নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের দর্শন

পৃথিবীটা এমন একটি জায়গা যেখানে সবাই সুখী হতে চায়। কিন্তু খুব কম ব্যক্তিই সুখ উপভোগ করতে পারে। আর তাই সুখের পিছনে না ছুটে যে অবস্থায় আছেন, সেই অবস্থায়ই জীবনটাকে উপভোগ করুন।

প্রবাসী ভাবুক

সকলে মিলিয়া সাজাব সুন্দর পৃথিবীকে।

প্রবাসী ভাবুক › বিস্তারিত পোস্টঃ

পুলিশ যখন পেশাদার চাঁদাবাজ, সিনেমার খলনায়কের ভূমিকায়!

১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৩১

পুলিশ নিজেই যখন চাঁদাবাজি করে তখন চাঁদাবাজদের ঠেকাবে কে? পুলিশের মহাপরিদর্শক ঘোষণা দিয়েছিল মহাসড়কে গরুবাহী কোন ট্রাক সুনির্দিষ্ট কোন কারণ ছাড়া থামাবে না৷ কিন্তু কে শোনে কার কথা! ঠিকই ট্রাক থামিয়ে চাঁদাবাজি করছে দেদারছে৷ সেই সাথে পেশাদার চাঁদাবাজরা তো আছেই৷ অবশ্য অনেক পুলিশ সদস্যও পেশাদার চাঁদাবাজ!

আজ সংবাদে দেখলাম ১১ বছরের শিশুসহ এক মহিলাকে তাদের বিরুদ্ধে কোন ধরনের অভিযোগ ছাড়াই পুলিশ থানায় ধরে এনে একদিন আটকিয়ে রেখে ৪২ টাকা ঘুষ নিয়ে তাদের ছেড়ে দিয়েছে৷ পুলিশ রাত্রে উক্ত মহিলার স্বামীকে ধরতে গিয়ে না পেয়ে শিশুসন্তানসহ মহিলাকে ধরে নিয়ে আসে৷ এটা যেন বাংলা সিনেমার কাহিনী যেখানে খলনায়ক নায়ককে শায়েস্তা করতে নায়কের মা-বাবা, প্রেমিকা, বোন ইত্যাদি ধরে নিয়ে আসে৷

পুলিশ যদি চাঁদাবাজ, খলনায়কের ভূমিকা নেয় তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে? সবকিছুতেই এত অরাজকতা আর কত দিন? এভাবেই কি চলতে থাকবে দেশ? স্বাধীনতার ৪৪ বছর পর এসেও আমরা দেখছি এলাকার মাস্তান, দলীয় মাস্তান, পুলিশি মাস্তান, বিচার বিভাগীয় রাজনৈতিক হস্তক্ষেপসহ নানা ভাবে পদে পদে আমরা পরাধীনতার তিক্ত স্বাদ ভোগ করেই চলেছি৷

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৪৮

চল পাখি বলেছেন:

২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৩৬

সচেতনহ্যাপী বলেছেন: আমি দেশের কথা জানি না,শুধু জানি যে কোন অপরাধই পুলিশের অজান্তে হতে পারে না।। ব্যাতিক্রম বাদে।। প্রসঙ্গক্রমে অনেক আগে বলা এক পুলিশ অফিসারের(নাম ও তারিখ,স্থানের কথা ভুলে গেছি)কথা,যিনি চ্যালেজ্ঞ ছুড়ে বলেছিলেন রাজনৈতিক নির্দেশ না হলে আমি ২৪ ঘন্টার মাঝে ঢাকাকে অপরাধমুক্ত করতে না পারলে,চাকুরী ছেড়ে দেব।। আজো তেমন অনেকেই থাকলেও......।।।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:২৩

প্রবাসী ভাবুক বলেছেন: কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া দেশে যত অপরাধ সংঘটিত হয় তার প্রায় সবই কোন কোন রাজনৈতিক নেতাকর্মী ও তাদের রাজনৈতিক প্রভাব কাজ করে৷ সেই সুযোগে অসাধু পুলিশও দুপয়সা কামিয়ে নেওয়ার ধান্দা খোঁজে৷

৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:০৯

ঢাকাবাসী বলেছেন: পৃথিবীর সবচাইতে নিকৃস্ট অসৎ অদক্ষ অলস আনফিট পুল.. হল বাং...।

০৪ ঠা অক্টোবর, ২০১৫ রাত ৯:০৩

প্রবাসী ভাবুক বলেছেন: অন্যদেশে বিপদে পড়লে পুলিশের শরনাপন্ন হয়৷ বাংলাদেশে পুলিশের কাছে যেতে মানুষ ভয় পায়৷

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.