নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের দর্শন

পৃথিবীটা এমন একটি জায়গা যেখানে সবাই সুখী হতে চায়। কিন্তু খুব কম ব্যক্তিই সুখ উপভোগ করতে পারে। আর তাই সুখের পিছনে না ছুটে যে অবস্থায় আছেন, সেই অবস্থায়ই জীবনটাকে উপভোগ করুন।

প্রবাসী ভাবুক

সকলে মিলিয়া সাজাব সুন্দর পৃথিবীকে।

প্রবাসী ভাবুক › বিস্তারিত পোস্টঃ

উচ্চশিক্ষাও সিগারেটের ন্যায় ক্ষতিকারক পণ্য!!!

১১ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:২৮

কোন কাজ বা ক্ষতিকারক পণ্যের ব্যবহারকে নিরুৎসাহিত করার জন্য সরকার তার উপর অধিক পরিমাণে ট্যাক্স বসিয়ে মূল্য বাড়িয়ে দেয়৷ যাতে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা হ্রাস পেয়ে তার ব্যবহার কমিয়ে দেয়৷ এরমধ্যে রয়েছে সিগারেট, মদ ইত্যাদি৷

শিক্ষা কোন পণ্য নয়৷ এটা ব্যবসাও হতে পারে না৷ ছাত্রছাত্রীরা অর্থোপার্জন করে না৷ বরং পিতার অর্থ ব্যয় করে পড়াশুনা করে৷ সুতরাং ছাত্রছাত্রীরা শিক্ষার উপর ট্যাক্স দিতে পারে না৷ তবে যদি কেউ এটাকে পণ্য মনে করে ব্যবসা করার চিন্তা করে তাহলে সরকারের তা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা উচিত৷

আমাদের মাথাভারী নিয়ন্ত্রকরা বলছে এই ভ্যাট শিক্ষার্থীদের দিতে হবে না; দিবে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়৷ অর্থনীতির ন্যূনতম ধারণা যাদের আছে তারা অন্তত এই কথাটা বলতে পারে না৷ ভ্যাট আরোপিত হয় সবসময় ভোক্তার উপর৷ এমনকি বিক্রেতাও বেশিরভাগ সময় বিক্রয়মূল্য+ভ্যাট কথাটি দ্রব্যের গায়ে লিখে রাখে৷ অনেক সময় তা না লিখে ভ্যাট যুক্ত করে দিয়েই একবারে বিক্রয়মূল্য বসিয়ে দেয়৷ অর্থাৎ যে কোন উপায়েই ভ্যাট ভোক্তাকে প্রদান করতে হয়৷

আমাদের নিয়ন্ত্রকরা হয় নিজেরা অর্থনীতি সম্পর্কে ন্যূনতম ধারণা না নিয়েই দেশের অর্থনীতি পরিচালনা করছে না হয় নিজেদের খুব ধূর্ত শিয়াল এবং সাধারণ জনগণকে বোকা মুরগী মনে করে৷ আর এজন্যই ভ্যাট ছাত্রছাত্রীরা নয় বিশ্ববিদ্যালয় দিবে বলে জনগণের সামনে নিজেদের আহাম্মকী প্রকাশ করে৷ অবস্থাদৃষ্টে মনে হচ্ছে সিগারেটের ন্যায় শিক্ষাকেও ক্ষতিকারক পণ্য হিসেবে বিবেচনা করে এটাকে নিয়ন্ত্রনের চেষ্টা করা হচ্ছে৷

মন্তব্য ৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৪

অতি মানব বলেছেন: অসাধারন আপনার লেখা,ভালো লাগলো।

১১ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৩

প্রবাসী ভাবুক বলেছেন: অসাধারণ মূল্যায়নের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ৷

২| ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৫৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: বেশ বলেছেন!

১১ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৯

প্রবাসী ভাবুক বলেছেন: আপনাকে ধন্যবাদ বিদ্রোহী ভৃগু

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.