সহজ কাজ সম্ভবত পৃথিবীতে আর কোনটিই নাই৷ তাদের কোন কিছু দিতে না পারলেও শুধু সেবার মানসিকতা দেখালেই তারা সন্তুষ্ট৷ অথচ আমরা অনেকেই এই সহজ কাজটিকেই পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ মনে করে ফেলি৷ পিতা মাতাকে আমরা বৃদ্ধাশ্রমে দিতেও কুন্ঠাবোধ করি না৷

অনেক সময় স্ত্রী সন্তানদের স্বাচ্ছন্দ্যে রাখার জন্য পিতামাতাকে কষ্ট দিই৷ একবারও কি ভাবি আমার পিতামাতাও আমি যেমন আমার সন্তানকে ভালবাসি তারাও তেমন আমাকে ভালবাসে৷ বৃদ্ধ বয়সে তাদেরকে যেন অসহায়ের মত দূরে ঠেলে না দিই৷
সৃষ্টিকর্তা আমাদের প্রত্যেককেই যেন এই অনুধাবন শক্তি দান করে৷

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৬ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:১৬

সুমন কর বলেছেন: সৃষ্টিকর্তা আমাদের প্রত্যেককেই যেন এই অনুধাবন শক্তি দান করে৷

আমিন।

০৯ ই আগস্ট, ২০১৫ সকাল ১১:৩৯

প্রবাসী ভাবুক বলেছেন: আমিন! ধন্যবাদ আপনাকে৷

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.