নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের দর্শন

পৃথিবীটা এমন একটি জায়গা যেখানে সবাই সুখী হতে চায়। কিন্তু খুব কম ব্যক্তিই সুখ উপভোগ করতে পারে। আর তাই সুখের পিছনে না ছুটে যে অবস্থায় আছেন, সেই অবস্থায়ই জীবনটাকে উপভোগ করুন।

প্রবাসী ভাবুক

সকলে মিলিয়া সাজাব সুন্দর পৃথিবীকে।

প্রবাসী ভাবুক › বিস্তারিত পোস্টঃ

তাদের প্রতি সহানুভূতিশীল হোন৷

১৩ ই অক্টোবর, ২০১৫ সকাল ১১:৪৩

সকালে ডিউটির ফাঁকে ফেইসবুকে একটি স্ট্যাটাসে চোখ আটকে গেল৷ স্ট্যাটাসটি দেখে মন খারাপ হয়ে গেল৷

কাতার প্রবাসী এক ভাইয়ের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ফটোসহ কিছু কথা লেখা৷ ভাইটি নয় মাস আগে দেশে গিয়ে বিয়ে করে ফিরে এসেছে৷ গত দুইতিন মাস যাবত ভিসা নবায়ন করতে গিয়ে বেতনের সব টাকা খরচ হয়ে যাওয়ায় দেশে টাকা পাঠাতে পারেনি৷

দেশের পরিবার পরিজন প্রবাসীদের আত্মীয়স্বজন মনে করে না৷ মনে করে টাকার মেশিন৷ আর টাকা পাঠাতে না পারায় বাড়িতে মা বাবা মনে করেছে টাকা সব বউয়ের কাছে পাঠায়৷ তাই ফোন দিলেও বাড়িতে কেউ ধরত না৷ বউ মনে করেছে টাকা পয়সা সব খারাপ পথে খরচ করে তাই রাগ করে বউ বাপের বাড়ি চলে গেছে৷

প্রবাসীরা পরিবার থেকে দূরে থাকায় এমনিতেই মানসিক থাকে৷ পরিবারের সহানুভূতি যে কত বড় প্রেরণা এটা প্রবাসী ছাড়া বুঝবে না৷ একজন প্রবাসী তার সকল প্রকার জীবনের সুখ বিসর্জন দিয়ে পরিবারের সদস্যদের জন্য অর্থ উপার্জন করতে দেশ থেকে দূরে অনেক কষ্টে জীবনযাপন করে৷

বিশেষ করে মধ্যপ্রাচ্য ও পূর্ব এশিয়ার বাংলাদেশি প্রবাসীরা সকালে ঘুম থেকে উঠে ১০/১২ ঘন্টা হাড়ভাঙা খাটুনির পর বাসায় এসে রান্নাবান্না করে খেয়ে আবার অল্প জায়গায় গাদাগাদি করে ঘুমায়৷ জীবনে বিলাসিতা তো দূরের কথা সামান্য আয়েশী জীবনটাও তাদের ভাগ্যে জোটেনা৷ বিলাসিতা যা করার করে পরিবারের লোকজন৷ টাকা পাঠানোর পরিমাণ একটু কম হলেই আর মাথা ঠিক রাখতে পারে না দেশে আয়েশী জীবন পার করা পরিবারের সদস্যগণ৷

দেশে বসবাসকারী প্রবাসীদের আত্মীয়স্বজনদের কাছে অনুরোধ, "আপনারা হয়ত প্রবাসীর কস্ট বুঝালেও বুঝতে পারবেন না অথবা চাইবেন না৷ কিন্তু যতটুকু পারেন আপনাদের থেকে, পরিবার থেকে, বন্ধুবান্ধব থেকে, দেশ ছেড়ে আপনজনের কাছ থেকে একাকী বসবাসকারী মানুষটির প্রতি সহানুভূতিশীল হোন, অকারণে ভূল বুঝবেন না, তার কস্টের অনুভূতিগুলো বুঝার চেষ্টা করুন৷"

