নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের দর্শন

পৃথিবীটা এমন একটি জায়গা যেখানে সবাই সুখী হতে চায়। কিন্তু খুব কম ব্যক্তিই সুখ উপভোগ করতে পারে। আর তাই সুখের পিছনে না ছুটে যে অবস্থায় আছেন, সেই অবস্থায়ই জীবনটাকে উপভোগ করুন।

প্রবাসী ভাবুক

সকলে মিলিয়া সাজাব সুন্দর পৃথিবীকে।

প্রবাসী ভাবুক › বিস্তারিত পোস্টঃ

প্রধানমন্ত্রী কোন ভনিতা ছাড়াই মনের কথা প্রকাশ করে দেন৷

০৫ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:০৪

আমাদের প্রধানমন্ত্রী যখন কুরুচিপূর্ণ, অশ্লীল, ১৮+, অপ্রাপ্ত বয়স্কদের শ্রবণের অযোগ্য বক্তব্য প্রদান করেন তখন তার কাছ থেকে জাতি কতটুকু ভাল কিছু আশা করতে পারে? যে দেশের প্রধানমন্ত্রীর বক্তব্য পরিবারের সবাইকে নিয়ে বসে শোনা না যায় সেই দেশের ভবিষ্যৎ কতটা ভাল হতে পারে? ভবিষ্যৎ প্রজন্ম আমাদের প্রধানমন্ত্রীর কাছ থেকে কি আশা করতে পারে? তিনি তো আমাদের প্রধানমন্ত্রী৷ তিনি তো শুধু ব্যক্তি নন৷ তিনি একটি প্রতিষ্ঠান৷তিনি দেশের অভিভাবক৷ তাকে দেশের অনেকেই আদর্শ মনে করে৷

প্রসঙ্গত: সাংবাদিকরা খালেদা জিয়া পরবর্তীতে বিএনপি সরকার গঠন করলে আওয়ামী লীগের দেশপ্রেমিক নেতাদের সঙ্গে নিয়ে কাজ করতে চাওয়ায় সাংবাদিকরা প্রধানমন্ত্রীর মতামত জানতে চাইলে অতি নোংরা ভাষায় খালেদা জিয়া সম্পর্কে মন্তব্য করেন৷ প্রধানমন্ত্রী মুখে উল্লেখ করলেও আমার পক্ষে লিখনীতেও উল্লেখ করা কষ্টসাধ্য হওয়ায় তা উল্লেখ করতে পারলাম না৷

তবে প্রধানমন্ত্রীর একটি ভাল দিক ফুটে উঠেছে তার কথায়৷ সেটা হল তিনি ভণিতা না করে সরাসরি তার মনের কথাটি মানুষের সামনে তুলে ধরেন৷ এটাই ভাল দিক৷ তবে নিকৃষ্ট দিকটি হল যে, তার মনে মানুষের সম্বন্ধে নোংরা চিন্তা ভাবনা পোষণ করেন৷

মন্তব্য ১৯ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ০৫ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৪০

মামু১৩ বলেছেন: একজন সাবেক প্রধান মন্ত্রী যখন সন্দেহজনক সম্পর্ক রাখেন কারও সাথে, তার ব্যপারে আমরা কি আশা করতে পারি?

০৫ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৫৩

প্রবাসী ভাবুক বলেছেন: তিনি অবশ্যই খারাপ৷ যদি আপনি মুসলমান হয়ে থাকেন তবে আপনাকে জানতে হবে যে এসব বিষয় গোপন করাটা শ্রেয়৷ আর সেটা প্রকাশ করতে হলে কমপক্ষে তিনজন প্রত্যক্ষদর্শী হাতে নাতে দর্শন করতে হবে৷ তবে যেটাই হোক এমন কোন নোংরা ভাষা প্রকাশ করা উচিত না যা অপ্রাপ্ত বয়স্করা বা পরিবারের সবাই মিলে শুনতে লজ্জাবোধ করতে হয়৷

২| ০৫ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৪৫

বিমুক্ত জালাল বলেছেন: Sohomot :-)

০৫ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৫৩

প্রবাসী ভাবুক বলেছেন: আপনাকে ধন্যবাদ বিমুক্ত জালাল ভাই

৩| ০৫ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:৪৩

মনজুর আহােমদ সুমন বলেছেন: কথাটা কি ভাই শুনি নাই তো। বলেন না!
আমি ১৮ না ৩০++

০৫ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:১০

প্রবাসী ভাবুক বলেছেন: অশ্লীল কথাগুলো পাবলিক প্লেসে প্রকাশ করা সবার দ্বারা সম্ভব না৷ বড়জোর বন্ধুবান্ধবদের সাথে আলোচনায় বলা সম্ভব৷

