নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের দর্শন

পৃথিবীটা এমন একটি জায়গা যেখানে সবাই সুখী হতে চায়। কিন্তু খুব কম ব্যক্তিই সুখ উপভোগ করতে পারে। আর তাই সুখের পিছনে না ছুটে যে অবস্থায় আছেন, সেই অবস্থায়ই জীবনটাকে উপভোগ করুন।

প্রবাসী ভাবুক

সকলে মিলিয়া সাজাব সুন্দর পৃথিবীকে।

প্রবাসী ভাবুক › বিস্তারিত পোস্টঃ

নিশ্চিত ভাবে বলা যায় প্রতিবাদ করতে গেলে প্রতিবাদী মানুষকে পুলিশ গুলি করে মারবে৷

০২ রা অক্টোবর, ২০১৫ দুপুর ১:২৩

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের সাংসদ (গাইবান্ধা-১) মঞ্জুরুল ইসলাম লিটনের ছোড়া গুলিতে আট বছরের এক শিশু গুলিবিদ্ধ হয়েছে৷ লিবিদ্ধ শিশুর নাম সৌরভ (৮)। সৌরভের ডান পায়ে একটি ও বাম পায়ে দুটি গুলি লেগেছে। তার অস্ত্রোপচার করা হয়েছে।

দেশটা যেন মধ্যযুগীয় বর্বর রাজাবাদশাহদের আমলের মত হয়ে গেছে৷ আগেকার রাজাবাদশাহরা শখের বশে পশু শিকারের মত মানুষকেও খেয়াল খুশিমতো মতের অমিল হলেই মেরে ফেলত, তেমনি ক্ষমতাসীনদের খেয়াল খুশি মতো যাকে ইচ্ছা তাকে গুলি করতে পারে৷ এজন্য তাদের কারও কাছে কোন কৈফিয়ত দিতে হয় না৷

এত সামান্য শিশু! হাতের নিশানা পরীক্ষার জন্য দু-চারজন মানুষকে গুলি করে মেরে ফেললেও কিছুই করার ছিল না৷ বরং যারা প্রতিবাদ করতে যাবে টাঙ্গাইলের কালিহাতীর মতো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের গুলি করে মারবে৷

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০২ রা অক্টোবর, ২০১৫ দুপুর ২:০০

ছাসা ডোনার বলেছেন: দেশে কোন সন্ত্রাসী নেই, থাকবে কোথায়? সবাই তো এখন হাম্বালীগে , আর হাম্বালীগের সবাই তো দেশ ছেড়ে স্বর্গে আছেন।

০২ রা অক্টোবর, ২০১৫ দুপুর ২:১৬

প্রবাসী ভাবুক বলেছেন: আওয়ামী লীগে যে সন্ত্রাসী আছে তাদের যদি সন্ত্রাসী আখ্যা দেওয়া হয় তাহলে সংগঠনটির অন্য নামকরণ প্রয়োজন হতে পারে৷ তাদের সন্ত্রাসী না বলে বলুন আওয়ামী লীগার৷

মন্তব্যের জন্য ধন্যবাদ ছাসা ডোনার ভাই

২| ০২ রা অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৫২

সচেতনহ্যাপী বলেছেন: সাংসদের দেশ প্রেমের নমুনা !! এদের আমরাই নির্বাচিত করে অহংকারে গলে পড়ি!!

০২ রা অক্টোবর, ২০১৫ বিকাল ৫:১৬

প্রবাসী ভাবুক বলেছেন: কাদের নির্বাচিত বলছেন ভাইজান! এরা তো অটো এমপি! জনগণের দ্বারা নির্বাচিত হলে জনগণকে গুলি করতে হলে দুইবার ভাবত৷

৩| ০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ১২:১৫

ঢাকাবাসী বলেছেন: এরাই আইন প্রনেতা!

০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ১:৪১

প্রবাসী ভাবুক বলেছেন: "এরাই আইন প্রনেতা!"

এইসব লোক আইনপ্রণেতা হতে পারে তা ভাবাটাও লজ্জাকর! কিন্তু এটা ভাবনা নয়৷ আমাদের দেশের ঐতিহ্য৷

মন্তব্যের জন্য ধন্যবাদ ঢাকাবাসী

৪| ০৩ রা অক্টোবর, ২০১৫ দুপুর ১:৪২

প্রামানিক বলেছেন: এরা মানুষকে নিরাপত্তার ব্যবস্থা করবে আর এরাই যদি পিস্তুল চালায় তাহলে সাধারণ মানুষ যাবে কই?

০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ১০:৪৮

প্রবাসী ভাবুক বলেছেন: এভাবে যাদের তারা চাইবে মারবে৷ যাদের প্রতি কৃপা প্রদর্শন করবে তাদের বাঁচিয়ে রাখবে৷ এরা কখনও নিজেরা, আবার কখনও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে যাকে খুশি মারবে৷ বেশি কথা বললে তারও রেহায় নেই৷

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.