নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের দর্শন

পৃথিবীটা এমন একটি জায়গা যেখানে সবাই সুখী হতে চায়। কিন্তু খুব কম ব্যক্তিই সুখ উপভোগ করতে পারে। আর তাই সুখের পিছনে না ছুটে যে অবস্থায় আছেন, সেই অবস্থায়ই জীবনটাকে উপভোগ করুন।

প্রবাসী ভাবুক

সকলে মিলিয়া সাজাব সুন্দর পৃথিবীকে।

প্রবাসী ভাবুক › বিস্তারিত পোস্টঃ

এসব দল এখনও কেন রাজনীতি করে এদেশে?

২৭ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:৩৬

বাংলাদেশে বেশ কিছু সাইনবোর্ডধারী 'জাসদ', 'বাসদ', 'ওয়াকার্স পার্টি' ইত্যাদি নামে কথিত বামপন্থী দল আছে৷ এসব দলের আসল উদ্দেশ্য কি তারা নিজেরাও জানে না৷ সমাজতন্ত্রের বুলি আওড়ালেও বাস্তবে সমাজতন্ত্রের মতাদর্শে গণতান্ত্রিক উপায়ে শুধু বাংলাদেশ কেন আধুনিক বিশ্বের কোন দেশেই সমাজতান্ত্রিক সরকার গঠন অলীক কল্পনা৷

এই দলগুলো শুধুমাত্র সাইনবোর্ড সর্বস্ব হয়ে নির্বাচনে কোন একটি দলের সাথে দরকষাকষি করে ক্ষমতার সাথী হয়ে কিছু ভাগবন্টনের অংশীদার হওয়াই এসব দলের মূল লক্ষ্য৷ আর বাস্তবেও এসব দল ক্ষমতা ও ভাগ বন্টনের লোভে যেকোন আদর্শের দলের সাথে যুক্ত হয়ে জোট গঠন করতে পারে৷

জনস্বার্থহীন, অস্তিত্বহীন ও অবাস্তব ধারণার এই দলগুলোকে যতদ্রুত সম্ভব রাজনীতি থেকে বিদায় করাটাই বেশি যুক্তিযুক্ত৷ কারণ এসব দল সমাজকে কিছুই দিতে তো পারবেই না সাথে সাইনবোর্ডধারী নেতারা শুধু জনগণের সম্পদ লুটে খাওয়ার ধান্দা খোঁজায় ব্যস্ত৷

মন্তব্য ২০ টি রেটিং +০/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৭ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:৪৮

মাঘের নীল আকাশ বলেছেন: হুমমম...এই সব বামপন্থীরা শেষ বয়সে ক্ষমতায় যাবার জন্য ইউটার্ন নিয়ে ডানদিকে চলে আসে...তখন এদের আসল রূপ দেখা যায়। যেমন, নাহিদ, দিলীপ বড়ুয়া, লেলিন, ইনু, মেনন...!!!

২৭ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:৫৩

প্রবাসী ভাবুক বলেছেন: বাংলাদেশে তো বটেই, বর্তমান বিশ্বেই গণতান্ত্রিক উপায়ে এই ধারণার রাষ্ট্র গঠন অসম্ভব সেখানে এরা কোন উদ্দেশ্যে এখনও রাজনীতি করে তা উল্লেখ্য ব্যক্তিদের দেখলেই বোঝা যায়৷

২| ২৭ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:৫১

ছাসা ডোনার বলেছেন: এদের উদ্দেশ্য একটাই আওয়ামীলীগ বা বিনপি যেই ক্ষমতায় থাকুক তাদের পাচেটে দেওয়া আর কিছু সমর্থ্যক আছে তাদেরকে দিয়ে নিজ নিজ এলাকায় চাঁদাবাজী করে বড়লোক হওয়া। সাধারন মানুষদের সাথে ধুকা বাঁজি করা। তাছাড়া দেখা যায় এরা বড় দলের সাথে আত্মীয়তা করে নিজস্ব ফয়দা লুটে নেয়। এদের কাছ থেকে ভাল কিছু আশা করা যায় না। সবচেয়ে বড় কথা হলো যারা রাজনীতি করে সবাই আত্মীয় তাই যত চিল্লাচিল্লি করা হোক কোন সরকারই পাতি দলগুলোকে বন্ধ করবে না।

