নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের দর্শন

পৃথিবীটা এমন একটি জায়গা যেখানে সবাই সুখী হতে চায়। কিন্তু খুব কম ব্যক্তিই সুখ উপভোগ করতে পারে। আর তাই সুখের পিছনে না ছুটে যে অবস্থায় আছেন, সেই অবস্থায়ই জীবনটাকে উপভোগ করুন।

প্রবাসী ভাবুক

সকলে মিলিয়া সাজাব সুন্দর পৃথিবীকে।

প্রবাসী ভাবুক › বিস্তারিত পোস্টঃ

আমরা জনগণ শুধু বিভ্রান্তই হচ্ছি৷

২২ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৪৫

কিছুদিন আগেও দেশে সরকারী দলের নেতাদের যেকোন সভা, মিটিং, মিছিল, বক্তৃতায় শোনা যেত বাংলাদেশে জঙ্গী রয়েছে৷ তাদের সাথে আন্তর্জাতিক জঙ্গী কানেকশন রয়েছে ইত্যাদি৷

কদিন আগে দুজন বিদেশী হত্যাকান্ডের পর থেকেই হুট করে বলা শুরু করেছে বাংলাদেশে কোন জঙ্গী নাই, জঙ্গীর অস্তিত্ব নাই৷ যা আছে সব ষড়যন্ত্রকারী৷

বিদেশী হত্যাকাণ্ডের পর পর প্রধানমন্ত্রী থেকে শুরু করে সরকার দলীয় নেতা পাতিনেতারা পর্যন্ত হত্যাকারীদের নাম বলে দিয়েছিল৷ এখন বিদেশীরাও যখন নিজেদের মত করে তদন্ত করছে সরকারের পাশাপাশি তখন সরকার বুঝতে পারছে উদোরপিণ্ডি বুধোর চালিয়ে দেওয়া সম্ভব হবে না৷ আর তাই এখন খুনিদের কোন কুল কিনারা পাচ্ছে না৷

হত্যাকান্ডের পর পর সরকারের পক্ষ থেকে ঘোষণা দিয়েছিল যে তদন্তকারীরা প্রায় সব কিছু উদ্ধার করে ফেলেছে৷ এখন দেখা যাচ্ছে, এখনও সেই প্রাথমিক অবস্থায়ই রয়েছে৷

আসলে সরকার কোনটি সঠিক বলছে আর কোনটি কল্পিত বলছে এটা বুঝে উঠা কঠিন৷ আমরা সাধারণ জনগণ শুধু বিভ্রান্তই হচ্ছি৷

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২২ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:২৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমরা সাধারণ জনগণ শুধু বিভ্রান্তই হচ্ছি৷ কথা সইত্য !!!

২৩ শে অক্টোবর, ২০১৫ রাত ১:৩০

প্রবাসী ভাবুক বলেছেন: জনগণকে বিভ্রান্ত করার উদ্দেশ্যেই হয়ত এভাবে পরিস্থিতি বুঝে বক্তব্য দেওয়া হয়৷

২| ২৩ শে অক্টোবর, ২০১৫ রাত ১:৪৭

সচেতনহ্যাপী বলেছেন: রাজনীতি বলে কথা।। সর্বদা একেবেকে চলা!! সকালে এক,দুপুরে আরেকটা এবং রাতে পুরোই নূতনটা =p~ ।।

২৩ শে অক্টোবর, ২০১৫ রাত ৩:০৩

প্রবাসী ভাবুক বলেছেন: একারণেই আমাদের রাজনীতিবিদদের কেউ বিশ্বাস করে না এবং সবাই মনে মনে ঘৃণা করে৷

৩| ২৯ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৩

বাংলার ফেসবুক বলেছেন: বস শিরনামেই বাজিমাত।

০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১:২১

প্রবাসী ভাবুক বলেছেন: জি ভাই, আমরা মানি আর না মানি তারা তাদের সুবিধামতো বক্তব্য দিয়ে আমাদের বিভ্রান্ত করার চেষ্টা করে যাচ্ছে৷যাচ্চে

আপনাকে ধন্যবাদ!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.