৪| ০৫ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:২৪

আলফ্রেড বি বলেছেন: হাসিনা তো পরেরটা বললেন নিজেরটা বললেন|
…মৃণাল কান্তী,ইনু|আমরাও তো অনেক কিছুই শুনি|
…হাসিনার ক্লাসটা থার্ড|
…ব্যবহারে বংশের পরিচয় পাওয়া যায়|উনার মুখের ভাষায় উনার নিন্মবংসের পরিচয় পাওয়া যায়|
…উনার ভায়েরা তো লম্পট লুচ্চা ছিলো এটা তো দেশবাসী জানে|

০৫ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:৪৪

প্রবাসী ভাবুক বলেছেন: ভাইজান, সবাই সবকিছু বলতে পারে না৷ খালেদাকে আমি সমর্থন করছি না৷ তবে যেই খালেদা জিয়াকে নিয়ে প্রধানমন্ত্রী প্রায় নিয়মিতই ব্যঙ্গ, উপহাস, অশ্লীল বাক্য ব্যবহার করে সেই খালেদা জিয়ার কাছ থেকে দেশবাসী শেখ হাসিনাকে নিয়ে কোনদিন অশ্লীল বাক্য ব্যবহার করতে শোনেনি৷ ব্যবহারে বংশের পরিচয় বলে একটা কথা আছে না !!!

৫| ০৫ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:২৫

আলফ্রেড বি বলেছেন: হাসিনা তো পরেরটা বললেন নিজেরটা বললেন নাতো|
…মৃণাল কান্তী,ইনু|আমরাও তো অনেক কিছুই শুনি|
…হাসিনার ক্লাসটা থার্ড|
…ব্যবহারে বংশের পরিচয় পাওয়া যায়|উনার মুখের ভাষায় উনার নিন্মবংসের পরিচয় পাওয়া যায়|
…উনার ভায়েরা তো লম্পট লুচ্চা ছিলো এটা তো দেশবাসী জানে|

৬| ০৬ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:২০

সচেতনহ্যাপী বলেছেন: ভবিষ্যৎ প্রজন্ম আমাদের প্রধানমন্ত্রীর কাছ থেকে কি আশা করতে পারে? উত্তর পাবেন কালই যখন এই ব্লগেই কিছু মানুষ তাই নিয়ে ব্লগ দাপাবে।। আমরা কি কোনদিনও রাজনৈতিক ভাষা বলে যে একটা বাক্য আছে,তা অনুধাবন করবো না??!!

০৬ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:২৮

প্রবাসী ভাবুক বলেছেন: দেখলাম অনেকেই প্রধানমন্ত্রীর বক্তব্যের পক্ষে সাফাই গাচ্ছে৷তাদের কথা প্রধানমন্ত্রী সত্য বলেছেন৷পতিতালয়ে যা হয় সেটা সত্য৷ কিন্তু সেটা কি পাবলিক প্লেসে খুটিয়ে খুটিয়ে প্রকাশ করার মত কথা? কথা হল, প্রধানমন্ত্রী যে কথাগুলো বলেছেন তা তো অপ্রাপ্ত বয়স্ক এবং পরিবারের সবাই একসাথে বসে শোনার অযোগ্য৷ তার মানে যারা এই কথা সমর্থন করছে তারা মা,বাবা, ছেলে, মেয়ে এসব কথা নিজেদের মধ্যে আলোচনা করতে পারে৷

৭| ০৬ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:২৫

মানবী বলেছেন: আমাদের বাংলাদেশটা হত দরিদ্র... চারপাশে অভাব.. শহর বন্দর, গ্রামের আবর্জনার ছড়াছড়ি.. নিয়ম করে বন্যা ও ঘূর্ণিঝড়ে মানুষের দুর্ভোগের দৃশ্য- এসব কিছুই আন্তর্জাতিক মাধ্যমে বড় করে দেখানো হয়, এভাবেই বিশ্বের বুকে পরিচিত হয় বাংলাদেশ।
তার পরও এসব কারনে লজ্জিতবোধ করিনা ভীনদেশীদের কাছে.।

শুধু মাথা হেঁট হয়ে যায় যখন এমন অসুস্থ মস্তিস্কের নেতৃবৃন্দের নোংরামী আর ছোটলোকি প্রাচারিত হয়। সারা বাংলার সকল আবর্জনা একত্র করলেও এদের ভাষা ও কুকর্মের দুর্গন্ধের কাছে তার দুর্গন্ধ কিছুইনা।