২৮ শে আগস্ট, ২০১৫ সকাল ১০:৪৩

প্রবাসী ভাবুক বলেছেন: যেসব দলের কোন ভবিষ্যৎ, সম্ভাবনা বা কোন রাজনৈতিক আদর্শ নেই সেই সব আদর্শহীন ভাবে রাজনীতি করার অর্থ হল রাষ্ট্রের অপকারী কীট হিসেবে কাজ করা৷

৩| ২৭ শে আগস্ট, ২০১৫ রাত ৮:৪২

রূপক বিধৌত সাধু বলেছেন: তুচ্ছ-তাচ্ছিল্য করেন কেন, ভাই? এদেরও সময় ছিল একসময় । এখন অবশ্য অাস্তাকুঁড়ের মতো অবস্থা!

২৮ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:৩১

প্রবাসী ভাবুক বলেছেন: তুচ্ছ-তাচ্ছিল্য নয় ভাই৷ তাদের বাস্তব অবস্থার কথাটিই বললাম৷ ধন্যবাদ সাধু৷

৪| ২৭ শে আগস্ট, ২০১৫ রাত ৯:৫৭

এম. আরাফাত মাহমুদ বলেছেন: লক্ষ্য সবারই থাকে ভাই। কিন্তু পারে না। তারাও চায় তাদের মত করে ক্ষমতা চালাতে কিন্তু পারে না। আমি নিজেও বুঝি না তারা দেশের কি উপকার করে বর্তমানে?

২৮ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:৩৫

প্রবাসী ভাবুক বলেছেন: তারাও চায় তাদের মত করে ক্ষমতা চালাতে কিন্তু পারে না এবং পারার কোন সম্ভাবনাও নাই তা তারা ভাল করে জানার পরও সুবিধাবাদী সেজে কারও সাথে থেকে শুধু সুবিধাটুকুই গ্রহণ করে৷ ধন্যবাদ মাহমুদ ভাই৷

৫| ২৮ শে আগস্ট, ২০১৫ সকাল ৭:১০

চাঁদগাজী বলেছেন:

সমাজতন্ত্র দিয়ে শুরু, খালেদাতন্ত্র দিয়ে শেষ, রাজনীতিবিদ কাজী জাফর।

২৮ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:১৬

প্রবাসী ভাবুক বলেছেন: মতিয়া চৌধুরীসহ আরও অনেককেই একই ক্যাটাগরির পাওয়া যাবে যারা সমাজতন্ত্র দিয়ে শুরু করে খালেদাতন্ত্র, হাসিনাতন্ত্র, এরশাদততন্ত্র ইত্যাদি দিয়ে শেষ বা চলমান অবস্থায় আছে৷ সমাজতন্ত্র নামক দলগুলোর বিলুপ্তি আরও আগে হওয়া উচিত ছিল৷

৬| ২৮ শে আগস্ট, ২০১৫ সকাল ৭:১৩

চাঁদগাজী বলেছেন:

