নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের দর্শন

পৃথিবীটা এমন একটি জায়গা যেখানে সবাই সুখী হতে চায়। কিন্তু খুব কম ব্যক্তিই সুখ উপভোগ করতে পারে। আর তাই সুখের পিছনে না ছুটে যে অবস্থায় আছেন, সেই অবস্থায়ই জীবনটাকে উপভোগ করুন।

প্রবাসী ভাবুক

সকলে মিলিয়া সাজাব সুন্দর পৃথিবীকে।

প্রবাসী ভাবুক › বিস্তারিত পোস্টঃ

সরকারের সদিচ্ছাই পারে ব্লগার হত্যা বন্ধ করতে৷

১২ ই আগস্ট, ২০১৫ দুপুর ১:৫১

মুক্তমনা নামধারী নাস্তিকরা দেশে বেশি আস্কারা পেয়েছে যখন নাস্তিক ব্লগার থাবা বাবা ওরফে রাজিব হায়দার খুন হওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে মহান সংসদে দাড়িয়ে দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ ঘোষনা করে তার শোকে তিন মিনিট নিরবতা পালন করেন৷তার পরিবারকে সমবেদনা জানাতে প্রধানমন্ত্রী তার বাড়ি পর্যন্ত যান৷ তখন থেকে নাস্তিকতা আরও বেশি উৎসাহিত হয়েছে৷ নাস্তিকরা মনে করেছে তারা মুক্তিযোদ্ধা এবং ধর্মবিরোধী লেখালেখি করলে রাষ্ট্রীয় সম্মান জুটবে৷ তখন অনেকেই প্রকাশ্যে ইসলাম ধর্ম, আল্লাহ, নবী রাসুলসহ বর্তমান কালের আলেম ও ধর্মভীরুদের গালি দিতে থাকে৷এর আগে ধর্মবিরোধী লেখালেখি করলেও প্রকাশ্যে তা জানাতে সাহস পেত না৷

সরকার যখন দেখল দেশের সাধারণ মানুষ এটা স্বাভাবিক ভাবে নিচ্ছে না, ভোটের রাজনীতিতে আওয়ামী লীগ মারাত্মক ভাবে পিছিয়ে পড়ছে, আওয়ামী লীগের নামে নাস্তিক তোষণকারী ট্যাগ যুক্ত হয়ে গেছে তখনই সরকার নাস্তিকদের পক্ষ থেকে সরে নিষ্ক্রিয় ও নিরপেক্ষ ভূমিকায় অবতীর্ণ হওয়ার বৃথা চেষ্টা শুরু করেছে৷ নাস্তিকতা দেশে অনেকটা মহামারী আকার ধারণ করেছে৷ আর কিছু চরমপন্থী তাদের নিঃশেষ করতে বৃথা চেষ্টায় লিপ্ত হয়েছে৷

সরকারের বর্তমান অবস্থান হল, 'ধরি মাছ না ছুঁই পানি৷' কোন পক্ষই যেন অসন্তুষ্ট না হয় সরকার সেই প্রচেষ্টায় ব্যস্ত৷ নাস্তিকতাকে সমর্থন করলে দেশের ধর্মপ্রাণ মানুষ বিপক্ষে গেলে ভোটের হিসাবে টান পড়ে৷ ঠিক তেমনি নাস্তিকদেরও প্রয়োজন হয় গণজাগরণ মঞ্চের মত সরকার সমর্থিত আন্দোলনের জন্য৷ ফলাফল সরকার নিষ্ক্রিয়৷ এতে নাস্তিকতা ও চরমপন্থী উভয় পক্ষই উৎসাহিত হচ্ছে৷

সরকারের কঠোর অবস্থানই এখন উভয় পক্ষকে নিস্ক্রিয় করতে পারে৷ ধর্মীয় অনুভূতিতে আঘাত ও যারা আইন নিজের হাতে তুলে নিচ্ছে তাদের উভয়কে বিচারের আওতায় আনলেই হয়ত স্বাভাবিক অবস্থা ফিরে আসবে বলে আশা করা যায়৷

মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১২ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:২১

হতভাগা রাজু বলেছেন: ভাল বলেছেন

১২ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:২৪

প্রবাসী ভাবুক বলেছেন: পঠন ও মন্তব্যের জন্য ধন্যবাদ৷

২| ১২ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:৩৫

হোৎকা বলেছেন: তথাকথিত ব্লগার কারা হত্যা করছে কোন ধরনা আছে ? নাসতিক আর ইসলামবিরোধী কি এক ?

১২ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:৪৪

প্রবাসী ভাবুক বলেছেন: আমি পুলিশ বা গোয়েন্দা সংস্থার লোক নই বা তথ্যমন্ত্রীর মত তদন্ত ছাড়াই তথ্য দেওয়ার ক্ষমতাও নেই৷ তাই হত্যা কারা করছে এটারও নির্দিষ্ট কোন গ্রুপের কথা বলা আমার দ্বারা সম্ভব নয়৷ তবে আমি যতদূর জানি, যারা খুন হয়েছে এদের সবাই ইসলাম বিরোধী লেখা লিখত৷ সাথে নিজেদেরকে নাস্তিক বলেই দাবী করত৷ সুতরাং তাদেরকে স্বঘোষিত নাস্তিক বলা যেতে পারে৷

৩| ১৯ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:৩৩

বিদেশ পাগলা বলেছেন: বর্তমানে অপ্রিয় সত্য না বলা ভাল । কারণ সত্য বলা আর যুদ্ধ করা প্রায় একই কথা । বিশ্বে যারা সত্যের পথে সংগ্রাম , প্রতিবাদ ও যুদ্ধ করছে তাদের স্বাধীনতা কামী অথবা মুক্তিযোদ্ধা না বলে উল্টো সন্ত্রাসী বিচ্ছিন্নতাবাদী বলে গাল দেওয়া হচ্ছে ! এটা হচ্ছে মিডিয়া-প্রচার মাধ্যম ও গায়ের জোরের তৈরী অষ্টম আশ্চার্য .....!

০৪ ঠা নভেম্বর, ২০১৫ রাত ৩:৫৭

প্রবাসী ভাবুক বলেছেন: 'জোর যার মুলুক তার'-কথাটি চিরায়ত সত্য৷ এখানে যার জোর বেশি আছে সে যেটা বলছে সেটা মেনে নিতে বাধ্য হচ্ছে৷স্বাভাবিক নিয়মেই প্রতিবাদীরা হচ্ছে সন্ত্রাসী৷

৪| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ ভোর ৪:০৬

গেম চেঞ্জার বলেছেন: সরকারের সদিচ্ছাও হবে না আর ... বন্ধও হবে না।

০৪ ঠা নভেম্বর, ২০১৫ ভোর ৪:১৫

প্রবাসী ভাবুক বলেছেন: জি, সদিচ্ছা যে কেন হবে না সেটাও উল্লেখ করেছি৷ সরকার সবাইকে খুশি রাখতে চায়৷সরকারের পক্ষে শ্লোগানের প্রয়োজনে নাস্তিকদের এবং ভোটের প্রয়োজনে ধর্মপ্রাণ জনসাধারণকে উভয় কুল রক্ষা করতে গেলে যা হবার ঠিক তাই হচ্ছে৷

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.