০৬ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:৫৫

প্রবাসী ভাবুক বলেছেন: ধন্যবাদ আপনাকে (মহা)মানবী আপা৷ প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টিকর্তা প্রদত্ত যেখানে আমাদের হাত নেই৷সেটা যেহেতু আমাদের কৃতকর্ম নয় তখন লজ্জা পাওয়ার কিছু নেই বলেই আমি মনে করি৷ আমার কলিগদের অনেকেই বাংলাদেশ নামে কোন দেশ আছে জানেনা৷ তবে অনেক কষ্ট করে বাংলাদেশের অবস্থানটা বুঝালে তখন বলে ওহ! অনেক সাইক্লোন আর বন্যা হয় সেই দেশটি? তবে গর্বের বিষয় হল, সুন্দরবনের বেঙ্গল টাইগার চেনে না এই সংখ্যাটা একেবারেই নগণ্য৷

আমাদের রাজনীতিবিদরা কাদা ছুড়াছুড়ি করে এটা আমাদের গা সওয়া হয়ে গেছে৷ তবে গতদিন প্রধানমন্ত্রী যে কথা বলেছেন তা মা-ছেলে অথবা বাবা-মেয়ে পাশাপাশি বসে শুনলে নির্ঘাত লজ্জা পাবে৷এসব কথাবার্তা বান্ধবান্ধবদের আড্ডায় বলা যেতে পারে৷ কিন্তু জাতির সামনে বলাটা নিজেকে হেয় করার শামিল৷

৮| ০৬ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৩৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: হে আল্লাহ তুমি আমাদের জাতীকে উদ্ধার করো গায়েবী মদদে!

আমাদের জানা অজানা কোন পাপের জন্য শাস্তি হিসাবে তা বরাদ্ধ করে থাকলে আমাদের ক্ষমা করে দাও। এবং আমাদের দুঃশাসন থেকে মুক্ত করো। অশ্লীলতা থেকে মুক্ত করো।

০৬ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:০৬

প্রবাসী ভাবুক বলেছেন: আল্লাহ তার গায়েবী মদদে যদি উদ্ধার করে সেটা আমাদের সৌভাগ্য৷ তাই ছাড়া সহসা মুক্তির কোন সম্ভাবনা নাই৷ হয়তবা সরকার পরিবর্তন হতে পারে তবে সবই মুদ্রার এপিঠ-ওপিঠ৷

৯| ০৬ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:১৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: =p~ =p~

১০| ০৬ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:১৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: মামু১৩ বলেছেন: একজন সাবেক প্রধান মন্ত্রী যখন সন্দেহজনক সম্পর্ক রাখেন কারও সাথে, তার ব্যপারে আমরা কি আশা করতে পারি?
হরগঙ্গারাম কলেজের সাবেক ভিসি মৃণাল কান্তি,সাবেক এপিএস বাহাউদ্দিন নাসিম,সাবেক ছালী সভাপতি ওবায়দুল কাদের,ইহাদের সকলের অতীত জানিয়া পরে আরেকজন সম্পর্কে মন্তব্য করা সমীচীন হইবে...........
ভাই সন্দেহজনক সম্পর্ক এক কথা আর নিশ্চিত সম্পর্ক আরেক কথা।যেই সকল মহারথীদের নাম উল্লেখ করিয়াছি তাহাদের সহিত কোনো একজনের সম্পর্ক নিশ্চিত বলিয়াই নির্ভরযোগ্য একাধিক ঘনিষ্ঠ সূত্র ছাড়াও গ্রন্থসূত্র দ্বারাও প্রমানিত।

মানবী বলেছেন:শুধু মাথা হেঁট হয়ে যায় যখন এমন অসুস্থ মস্তিস্কের নেতৃবৃন্দের নোংরামী আর ছোটলোকি প্রাচারিত হয়। সারা বাংলার সকল আবর্জনা একত্র করলেও এদের ভাষা ও কুকর্মের দুর্গন্ধের কাছে তার দুর্গন্ধ কিছুইনা।
১০০% সহমত

০৭ ই অক্টোবর, ২০১৫ রাত ২:৫৭

প্রবাসী ভাবুক বলেছেন: কার সাথে কার সম্পর্ক ছিল সেটা বলতে চাইনা৷ তবে পাবলিক প্লেসে কোন ধরনের কথা বলা ঠিক আর কোনটা ঠিক না এইটা চিন্তা করে কথা বলা অতি জরুরী৷

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.