এরা সবাই বোম্বাই হাজী।

সমাজতন্ত্র কঠিন সায়েন্স, বাংগালীর মাথায় ঢুকবে না।

২৮ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:৫১

প্রবাসী ভাবুক বলেছেন: সমাজতন্ত্র কঠিন সায়েন্স হতে পারে৷ তবে এটা বর্তমান বিশ্বে একটি পরিত্যক্ত সায়েন্স৷ বিশ্বের যেসব রাষ্ট্রে এই কঠিন সায়েন্সের প্রয়োগ ছিল তার প্রত্যেকটিই এর কুফল ভোগ করে বাধ্য হয়ে সবাই এখন পুঁজিতন্ত্রের দিকেই চলে এসেছে৷ এই সমাজতন্ত্রের কুপ্রভাবে যে সব দেশ বিভক্ত হয়েছিল তারাই তা প্রমাণের জন্য যথেষ্ট৷ এর মধ্যে কোরিয়া ও জার্মানি সবচেয়ে উৎকৃষ্ট উদাহরণ৷ পূর্বজার্মানি যদিও পশ্চিম জার্মানির সাথে মিলিত হয়ে রক্ষা পেয়েছে৷ কিন্তু উত্তর কোরিয়ার ভাগ্যে সেটা জোটে নাই৷

৭| ২৮ শে আগস্ট, ২০১৫ সকাল ৯:৩৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: দিলীপ বড়ূয়ার সাম্যবাদী দলকে কি বলবেন?
দোষ এদের নয়,বড় দলগলোই নিজেদের হীন প্রয়োজনে উচ্ছিষ্টভোজী রাবার স্ট্যাম্প দলগুলোকে পোষে

২৮ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:২৩

প্রবাসী ভাবুক বলেছেন: ভাই, বড় দলগুলো তাদের প্রয়োজনে বিশেষ করে জোটে দলের সংখ্যা ভারী করার জন্য এদের ব্যবহার করে৷ আর এরাও ব্যবহৃত হয় সুবিধাভোগের আশায়৷

৮| ২৯ শে আগস্ট, ২০১৫ সকাল ১০:৪৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: শুধুমাত্র জোট ভারী নয়,অনেক সময় গৃহপালিত বিরোধীদল হিসেবেও এরা দারুন কার্যকরী
এক কথায় রাজনৈতিক টোকাই কিংবা পতিতা

৩০ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:১৭

প্রবাসী ভাবুক বলেছেন: এইসব রাজনৈতিক পতিতাগুলো চামচামি করেও ক্ষমতায় যেতে পারলে ধরাকে সরা জ্ঞান করে৷ উল্টাপাল্টা বক্তৃতা দিয়ে খবরের শিরোনামে থাকতে চায়৷ যা দেশের জনগনের জন্যও অপমানজনক মনে হয়৷ এসব ভবিষ্যৎহীন দলগুলোকে নিষিদ্ধ করাটাই মঙ্গলজনক৷

আপনাকে ধন্যবাদ 'কি করি আজ ভেবে না পাই'

৯| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৩২

সচেতনহ্যাপী বলেছেন: ভাবছি সাকুল্যে এদের সমর্থন!! দল হিসাবে আছে কিন্তু লোকবলে নেই!! ঠিক কাজীঁর গোয়ালের মত।।

১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৪৮

প্রবাসী ভাবুক বলেছেন: তাতেই এরা কোন ভাবে চাটুকারিতা করেও সরকারে যোগ দিতে পারলেই ধরাকে সরাজ্ঞান করে৷

আপনাকে ধন্যবাদ সচেতন্যাপী ভাই৷

১০| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৫৩

সচেতনহ্যাপী বলেছেন: এদের কথাই শুধু শুনে আর দেখে যাই!! ভাবি আমাদের স্থান কোথায়??
আমরা আছি না বেহেস্তে,না দোজখে।। অবস্থান ঝুলন্ত!! =p~

০৪ ঠা অক্টোবর, ২০১৫ রাত ৯:০৮

প্রবাসী ভাবুক বলেছেন: ঝুলন্ত অবস্থাটা হল বেশি বিপজ্জনক৷ আমাদের অবস্থাটা তাই৷

বাংলাদেশে রাজনীতিটা হল সবচেয়ে বড় লাভজনক ব্যবসা৷আর ব্যবসার ক্যাপিটাল হিসেবে কিছু অসাধু ব্যবসায়ী টুকরা টুকরো দলের সাইনবোর্ড ঝুলিয়ে ব্যবসা করে যাচ্ছে৷

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.