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৩ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:০১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: বেশীর ভাগ প্রবাসীর পরিবারের চিত্র এটি। আমি নিজেও প্রবাসী ছিলাম। প্রবাসীরা দেশে গেলে বউ স্বাধীনভাবে চলতে পারে না। ছেলে মেয়ের স্বাধীনতা কমে যায়। তাই তার পরিবারের সদস্যরাও দিন গুনে আর কয়দিন বাকী আছে বিদেশ যাওয়ার। বউ সব বকা-ঝকা মেনে নেয় আর মনে মনে বলে আরে মাত্র তো ৩ মাস। এর পর তো স্বাধীন। কখনো একেবারে আসার কথা মুখে আনলেই বউ, মা বাবা সবাই মানা করে। এটাই সবচেয়ে বড় ট্র্যাজেডি। আমি নিজে যাতে এই ট্র্যাজেডিতে না পড়ি , তাই বিয়ের আগেই চলে এসেছিলাম দেশে। যদিও দেশে সুবিধা করতে পারিনি তবু মানসিক ভাবে প্রবাসীদের চাইতে ভালো আছি আলহামদুলিল্লাহ।

১৩ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:১৯

প্রবাসী ভাবুক বলেছেন: জি ভাইজান, আপনাকে ধন্যবাদ৷ আপনি বিদেশ ছিলেন বলে প্রকৃত পরিস্থিতি অনুধাবন করতে পারেন৷ কিন্তু যারা কখনও বিদেশে থাকেনি তারা কখনও অনুভব করতে পারবে না প্রবাসীদের অসহায়ত্ব৷ প্রবাসীরা নিজ পরিবারেও অনেকটা আগন্তুক৷

২| ১৩ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৩৪

প্রামানিক বলেছেন: যারা বিদেশে কাজ করে তারা আসলেই অমানুষিক কষ্ট করে অথচ পরিবারের লোকজন বুঝতে চায় না। ঘটনাটি শেয়ার করার জন্য ধন্যবাদ।

১৩ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৪৪

প্রবাসী ভাবুক বলেছেন: আপনাকেও অনেক অনেক ধন্যবাদ! প্রবাসীরা নিজের জন্য তেমন কিছুই করে না৷ পরিবারের সদস্যদের মুখে হাসি ফুটানোর আশায় নিজের সাধের জীবন, যৌবন সব নিজের সব বিসর্জন দিয়ে একাকী বিদেশে পড়ে থাকে৷ এদের মানসিক কস্ট বুঝানো কঠিন৷

৩| ১৪ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:১১

সচেতনহ্যাপী বলেছেন: [link|http://www.somewhereinblog.net/blog/sochetonhappy/30059329|প্রবাসী তে কিছু বলেছিলাম আমাদের কথা।। আসলে প্রবসীরা ব্যর্থ এখানটাতেই।।

১৪ ই অক্টোবর, ২০১৫ সকাল ১১:৪৪

প্রবাসী ভাবুক বলেছেন: জি, ভাইজান আরও আছে, আপনি এত ত্যাগ স্বীকার করে পরিবার পরিজনের জন্য এত কিছু করছেন৷ দেশে কারও জন্য পরিমাণে একটু বেশি নিয়ে গেলেন তো অন্য জনের তুলনামূলক কম হয়ে গেলেই আপনার উপর তাদের রাগের সীমা অতিক্রম করবে৷ আপনার নিজের জন্য কি কিনেছেন এটা কেউ ভুলেও জিজ্ঞাসা করবে না৷ আর যদিও কেউ করেও সেটা ঐ জিজ্ঞাসা পর্যন্ত৷ কারণ আপনার দিকে খেয়াল করতে গেলে তো নিজের দাবীটা উপস্থাপন কঠিন হচয়ে পড়বে৷ভাইজান আরও আছে, আপনি এত ত্যাগ স্বীকার করে পরিবার পরিজনের জন্য এত কিছু করছেন৷ দেশে কারও জন্য পরিমাণে একটু বেশি নিয়ে গেলেন তো অন্য জনের তুলনামূলক কম হয়ে গেলেই আপনার উপর তাদের রাগের সীমা অতিক্রম করবে৷ আপনার নিজের জন্য কি কিনেছেন এটা কেউ ভুলেও জিজ্ঞাসা করবে না৷ আর যদিও কেউ করেও সেটা ঐ জিজ্ঞাসা পর্যন্ত৷ কারণ আপনার দিকে খেয়াল করতে গেলে তো নিজের দাবীটা উপস্থাপন কঠিন হয়ে পড়বে৷

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.